১) অতিবেগুনী রশ্মির অতিরিক্ত  বিকিরণের কারণে 

(ক) লিভারের প্রদাহ হয়

(খ) ত্বকের ক্যান্সার হয়

(গ) ফুসফুসের ক্ষতি হয়

(d) জন্ডিস রোগের প্রার্দুভাব দেখা যায়

২) নিচের কোন গ্রুপের প্রানীগুলির মাধ্যমে খাদ্য শৃংখল গঠন সম্ভব নয়?

 (ক) ঘাস, সিংহ, খরগোশ

(খ) প্ল্যাঙ্কটন, মানুষ, মাছ, ঘাসফড়িং

(গ) নেকড়ে, ঘাস, সাপ, বাঘ

(d) ব্যাঙ, সাপ, ঈগল, ঘাস, ঘাসফড়িং

৩)যে কোনও খাদ্য শৃঙ্খলে প্রথম উপাদান সাধারণত সবুজ উদ্ভিদের মধ্য দিয়ে হয়।এর  কারণ -

(ক) সবুজ উদ্ভিদ ব্যাপকভাবে  ছড়িয়ে আছে।

(খ) সবুজ উদ্ভিদ মাটির এক জায়গায় স্থির  থাকে

(গ) সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদের  খাদ্য সংশ্লেষের ক্ষমতা থাকার কারনে

(d) মাংসাশীর চেয়ে আরও বেশি সংখ্যক উদ্ভিদ থাকার কারনে--

৪) নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের যৌক্তিক ক্রম?

(ক) উৎপাদক  → খাদক → বিয়োজক

(খ) উৎপাদক  → বিয়োজক → খাদক

(গ) খাদক  → উৎপাদক → বিয়োজক

(ঘ) বিয়োজক → উৎপাদক  → খাদক

৫) অ্যাসিড বৃষ্টি নিচে কোন মৌলের অক্সাইড দ্বারা সৃষ্ট হয়?

(ক) কার্বন

(খ)  নাইট্রোজেন

(গ) সালফার 

(d) সালফার এবং নাইট্রোজেন

৬) নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অ্যাবায়োটিক উপাদান?

(ক) হিউমাস

(খ) ব্যাকটিরিয়া

(গ) উদ্ভিদ

(ঘ) ছত্রাক

৭ ) নিন্মে প্রদত্ত খাদ্য শৃঙ্খলে যদি চতুর্থ  স্তরে শক্তির পরিমাণ 4 কিলোজুল হয় তবে উৎপাদক স্তরে শক্তির  পরিমান কত হবে ?|| ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ

(ক) 4 KJ

(খ) 40 KJ

(গ) 400 KJ

(d) 4000 KJ

ব্যাখ্যা:প্রতিটি খাদ্যস্তরে প্রাপ্ত শক্তির প্রায় ৯০ শতাংশ অপচয় হয়। বাকি ১০ শতাংশ পরবর্তী খাদ্যস্তরে প্রবেশ করে থাকে।

8.দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র যে অঞ্চল বরাবর মিশে যায় তাকে__________  বলে

ক ) ইকোটন

খ) নেকটন

গ) বেনথস

ঘ)প্ল্যাকটন

9.খাদ্য পিরামিডে সবচেয়ে নিচে থাকে--

ক) খাদক

খ) উৎপাদক

গ) বিয়োজক

ঘ) সর্বোচ্চ খাদক

10.নিচের কোনটি বৃহত্তম কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরন? 

(ক) চিড়িয়াখানা

(খ) বাগান

(গ) অ্যাকোয়ারিয়াম

(২) অ্যাগ্রোইকোসিস্টেম

১১) বাস্তুতন্ত্রে প্রাকৃতিক মেথর হিসাবে নিচে কাদেরকে গন্য করা হয়?

(ক) ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন

(খ) পোকামাকড়, শকুন

(গ) ব্যাকটিরিয়া, ছত্রাক

(২) নেকটন , বেনথস 




 




















No comments:

Post a Comment