১) বৈদিক গণিত 'আজকাল বিশেষ করে প্রাথমিক

স্কুলের শিশুদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠছে।

এটি ব্যবহার করে নিচের কোনটি বিকাশ/

সমৃদ্ধকরণে ঘটতে সহায়তা করে ?CTET-2015

(ক) ছাত্রদের গণিতে গণনা প্রক্রিয়া বোঝা

(খ) ছাত্রদের গণিতে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি

(গ) ছাত্রদের গণিতে গভীরতা বৃদ্ধি

(ঘ) গণিতে গণনার দক্ষতা  এবং গতির বৃদ্ধি

২) ম্যাডাম অনামিকা নিম্নলিখিত প্রশ্নটি ক্লাসে উপস্থাপন করল ||কোন দুটি  সংখ্যাকে যোগ করলে 54 হবে? 

তার প্রশ্নটি হল

(ক) যোগের দক্ষতা পরীক্ষা করার জন্য একটি ক্লোজড এণ্ডেড প্রশ্ন

(খ) শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য একটি   প্রশ্ন

(গ) গাণিতিক চিন্তাভাবনাকে উন্নীত করার জন্য একটি ওপেন এণ্ডেড প্রশ্ন

(ঘ) এর কোনটিই নয়

৩ ) ভগ্নাংশের ধারণা প্রবর্তন করতে, একজন শিক্ষক শুরু করতে পারেন---

(a) a/b আকারে ভগ্নাংশ লিখে,  যেখানে b, 0 এর সমান নয়

(খ) শ্রেনীকক্ষের চারপাশের জিনিসগুলি  ভগ্নাংশ অংশগুলি চিহ্নিত করে

(গ) বিভিন্ন ভগ্নাংশের সংখ্যা এবং হর চিহ্নিত করে


(ঘ) একটি সংখ্যা রেখায় ভগ্নাংশ খোঁজে

৪) গনিত শিক্ষনের দৃষ্টিকোণ থেকে নিচের কোন কথাটি ঠিক?

ক) গনিত  কেবল কঠোর অঅনুশীলনের মাধ্যমে শেখা সম্ভব

খ) গনিত বিষয়টি একটি কঠিন বিষয়

গ)সাধারনত মেয়েরা গনিতে দূর্বল হয়

ঘ) প্রত্যেকেই গনিত শিখতে পারে।

৫.Mathematics is the language in which God has  written the universe.অর্থাৎ গণিত হল সেই ভাষা যেটা ঈশ্বর মহাবিশ্ব রচনা করেছেন------উক্তিটি কার?

ক) রজার বেকন

খ) গ্যালিলিয়ো

গ) নিউটন

ঘ) রাসেল

৬.Mathematics is a way to settle in the mind of children a habit of Reasoning---গণিত হল শিশুদের মনে যুক্তির অভ্যাস স্থাপন করার একটি উপায়----উক্তিটি কে করেছেন?

ক) রজার বেকন

খ) লক

গ) নিউটন

ঘ) রাসেল

৭) কোনটি গনিতের প্রকৃতির সাথে মিল নেই?

ক) যুক্তিধর্মী ও বিচারমূলক

খ) প্রতীকমূলক

গ) নৈর্ব্যক্তিক

ঘ)  অস্পষ্ট ও আপাতদৃষ্টিতে কঠিন

উত্তর।।সুস্পষ্ট ও আপাতদৃষ্টিতে কঠিন কিন্তু প্রকৃত পক্ষে সহজ।নৈর্ব্যক্তিক এর অর্থহল ব্যক্তিনিরপেক্ষ(impersonal) 

8. স্বয়ং শিখনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক) এক্ষেত্রে শিক্ষার্থী নিজেই একাধারে শিক্ষার্থী ও শিক্ষকের ভূমিকা পালন করে।

খ) এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা পরোক্ষ

গ) প্রোগাম শিক্ষন ও দূরশিক্ষন স্বয়ং শিক্ষনের উদাহরন

ঘ) উপরের সবগুলিই

 9. যোগা্যোগ প্রক্রিয়ার ( COMMUNICATION) কোনটি বৈশিষ্ট্য ?

