✍✍শিক্ষার ধারণা(Concept of Education) ✍✍
✍শিক্ষা এমন এক প্রক্রিয়া যা মানুষকে অন্য প্রাণীর থেকে পৃথক করে। শিক্ষার দ্বারা মানুষ সামাজিক প্রাণীতে রূপান্তরিত হয়।
✍শিক্ষার দ্বারা মানুষের সর্বাঙ্গীণ বিকাশ সাধিত হয়। সমাজের রীতিনীতি সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হয়।
✍মানুষ নিজের ব্যক্তিত্ব বৃদ্ধির সাথে সাথে নিজের জীবন সুখময় করে তুলতে সক্ষম হয় এবং দেশের বিকাশে অংশগ্রহণ করতে সক্ষম হয়। শিক্ষা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষকে অভিযোজিত করে অগ্রসর হতে সাহায্য করে।
✍শিক্ষা শব্দটির বুৎপত্তিগত অর্থ
✍শিক্ষা শব্দটি সংস্কৃত শব্দ শিক্ষ ধাতু থেকে এসেছে।শিক্ষ ধাতুর সঙ্গে অ প্রত্যয় যুক্ত করে শিক্ষা শব্দটি গঠিত হয়েছে। শিক্ষ ধাতুর অর্থ শেখা (to learn) এবং শেখানো ( to teach)।
✍আবার শিক্ষা শব্দটির উৎপত্তি শাস ধাতু থেকেও যার অর্থ হলো শাসন করা বা শৃঙ্খলা ( to controll or to discipline)
✍বাংলা ভাষায় শিক্ষা শব্দটির সমার্থক শব্দ বিদ্যা। এই শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে যাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় বিদ+ক্যপ+আ।বিদ ধাতুর অর্থ হলো জ্ঞান অর্জন করা বা জানা (to know)
✍Education শব্দটির বুৎপত্তিগত অর্থ-
✍Education শব্দটি ল্যাটিন শব্দ e-ducere শব্দ থেকে এসেছে যার অর্থ হলো প্রকাশ করা (to draw out) বা নির্দেশ দান করা অর্থাৎ শিশু শিক্ষার্থী মনের মধ্যে যে গুনাবলী সুপ্ত অবস্থায় আছে সেগুলো বাইরে আনা।
✍অন্য একমতে Education শব্দটি ইংরেজি ল্যাটিন শব্দ Educatum থেকে এসেছে। এই শব্দটি E ও ducatum এই দুই শব্দের সমন্বয়ে গঠিত। Educatum শব্দটি অর্থ হলো শিক্ষাদানের কাজ ( act of teaching or training)
✍অপর কিছু পণ্ডিতের মতে,Education শব্দটি Educare থেকে এসেছে যার অর্থ হলো লালন পালন করা (to bring up), পরিচর্যা করা (to nourish)
✍আর একমতে Educatio থেকে যার অর্থ অন্তনিহিত কোনো কিছু কে প্রকাশ করা।
Great
ReplyDelete👌👌👌👌
ReplyDelete