নির্দেশ : নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির
(91 থেকে 99 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন :
মুকুল আর মানিক এক পাড়ার ছেলে, এক স্কুলে
এক ক্লাসে পড়ত । এখনও পড়ছে ওরা দুটিতে একই
কলেজে । স্কুল থেকেই ওরা ‘মানিকজোড়’ বলে পরিচিত। স্কুলের ছেলেরা মুকুলকে ডাকত ‘দুসরামানিক’ বলে । কলেজে অবশ্য সে নামটা চালু হয় নি, কারণ কলেজের ক্লাশে ওদের জোড় বেঁধে পাশাপাশি বসা আর সম্ভব নয়।ক্লাশ আলাদা আলাদা বিষয় । মানিকের আর্টস্, মুকুলের সায়েন্স । ক্লাশে পাশাপাশি বসতে না পারলেও, যাওয়া- আসা ওঠা-বসায় ওদের জুটি আজও অক্ষত আছে। মনে প্রাণে ওরা আজও মানিকজোড়।
প্রত্যেক বছরই পূজার ছুটিতে ওরা দুটিতে সারা বছরের জমানো টিফিনের পয়সায় একটা করে শর্ট ট্রিপ দিয়ে আসছে সেই ক্লাশ এইট থেকে । এভাবেই ওরা
ইতিমধ্যে দিল্লি-আগ্রা, অজন্তা-ইলোরা, রামেশ্বর-
কন্যাকুমারী, শিলিগুড়ি-দার্জিলিং ভ্রমণ সমাপ্ত করেছে।
তখন ছিল স্কুলের ছাত্র, এখন ওরা কলেজ
স্টুডেন্ট । এখন স্বাধীনতা বেড়েছে, একটু লায়েক-
লায়েক ভাবও এসেছে। এবার আর মাত্র দেড়শো-দুশো
টাকার শর্ট ট্রিপ নয়, এবার ওদের বাজেট পার হেড
পাঁচশ । প্রোগ্রামও পুরো তিন সপ্তাহের । ওদের
অভিভাবকরাও দেখেছেন, ওরা আর পাঁচটা ছেলের
মতো সিনেমা রেস্টুরেন্ট ক্রিকেট ফুটবল ইত্যাদিতে টাকা
খরচ না করে একমাত্র ভ্রমণ-নেশায় বছরে একবার মাত্র
যে খরচটা করে সেটা সার্থক ব্যয়। ওরা
ওদের বয়সী অনেকের চেয়ে অনেক বেশি জানে অনেক
বেশি চিনেছে ভারতবর্ষকে। এবার তাই তাঁরাও ওদের
পরিকল্পনা রূপায়ণে সাহায্য করেছেন, করেছেন ওদের
বাজেটের ঘাটতি পূরণ ।এবারের পরিকল্পনা দেরাদুন-মুসৌরী-হৃষিকেশ-লছমঝুলা হয়ে ফেরার পথে হরিদ্বারে এক সপ্তাহ হল্ট । হরিদ্বারকে কেন্দ্র করে চারিদিকে অনেক কিছু দেখবার আছে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী- যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা আছে।
কথা হয়েছে, হাওড়া থেকে ডুন্ এক্সপ্রেসে
রওনা হয়ে ওরা সরাসরি যাবে দেরাদুন । দেরাদুনকে
কেন্দ্র করে মুসৌরী, সহস্রধারা ইত্যাদি সেরে ওরা
যোগাযোগ করবে টুরিস্ট অফিসের সঙ্গে। তাদের সঙ্গে
পরামর্শ করে ওদের পরবর্তী প্রোগ্রামের রুট-চার্ট করে
নেবে।
1.ক্লাস এইট থেকে কলেজে ভর্তি হওয়ার আগে
পর্যন্ত তারা কয়বার ভ্রমণে গিয়েছে ?
a) পাঁচ
(b) ছয়
(c)আট
(d) চার
2.ভ্রমণের নেশা থাকায় মুকুল ও মানিকের কী লাভ
হয়েছে বলে অভিভাবকেরা মনে করেন ?
(a)তাদের সিনেমা দেখা কমে গিয়েছে ।
(b)তারা সঞ্চয় করা শিখছে।
(c)তারা সমবয়সীদের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে।
(d)তাদের খেলার নেশা কমে গিয়েছে ।
3.কলেজে ওঠার পর মুকুল ও মানিকের তিনসপ্তাহের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী দ্রষ্টব্য স্থানগুলির সঠিক ক্রমটি নীচের চারটির কোনটি ?
(1) হরিদ্বার–ঋষিকেশ– গঙ্গোত্রী– দেরাদুন
(2) দেরাদুন – মুসৌরী – হরিদ্বার– গঙ্গোত্রী
(3)ঋষিকেশ– দেরাদুন –হরিদ্বার–গঙ্গোত্রী
(4)গঙ্গোত্রী–ঋষিকেশ–দেরাদুন–হরিদ্বার
4.‘স্বাধীনতা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে -
a) স্ব + অধীনতা
b)স্বা + ধীনতা
C) সু + অধীনতা
(d)স্বাধ + ঈনতা
5.মানিক জোড়’ শব্দটি কোন পদ ?
a) বিশেষ্য
b) সর্বনাম
c) অব্যয়
d) ক্রিয়া
6.‘ব্যয়’ - এর বিপরীত শব্দ কোনটি ?
(1) বায়ী
(2) আয়
(3) আয়ী
(4) অব্যয়
7.“পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী-যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছে আছে”
বাক্যটিকে নঞর্থক বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপটি কী হবে ?
(1) পয়সায় কুলিয়ে গেলেও গঙ্গোত্রী- যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে নাই।
(2) পয়সায় না কুলোলে গঙ্গোত্রী-যমুনেত্রী যাওয়ার ইচ্ছে নাই।
(3) পয়সায় না কুলালোও গঙ্গোত্রী- যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে আছে।
( 4) পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী- যমুনেত্রীও ছেড়ে আসবার ইচ্ছে নাই ।
98. স্কুলে মুকুলকে সবাই ‘দুসরা মানিক' বলত
কেন ?
(1) মানিক জোড় এর একজনের নাম মানিক
বলে অপরজনকে দুসরা মানিক বলত ।
(2) দুজনের নামই মানিক ছিল বলে ।
(3) মুকুলের মানিক নামটা নিজের নামের চেয়ে বেশি পছন্দ বলে ।
(4) মুকুলের নিজের নামটা পছন্দ ছিল না
বলে।
99.কলেজে গিয়ে কে বিজ্ঞান বিভাগে ভর্তি হল
১) দুজনেই
খ) মানিক
গ) মুকুল
ঘ) দুজনে কেউই নয়
পেডাগোজি ||১) ভাষা শব্দটি কোন ধরনের শব্দ?
ক) তদ্ভব
খ) অর্ধতৎসম
গ)তৎসম
ঘ) উপরের কোনোটাই নয়
পেডাগোজি||২) ভাষা শব্দটি কোন ধাতু থেকে এসেছে?
ক)ভাষ্ খ) ভুষ গ) ভোষ ঘ)ভু
পেডাগোজি ||৩) Language শব্দটি এসেছে-
ক ) জার্মান
খ) গ্রীক
গ) ল্যাটিন
ঘ) ইংরেজি
পেডাগোজি ||৪) Language শব্দটি এসেছে লিঙ্গুয়া থেকে।লিঙ্গুয়া (Lingua) শব্দের অর্থ হল-
(ক) ঠোট
খ) জিহ্বা
গ) দাঁত
ঘ) স্বরথলি
No comments:
Post a Comment