ক) যোগাযোগ প্রক্রিয়ায় দুই বা ততোধিক মানুষের প্রয়োজন।

খ) যোগাযোগ প্রক্রিয়া মৌখিক ও ভাষাবিহীন হতে পারে।

গ) যোগাযোগ প্রক্রিয়ায় পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন হয়।

ঘ) উপরের সব গুলিই

10.প্রক্ষেপণ যন্ত্র (Overhead projector)  কোন ধরনের প্রদীপন?

ক) শ্রুতিনির্ভর

খ) দৃশ্যনির্ভর

গ) দৃশ্য-শ্রুতিনির্ভর

ঘ) সক্রিয়তা ভিত্তিক

 11.Which principle is followed in the use of deductive method in teaching Mathematics?||গণিত শিক্ষায়  অবরোহী পদ্ধতি ব্যবহারে কোন নীতি অনুসরণ করা হয়?||Odisha TET-2018

 A. Proceeds from unknown te known ||অজানা থেকে জানা

B. Proceeds from known to unknown ||জানা থেকে অজানা

C. Proceeds from particular  to general||বিশেষ থেকে সাধারন

 D. Proceeds from genaral to particular||সাধারন থেকে বিশেষ



12.Which of the following is not an objective of teaching  mathematics at primary level according to NCF-2005? ||নিচের কোনটি NCF-2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য নয়?


 [CTET 2016 ]

 A. Preparing for learning higher and abstract mathematics||উচ্চতর এবং বিমূর্ত গণিত শেখার জন্য প্রস্তুতি করা

 B. Making mathematics part of child's life experiences ||গণিতকে শিশুর জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত করা

C. Promoting problem solving and problem posing skills ||সমস্যা সমাধান ও সমস্যার বিন্যাসের দক্ষতা উন্নত করা

D. Promoting logical thinking||যৌক্তিক চিন্তাভাবনায় উন্নত করা


 13 . According to the NCE 2005, which one of the following is not a major aim of Mathematics education in primary schools?|| NCE 2005 অনুযায়ী, নিচের কোনটি প্রাথমিক বিদ্যালয়ে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য নয়? || (CTET-2016)

A. To mathematisation of the child’s thought process ||শিশুর চিন্তাভাবনায় গনিতকে যুক্ত করা

B. to relate Mathematics to the child’s context||গনিতকে শিশুর বিষয়ের সাথে সম্পর্কিত করা

c). To enhance problem solving skills ||সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা

d). To prepare for higher education in Mathematics ||গণিতে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করা


14. Which commission has explained about placing mathematics as a compulsory subject up to higher secondary?||উচ্চ মাধ্যমিক পর্যন্ত গণিত বাধ্যতামূলক বিষয় হিসেবে রাখার বিষয়ে কোন কমিশন মন্তব্য  করেছে?

 [CTET-2016]

A. Hunter commission ||হান্টার কমিশন

B. Kothari commission ||কোঠারি কমিশন

C. Mudakar commission ||মুদাকার কমিশন

D. The Universal Educational Commission ||

ইউনিভার্সাল এডুকেশনাল কমিশন

15.Some students of your class are repeatedly not able to do well in mathematics examinations and tests. As a teacher you would||আপনার ক্লাসের কিছু ছাত্র বারবার গণিত  পরীক্ষায় ভালো ফল করতে পারছে না। একজন শিক্ষক হিসেবে আপনার করণীয় -


[CTET-2016]

A. make them sit with high achievers||সফলদের পাশে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন 
B. explan the consequences of  doing well.||ভালো করার ফল  ব্যাখ্যা করবেন 


C. more tests tor practice||অনুশীলনের জন্য আরও পরীক্ষা দেবেন

d. diagnose the causes and take steps tor remediation||ফল খারাপের কারণগুলি নির্ণয় করবেন এবং প্রতিকারের পদক্ষেপ নেবেন


16.Which of the following is not a contributing factor responsible for mathematics anxiety?||নিচের কোনটি গণিতের ভীতির জন্য দায়ী   নয়?

