TET - Psychology Study Material-।। পর্ব-১।।




বিগত কয়েক বছরের পরীক্ষার প্রশ্নপত্রকে সামনে রেখে চাইল্ড সাইকোলজি বিষয়ে বেশ কিছু গুরত্বপূর্ন তথ্য দেওয়া হচ্ছে।এই তথ্য গুলি সামনে প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ন।

১)  একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সমান উক্তিটি কার? জর্জ হার্বার্ট 

২)বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান এই কথাটি কে বলেছেন? শিক্ষাবিদ ফ্রয়েড 

৩) কিন্ডারগার্টেন পদ্ধতির আবিষ্কর্তা কে? ফ্রয়বেল

৪) ডাইড্যাকটিক অপারেটর ব্যবহৃত হয়- মন্তেসরি  বিদ্যালয়ে

৫) ইংরেজি School শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উদ্ভূত-skholē ‘( যার অর্থ-leisure, philosophy, lecture place)

. ৬) কাসা দাই বামবিনি এর প্রতিষ্ঠাতা কে?-মাদাম মন্তেসরি

৭) তিন বছর পর একজন শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে প্রায় কত হয়? ৫০০

৮) শিক্ষা পদ্ধতিতে উপহার ও বৃত্তির প্রস্তাবক কে? ফ্রয়েবল। 

৯) ক্রীড়া বিষয়ে পুনর্জীবন তত্ত্বের প্রবক্তা কে? লাজারস

১০) এমিল গ্রন্থটি কার রচনা? রুশো

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

https://t.me/joinchat/SClWVhnA9GMfCU4gG4JdDg

SCOPE
Shantiniketan College of professional Education

No comments:

Post a Comment