1.I have/ checked this / month calendar / No error||SSC-Sept-2017

ব্যাখ্যা: সাধারনত দুটি noun পাশাপাশি  বসে না।দুটি noun কে বসাতে গেলে 's বা of বসাতে হয়। যেমন -man's hat,boy’s game। কিন্তু কিছু ক্ষেত্রে দুটি noun পরপর বসলেও বাক্যে noun হিসাবে কাজ করে না বা একটি মাত্রই শব্দকে বোঝায়।  kitchen table  এক্ষেত্রে দুটি শব্দই noun. কিন্তু kitchen শব্দটি adjective হিসাবে ব্যবহৃত হয়। tiffin box একটি শব্দকে বোঝায়।সুতারাং এক্ষেত্রে month's calendar   হবে।

2. The beautiful lady was compared_________ the moon by the poet.  WBCS - 2007

a)With

b) To

c)Of

d)Like

ব্যাখ্যা : Compared এর পর to এবং with উভয় prepostion বসে।যখন দুটি বস্তুর মধ্যে ভিন্নতা,খারাপ,  খামতির বা বৈপরীত্য  তুলনা করা হয় তখন with prepostion  বসে।অর্থাৎ নেগেটিভ তুলনা করা হয় তখন With Prepostion বসে। অপর দিকে ভালো অর্থে তুলনা করলে  to prepostion বসে।যেমন-We can't compare dogs with cats.আবার The poet compared her lips to roses.সুতারং এখানে উত্তর হবে-to


3.Insert the proper preposition in the sentence ||It is 9 o 'clock ________my watch.||WBCS-2017||

a) by

b) in

c)at

d)to,over


ব্যাখা : 1) সময়ের আগে at বসে যখন নির্দিষ্ট সময় (specific time) কে বোঝায়।যেমন-I want to meet you at 8 o'clock. Let's meet up at lunch time. 

2) On-Days & dates 3)In-weeks, months, years, seasons  3) for-Period of time 4) since-Point of time 5) 
















No comments:

Post a Comment