CTET-2016

A.Curriculum||পাঠক্রম 
B. Nature of subject||বিষয়ের প্রকৃতি 
C. Gender ||লিঙ্গ 
D. Examination system||পরীক্ষা পদ্ধতি 



[Mathematics] |CTET-2011-06]

17.The NCF (2005) considers that Mathematics involves a certain way of thinking and
reasoning. From the statements given below, pick out one which does not reflect the above principle.

NCF (2005) বিবেচনা করে যে গণিত একটি নির্দিষ্ট চিন্তাধারা ও যুক্তির সাথে জড়িত। নিচের বিবৃতি থেকে, উপরের নীতির প্রতিফলন না করে কোনটি? 

CTET-2016


A.The method by which it is taught||যে পদ্ধতিতে এটি শেখানো হয়
B. Giving students Set formulae to solve the numerical questions.||শিক্ষার্থীদের গানিতিক  প্রশ্ন সমাধানের জন্য সূত্র সেট করা
C.The way the materal presented in the textbooks is written||পাঠ্যপুস্তকে যেভাবে উপস্থাপিত উপাদান লেখা হয়
D. The activities and exercises chosen for the class.||ক্লাসের জন্য নির্বাচিত কার্যকলাপ এবং অনুশীলন।


NCFএর কল্পনায়, স্কুলে গণিত শিক্ষা যে ভাবে  সংঘটিত হবে---

1। শিশুরা ভয় পাওয়ার চেয়ে গণিত উপভোগ করতে শেখে।

2। শিশুরা  সূত্র ও যান্ত্রিক পদ্ধতির ব্যতিরেকে  গনিত বেশি গুরুত্ব  দিয়ে গনিত শেখে।

3। শিশুরা গণিতকে কথা বলার মতো কিছু হিসাবে দেখে,

নিজেদের মধ্যে আলোচনা করতে, একসাথে কাজ করতে শেখে।

4। শিশুরা অর্থপূর্ণ সমস্যা তৈরি করে এবং সমাধান করে।

5। শিশুরা বিমূর্ত থেকে উপলব্ধির মাধ্যমে সমস্যা সমাধান করে, গঠনে অনুধাবন করা, কার্যকরন খুজে বের করা, কোনো বিবৃতির সত্য মিথ্যা যুক্তি তর্কের মাধ্যমে যাচাই করে।

6। শিশুরা গণিতের মৌলিক কাঠামো বোঝে: গাণিতিক,

বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, বিদ্যালয় গনিতের মৌলিক বিষয়বস্তু, বিমূর্ত ধারনা,গঠন ও সাধারনীকরনের মাধ্যমে।

7. শিক্ষকরা প্রত্যয়ের সাথে  আশা করে যে প্রত্যেক শিক্ষার্থী   গনিত শিখতে পারে।


অপরপক্ষে NCF বিদ্যালয়ে গনিত শিখনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তার তালিকা ও লিপিবদ্ধ করেছেন--

1। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে গনিত সম্পর্কিত ভয় এবং ব্যর্থতার  অনুভূতি দেখা যায়।

2। গনিতের পাঠক্রম  একাধারে মুষ্টিমেয় প্রতিভাবান শিক্ষার্থী ও পিছিয়ে পড়া শিক্ষার্থী উভয়কেই হতাশ করে।

3। অপরিনত মূল্যায়ন  পদ্ধতি যা গানিতিক সমস্যাগুলিকে যান্ত্রিক অভ্যাস করতে  উৎসাহিত করে। 

4। গনিত শিক্ষনে শিক্ষকের প্রস্তুতির অভাব ও সহায়তার অভাব।

5.সামাজিক বৈষম্যের তারতম্য গনিত শিখনের ক্ষেত্রে প্রতিফলিত হয়।যেমন ছেলেরা মেয়েদের থেকে গনিতে ভালো।

