1.চেতন মনকে জানার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
a)অন্তদর্শন পদ্ধতি
b) পর্যবেক্ষণ পদ্ধতি
গ) সার্ভে পদ্ধতি
ঘ) ক্লিনিক্যাল পদ্ধতি
২.অপসঙ্গতি আচরনের কারন অনুসন্ধানের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
a)অন্তদর্শন পদ্ধতি
b) পর্যবেক্ষণ পদ্ধতি
গ) ক্লিনিক্যাল পদ্ধতি
ঘ) ক্লিনিক্যাল পদ্ধতি
৩. মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি কোনটি?
a)অন্তদর্শন পদ্ধতি
b) পর্যবেক্ষণ পদ্ধতি
গ) সার্ভে পদ্ধতি
ঘ) ক্লিনিক্যাল পদ্ধতি
৪.নিচের কোনটি শক্তিশালী?
ক) ইদম
খ) অহং
গ)অধিসত্ত্ব
ঘ) উপরের সব গুলিই
5.Tabula rasa শব্দটি শিক্ষা ক্ষেত্রে কোন মনোবিদ ব্যবহার করেন?
ক)থনডাইক
খ)কিলপ্যাট্রিক
গ)জন লক
ঘ) স্কিনার
৬.Tabula rasa শব্দটির অর্থ কি?
ক) ফাকা স্লেট (clean slate)
খ) ফাকা ব্ল্যাকবোর্ড (clean blackboard )
গ)ফাকা বই (clean Book )
ঘ) উপরের কোনোটাই নয়
৭)লিবিডো শব্দটির আধুনিক ব্যবহারের প্রবর্তক হিসাবে কাকে বিবেচনা করা হয়?
ক) পিয়াঁজে
খ) ফ্রয়বেল
গ) ফ্রয়েড
ঘ) স্কিনার
৮।সাইকোআনালাইটিক বা মনোবিশ্লেষন তত্ত্বের প্রবক্তা কে ?
ক) পিয়াঁজে
খ) ফ্রয়বেল
গ) ফ্রয়েড
ঘ) স্কিনার
৯)মনের কোন অংশটি সর্ববৃহৎ?
ক) অবচেতন মন
খ)চেতন মন
গ)অচেতন মন
ঘ)প্রাক চেতন মন
১০) নিচের কোনটি সামাজিকীকরনের সংস্থা?
ক)বিদ্যালয়
খ)শিক্ষাপ্রতিষ্ঠান
গ)সোশ্যাল মিডিয়া
ঘ)উপরের সবগুলি
১২)ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি কোন সময়ে সামাজিকরণ ঘটে থাকে?
ক )শৈশবকালে
খ)বার্ধক্যকালে
গ) যৌবনকালে
ঘ)বয়:সন্ধি ক্ষনে
১৩) Generic Epistemology র জনক কে?
ক) ওয়াটসন
খ) ম্যাকডুগাল
গ)পিয়াজে
ঘ)ভাইগটস্কি
১৪)পিয়াজ এর জন্মস্থান কোথায়?
ক) রাশিয়া
খ)আমেরিকা
গ) সুইজারল্যান্ড
ঘ) জার্মানি
১৫) স্কিমার ধারণা কে দেন?
ক) আর্ট বার্টলেট
খ) পিয়াঁজে
গ)ভাইগটস্কি
ঘ) উপরে কেউ নয়
১৬ ) স্কিমার সম্প্রসারণে নিচের কোনটি ভূমিকা পালন করে?
ক) সাংগঠনিকীকরন
খ)আত্তীকরণ
গ)সহযোজন
ঘ)উপরের সবগুলি
১৭) আত্মকেন্দ্রিকতা কোন স্তরে দেখা যায়?
ক)সংবেদন চালক মূলক স্তর
খ)প্রাক সক্রিয়তার স্তর
গ)মূর্ত সক্রিয়তার স্তর
ঘ)যৌক্তিক সক্রিয়তার স্তর
১৮)সর্বপ্রাণবাদ কোন স্তরে বৈশিষ্ট্য?
ক)সংবেদন চালক মূলক স্তর
খ)প্রাক সক্রিয়তার স্তর
গ)মূর্ত সক্রিয়তার স্তর
ঘ)যৌক্তিক সক্রিয়তার স্তর
১৯) অবযুক্তিপূর্ণ বিচার কোন স্তরে দেখা যায়?
ক)সংবেদন চালক মূলক স্তর
খ)প্রাক সক্রিয়তার স্তর
গ)মূর্ত সক্রিয়তার স্তর
ঘ)যৌক্তিক সক্রিয়তার স্তর
২০) নিচের কোন স্তরে শিশুরা বিমুর্ত চিন্তা করতে পারে?
ক)সংবেদন চালক মূলক স্তর
খ)প্রাক সক্রিয়তার স্তর
গ)মূর্ত সক্রিয়তার স্তর
ঘ)যৌক্তিক সক্রিয়তার স্তর
২১।নিচের কোন মনোবৈজ্ঞানিক নৈতিক বিকাশ সম্বন্ধে ধারণা দেন ?
ক)কোহলার
খ) কোহেলবার্গ
গ)ওয়াটসন
ঘ)স্কিনার
২২ ) কোহেলবার্গ এর নৈতিক বিকাশ তত্ত্বে কটি পর্যায় আছে?
ক)তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ)ছয়টি
২৩) কোহেলবার্গ এর নৈতিক বিকাশ তত্ত্বে কটি স্তর আছে ?
ক)তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ)ছয়টি
২৪) পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা যায়?
ক) ব্যক্তিনির্ভর
খ)সমাজ নির্ভর
গ)সমষ্টি নির্ভর
ঘ) উপরের কোনোটিই নয়
২৫) কোহেলবার্গের মতে B type ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে -
ক) আদর্শ ও বিবেকের উপর
খ) আবেগের উপর
গ) নিয়মের দ্বারা
ঘ)উপরে সবগুলোই
২৬) নৈতিক বিকাশে কোন স্তরে শিশুরা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে?
ক) প্রথাগত পর্যায়
খ)প্রাক প্রথাগত পর্যায়
গ) উত্তর প্রথাগত পর্যায়
ঘ) উপরের সবগুলি
২৭)পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা যায়?
ক) ব্যক্তিনির্ভর
খ)সমাজ নির্ভর
গ)সমষ্টি নির্ভর
ঘ) উপরের কোনোটিই নয়
২৮ )
No comments:
Post a Comment