১.My sister's mariage passed-----
peacefully.(SSC-CGL-2017)
(a) away
b) by
(c) off
(d) out
ব্যখ্যা:-
Pass away - die (মারা যাওয়া)
Pass by - pay no attention to (উপেক্ষা করা)
Pass by - go alongside (পাশ দিয়ে চলে যাওয়া)
Pass off - to be over (শেষ হওয়া)
Pass out-to become unconscious(অজ্ঞান হতে)
সুতারং এক্ষেত্রে Pass off হবে যার অর্থ শেষ হওয়া।
২.There are------books on computer science in your school library, so you need to purchase them from the market
SSC -CGL-2017
(a) a few
(b) a little
(C) few
(d) the few
Few সাধারনত countable noun এর ক্ষেত্রে বসে যেখানে little সাধারনত uncountable noun এর পূর্বে বসে।এক্ষেত্রে a little হবে না।
এখন a few positive অর্থে some বোঝাতে বসে যেখানে few নেগেটিভ অর্থে not a lot of বোঝাতে বসে।
the few বলতে কিছুকে বোঝায় কিন্তু সমগ্রকে বোঝায়। যেমন-I have invited the few friends I know in Delhi in today's gathering.
সুতারং এক্ষেত্রে শূন্যস্থানে few বসবে।
৩)Voice Change ||
SSC-CGL-2017
The fire destroyed the whole neighbourhood.
(a) The whole neighbourhood is destroyed by the fire
(b) The whole neighbourhood was destroyed by the fire
(c) The whole neighbourhood was being
destroyed by the fire.
(d) The whole neighbourhood is being destroyed by the fire.
ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যটি Past indefinite tense এ আছে।
Active:S+ V-2nd form +ob+---------
Passive :New sub+Was/were+V-3+.....
উত্তর||(b) The whole neighbourhood was destroyed by the fire
৪। Which of the following sentences is in active voice?
UPTET-2018
(a) He was asked to keep quiet.
(b) A house was bought for fifty lacs.
(c) I requested him to come in time.
(d) He was hit badly.
ব্যাখ্যা: Active voice এ বক্তা বা যার সমন্ধে বলা হচ্ছে, তিনি সরাসরি কাজটি করছেন বোঝায় এবং verb এর পর সাধারনত Direct object থাকে কিন্তু passive এর ক্ষেত্রে কাজটি বর্তায়।
তাছাড়া এক্ষেত্রে, প্রতিটি বাক্যে was আছে be verb আছে কেবল c তে নেই। সুতারাং C হল উত্তর।
৫।These students are most disobedient
In the above sentence, point out the gender of the word 'students.' UPTET-2018
(a) Feminine gender
(b) Common gender
(c) Masculine gender
(d) None of the above
ব্যাখ্যা :Feminine gender:স্ত্রী লিঙ্গ
Masculine gender:স্ত্রীলিঙ্গ
Neuter Gender :(ক্লীব লিঙ্গ)
Common Gender: (উভয় লিঙ্গ) -নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গ শব্দ বোঝায়
৬।A prisoner was accused ---murder.
(a) of
(c) to
(b) for
(d) off
ব্যাখ্যা:Accused of - অভিযুক্ত -
এটি fixed preposition।সুতারাং এটি মনে রাখতে হবে।
No comments:
Post a Comment