18.As per NCF 2005, teaching of numbers and operations on them, measurement of quantities, etc.at primary level caters to the

|| NCF 2005 অনুযায়ী, সংখ্যা শেখানো এবং তাদের উপর ক্রিয়াকলাপ, পরিমাণের পরিমাপ ইত্যাদি প্রথমিক বিদ্যালয়ে পূরন করে

CTET-2014

A. narrow aim ot teaching mathematics|| গনিত শিক্ষনে সংকীর্ণ লক্ষ্য

B. higher aim of teaching mathematics||গনিত শিক্ষনে উচ্চ লক্ষ্য

C.aim to mathematise the childs thought process ||শিশুদের চিন্তা প্রক্রিয়াকে গণিতের সাথে যুক্ত করার লক্ষ্য

D. aim to teaching important mathematics||

গুরুত্বপূর্ন গনিত শিক্ষনের লক্ষ্য

19.The purpose of a diagnostic test in mathematics is||গণিতে নির্নায়ক (ডায়াগনস্টিক) অভীক্ষার উদ্দেশ্য হল-

CTET-2011

A. to fill the progress report||প্রগতিপত্র পূরন করতে। 

B. to plan the question paper for the end-term examination||অন্তিম পরীক্ষার জন্য প্রশ্নপত্র পরিকল্পনা করতে

C. to know the gaps in children's understanding ||শিশুদের বোঝার ঘাটতি জানতে

D. to give feedback to the parents ||পিতামাতাকে ফিডব্যাক দিতে।

20.আবাসিক শিক্ষাকেন্দ্র ও প্রকল্প শিক্ষা গড়ে তোলার সুপারিশ করেন প্রথম কোন কমিশন?

CTET-2013

ক) মুদালিয়ার কমিশন

খ) কোঠারি কমিশন

গ) NCERT

ঘ) NCF

21.A geometric representation showing the relationship between a whole and its parts is a ||

একটি জ্যামিতিক উপস্থাপনা যা একটি সমগ্র এবং এর অংশগুলির মধ্যে সম্পর্ক দেখায় সেটি হল-

CTET-2018,UPTET-2020

a) Pie chart||পাই চার্ট

b) Histogram|| হিস্টোগ্রাম

c) Bar graph|| স্তম্ভ লেখচিত্র

d) Pictograph||পিকটোগ্রাফ

22.গনিতের সৌন্দর্য লুকায়িত আছে---

ক)  গনিতের সাহিত্য পড়ায়

খ) মহান গণিতবিদদের প্রতিকৃতি দেখায়

গ) অধ্যাপকদের গনিতের উপর বক্তৃতা শোনার মাধ্যমে

ঘ)বিভিন্ন ধরনের গাণিতিক ধাঁধা সমাধান করার মধ্যে

23.BaLA, UNICEF দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।এই BaLA বলতে বোঝায় -

ক)  Building as Learning Aid

খ) Blackboard as Learning Aid

গ) Book as Learning Aid

ঘ) Bluetooth as Learning Aid

24.ভারতীয় গনিতের জনক কাকে বলা হয়?

ক) বরাহমিহির

খ)আর্যভট্ট

গ) ব্রহ্মগুপ্ত

ঘ) উপরের কেউই নয়

25. পাটিগনিতের জনক কাকে বলা হয়?

ক) বরাহমিহির

খ)আর্যভট্ট

গ) ব্রহ্মগুপ্ত

ঘ) উপরের কেউই নয়

26.দুই দশমিক স্থান পর্যন্ত সংখ্যার যোগ শেখানোর জন্য আপনি কি প্রদীপন ব্যবহার করবেন?

ক ) জিওবোর্ড

খ) মালা ও পুতি

গ) গ্রাফ পেপার

ঘ) অ্যাবাকাস 

27."গণিতে ত্রুটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে "

বিবৃতিটি ---CTET-2016

(ক) মিথ্যা, কারণ গণিতে ত্রুটির জায়গা নেই

(খ) মিথ্যা, কারণ ত্রুটিগুলি অসাবধানতা দেখায়

(গ) সঠিক, কারণ ত্রুটিগুলি বোঝায় যে শিশুরা গণিতের ধারনা কিভাবে তৈরি করে।

(ঘ) সঠিক , কারণ এই ছাত্রদের প্রাপ্ত নম্বরের ফিডব্যাক দেয়।

 28. নিচের   জিও বোর্ডের ব্যবহার কোনটিতে করা যায়?CTET-2015

(ক) জ্যামিতিক আকার এবং তাদের বৈশিষ্ট্য নির্ধারনে

(খ) দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক  আকারের মধ্যে পার্থক্য করতে

(গ) প্রতিসাম্যের ধারণা দিতে

(d) প্রাথমিক জ্যামিতিক ধারণা- যেমন রশ্মি, রেখা এবং কোণ

ব্যাখ্যা||মিশরীয় বংশোদ্ভূত, ইংরেজি গণিতের পণ্ডিত কালেব গ্যাটেগনো দ্বারা আবিষ্কৃত  জিওবোর্ডগুলি শিশুদের জ্যামিতি শেখানোর জন্য ব্যবহৃত একটি সরঞ্জাম। এগুলি মূলত বিভিন্ন কনফিগারেশনে নখ বা ব্রাস পিন সহ কাঠের স্কোয়ার হিসাবে তৈরি করা হয়েছিল, যার উপর রাবার ব্যান্ডগুলি বিভিন্ন আকারে প্রসারিত করা যেতে পারে।

29.আপনি কোন ধরনের ক্লাসে প্রশ্ন করতে চান?

(ক) যে প্রশ্নের উত্তর সকল শিক্ষার্থী দিতে পারবে

(খ) যে প্রশ্নের উত্তর দিতে  শিক্ষার্থীদের কিছু ভাবতে হয়। 

(গ) যে প্রশ্নের উত্তর দু একজন ছাত্র দিতে পারবে।

(ঘ) যারা কোন শিক্ষার্থীর উত্তর দিতে পারেনি

30.আপনি কোন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করার চেষ্টা করবেন?

(ক) যে বিদ্যালয়ে কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়।

(খ) শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধনে লক্ষ্য রাখা হয়।

(গ) যেখানে কপি করে পাস করার সুবিধা আছে।

(ঘ)যেখানে  ধনী ব্যক্তিদের সন্তানদের পড়ানো হয়।

31.গঠনগত  অ্যাসেসমেন্ট হলো 

ক) শিখনের   অ্যাসেসমেন্ট 

খ) শিখনের  জন্য অ্যাসেসমেন্ট 

গ) শিখন হিসাবে অ্যাসেসমেন্ট 

ঘ) উপরের সবগুলিই

গঠনগত ও নির্ণায়ক   অ্যাসেসমেন্ট কে শিখনের জন্য অ্যাসেসমেন্ট বলে।অপরদিকে সমষ্টিগত অ্যাসেসমেন্ট কে শিখনের  অ্যাসেসমেন্ট বলে। 

32.কোন ধরনের অ্যাসেসমেন্টে  শিক্ষার্থী নিজেরাই নিজেদেরকে অ্যাসেসমেন্ট করে ?

ক) শিখনের   অ্যাসেসমেন্ট 

খ) শিখনের  জন্য অ্যাসেসমেন্ট 

গ) শিখন  হিসাবে অ্যাসেসমেন্ট 

ঘ) উপরের সবগুলিই


















 ২১ )' কার মতে গনিত হল সমস্ত বিজ্ঞানের প্রবেশ দ্বার'-?-

ক) কার্ল ফ্রিডরিচ গাউস

খ) স্যার আইজাক নিউটন

গ) আইনস্টাইন

ঘ)  বেকন

২২) নিচের কোনটি সঠিক নয়?

ক) গণিত হল স্থান, সংখ্যা এবং পরিমাপের বিজ্ঞান।

খ) গণিত হল যুক্তি ও ন্যায়সম্মত বিজ্ঞান।

গ) এটি বিমূর্ত ধারণাকে মূর্ত ধারণায় পরিবর্তিত করতে সাহায্য করে।

ঘ) গণিত  ব্যক্তিগত ইচ্ছা ও আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল। 

২৩ ) সাধারন থেকে সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলে--

ক ) আরোহী যুক্তি

খ) অবরোহী যুক্তি

গ) অবযুক্তি

ঘ) অপযুক্তি

24. জ্যামিতির জনক কে?

ক) নিউটন

খ) পিথাগোরাস

গ) ইউক্লিড 

ঘ )  শ্রীধর আচার্য

 25.প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে কোন স্তরটি  নয়?

ক ) জ্ঞান

খ)মূল্যায়ন

গ)বিশ্লেষণ

ঘ)প্রতিক্রিয়াকরণ

26.অনুভূতি মূলক  ক্ষেত্রের অন্তর্গত  কোন স্তরটি  ?

ক)প্রয়োগ

খ)বোধগম্যতা

গ)জ্ঞান

ঘ) সংগঠন


ব্লুম ট্যাক্সোনমি তে তিনধরনের ক্ষেত্রের কথা বলা হয়েছে----

|i|প্রজ্ঞামূলক (Cognitive domain)  ক্ষেত্রে ছয়টি স্তর দেখা যায়।||

1. জ্ঞান (Knowledge )

2. বোধ  (Comprehension)

3. প্রয়োগ (Application)

4. বিশ্লেষণ (Analysis)

5. সংশ্লেষণ (Synthesis)

6. মূল্যায়ন (Evaluation)

|ii|অনুভূতিমূলক ( Affective Domain ) ক্ষেত্রের স্তর গুলি হল-||

1.গ্রহণ করা (Receiving)

2. প্রতিক্রিয়াকরণ (Responding)

3. মূল্যনির্ধারণ  (Valuing)

4. সংগঠন (Organization)

5. চরিত্রায়ন (Characterization)

(iii) মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্র :( Psychomotor domain) 

1. উপলব্ধি (Perception)


2.  সেট (Set)

3. নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া (Guided Response)

4. কৌশল (Mechanism)

5. জটিল বাহ্যিক প্রতিক্রিয়া (Complex Overt Response)

6. অভিযোজন (Adaptation)

7. সংগঠন (Organization)

27.সূত্র থেকে দৃষ্টান্তে উপনীত হওয়া যায় কোন যুক্তিতে?

ক) আরোহী যুক্তি

খ) অবরোহী যুক্তি

(গ) অবযুক্তি

ঘ) গানিতিক যুক্তি

28. নিচের উপাত্তগুলির (data)  ভূয়িষ্ঠক (mode) কত?||8, 3, 12, 3, 8, 2, 3, 15, 8, 2, 4, 12, 8, 4, 8, 3, 12

ক ) 8

খ ) 3

গ ) 4

ঘ) 2

ব্যাখ্যা||প্রথমে ডেটা গুলি ছোট থেকে বড়ো হিসাবে সাজিয়ে নিতে হবে।তারপর দেখতে হবে কোন ডেটাটি সবচেয়ে বেশিবার এসেছে। পুনারাবৃত্তির সংখ্যা যদি দুটি সংখ্যা আসে সেক্ষেত্রে দুটি মোড হবে।যেমন 2,2,3,3,3,4,4,4----এক্ষেত্রে মোড-3 ও 4.

29. নিচের উপাত্তগুলির (data)  মধ্যমান (Median ) কত?||2,3,4,5,6,10,12,3,3,8,9,

ক) 5

খ) 6

গ) 3

ঘ)10


ব্যাখ্যা||স্কোরগুলি ছোট থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই--2,3,3,3,4,5,6,8,9,10,12.----এখানে ১১ টি পদ আছে। মধ্যমান হবে---(11+1)÷2=6 নম্বর পদটি।নির্নেয় মধ্যমান 5।জোড় সংখ্যার পদের ক্ষেত্রে মধ্যমান বের করার সময় গড় বের করতে হবে।যেমন -2,2,3,7,8,9 ---এক্ষেত্রে (3+7)÷2=5

30 ) নিচের কোন সম্পর্ক টি সঠিক?

ক) Mode=3xMedian-2xMean

খ)Mode=2xMedian-3xMean

গ)Mode=Median-2xMean

ঘ)Mode=Median-Mean

31.সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবনতা কোনটি?

ক) মিন

খ) মিডিয়ান

গ) মোড

ঘ) কোনটাই নয়

32. কর্মভিত্তিক শিখনের কথা প্রথম কে বলেছেন?

ক) কিলপ্যাট্রিক 

খ)জন ডিউই 

গ) ব্রুনার

ঘ) ওয়াটসন 

33. আরোহী চিন্তনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

ক) জানা থেকে অজানা দিকে অগ্রসর 

খ) মূর্ত থেকে বিমুর্ত দিকে অগ্রসর 

গ) সহজ থেকেই জটিলের দিকে অগ্রসর 

ঘ) সাধারণ থেকে বিশেষ ক্ষেত্রে দিকে অগ্রসর 

34. নিচের কোনটির মাধ্যমে শিখন সর্বাধিক হয়?

ক ) দেখার মাধ্যমে

খ) পড়ার মাধ্যমে

গ) শোনার মাধ্যমে

ঘ)কর্মসম্পাদনের  মাধ্যমে

৩৪) Flash card কি ধরনের প্রদীপন?

ক) দৃশ্য নির্ভর

খ) শ্রুতি নির্ভর

গ) দৃশ্য শ্রুতি নির্ভর 

ঘ) উপরের সবগুলিই

35. নিচের কোনটি অর্ধমূর্ত শিক্ষন প্রদীপন?

ক ) নমুনা

খ) কম্পিউটার

গ) মডেল

ঘ) চিত্র

36.শ্রেনীকক্ষে ব্যবহৃত সাধারন শিক্ষন প্রদীপন কোনটি?

ক) টেবিল

খ) বই

গ) মানচিত্র

ঘ) ব্ল্যাকবোর্ড

৩৭) পর্যবেক্ষণ পদ্ধতির নির্দিষ্ট ক্রম কোনটি?

ক) বিষয়বস্তু নির্বাচন --> উদ্দেশ্য স্থিরীকরন -->পরিকল্পনা--> তথ্য সংগ্রহ -->ধারণা গঠন 

খ) বিষয়বস্তু নির্বাচন --> উদ্দেশ্য স্থিরীকরন -->পরিকল্পনা--> ধারণা গঠন --> তথ্য সংগ্রহ

গ) বিষয়বস্তু নির্বাচন --> ধারণা গঠন -->পরিকল্পনা--> তথ্য সংগ্রহ --> উদ্দেশ্য স্থিরীকরন

ঘ) উপরের কোনটিই নয়

৩৮ ) প্রকল্প পদ্ধতির জনক কে? 

ক ) কিলপ্যাট্রিক 

খ) ব্রুনার

গ) জন ডিউই

ঘ) ওয়াটসন

39. নিচের কোনটি প্রকল্প পদ্ধতির স্তর নয়?

ক) প্রকল্প নির্বাচন 

খ) প্রকল্প পরিকল্পনা 

গ) প্রকল্প সম্পাদন 

ঘ) প্রকল্পের উদ্দেশ্য নির্ধারণ 


40) প্রয়োগবাদ শিক্ষার জনক কে?

ক ) কিলপ্যাট্রিক 

খ) ব্রুনার

গ) জন ডিউই

ঘ) ওয়াটসন

41.নিচের কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়?

ক) পরীক্ষামূলক পদ্ধতি 

খ) আবিষ্কার পদ্ধতি 

গ) সমস্যা সমাধান মূলক পদ্ধতি 

ঘ)প্রকল্প পদ্ধতি 

42.প্রকল্প পদ্ধতির স্তর কয়টি ?

ক) 4

খ) 5

গ) 6 

ঘ) 7

43.গনিতে অনগ্রসরতার কারন কোনটি?

ক ) সাধারন বুদ্ধির অভাব

খ) বিষয়ের প্রতি আগ্রহের অভাব

গ) সঠিক অনুশীলনের অভাব

ঘ) উপরের সবগুলিই

44.নিচের কোনটি গনিত ভীতির  মানসিক কারন ?

ক)বিভ্রান্তি( confusion)

(খ) আত্মবিশ্বাসের অভাব 

(গ) নেতিবাচক চিন্তা ধারা 

(ঘ) উপরের সবগুলি 

45.44.নিচের কোনটি গনিত ভীতির  মানসিক কারন নয় ?

ক)বিভ্রান্তি( confusion)

(খ) আত্মবিশ্বাসের অভাব 

(গ) নেতিবাচক চিন্তা ধারা 

(ঘ) দ্রুত হৃদস্পন্দন

৪৬.Assesment শব্দের Assess শব্দটি ল্যাটিন শব্দ 

 Assidere শব্দ থেকে এসেছে।এই Assidere শব্দের অর্থ কি?

ক) to sit by

খ) to examine

গ) to learn

ঘ) to do

৪৭। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) এটি বাহ্যিক অ্যাসেসমেন্টের থেকে কম লজিক্যাল।

খ ) অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টে শিক্ষার্থীর উপর চাপ বেশি থাকে।

গ) এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পঠন পাঠনে সুভাস গড়ে ওঠে না।

 ঘ ) এর মাধ্যমে শিক্ষক নিজেকে  করতে অ্যাসেস

 পারেন।

৪৮।বাহ্যিক  অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) এক্ষেত্রে  শিক্ষার্থীদের প্রতিক্রাদানের সুযোগ অনেক বেশি থাকে। 

খ) এক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্যের উপর গুরুত্ব আরোপিত হয়।

গ) এক্ষেত্রে শিক্ষার্থীকে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট এর চেয়ে বেশি পরিশ্রম করতে হয়।

ঘ )  এক্ষেত্রে শিক্ষকের দক্ষতা সম্বন্ধে কোন ধারনা হয়না

৪৯) শ্রেণিকক্ষে শিখন শিক্ষণ  প্রক্রিয়া চলাকালীন যে মূল্যায়ন করা হয় সেটি হল-

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

50. শিক্ষন শিখন প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্য গুলি কতখানি  সাফল্য লাভ করেছে, তার জন্য কিছু সময় অন্তর  যে মূল্যায়ন করা হয় সেটি হল-

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

51.ক্লাস পরীক্ষা ( Class Test) কোন ধরনের মূল্যায়ন? 

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

52.একক অভীক্ষা (unit test) কোন ধরনের মূল্যায়ন? 

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

53.পার্বিক পরীক্ষা (Term Test) কোন ধরনের মূল্যায়ন?

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

54.বার্ষিক পরীক্ষা (Annual Test)  কোন ধরনের পরীক্ষা?

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

55.কোনটি গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation) এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

ক) গঠনগত মূল্যায়ন প্রক্রিয়াটি ধারাবাহিক প্রক্রিয়া।

খ) এই ধরনের মূল্যায়নে শিক্ষার্থীর সকল আচরনের মূল্যায়ন করা হয়।

গ) এই মূল্যায়নে কেবল শিক্ষার্থীর বৌদ্ধিক বিষয়ে গুরুত্ব আরোপ করে

ঘ) উপরে সবগুলিই

56.কোনটি সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation) এর ক্ষেত্রে প্রযোজ্য ?

ক ) এই মূল্যায়ন বিকাশমূলক প্রক্রিয়া।

খ) সমষ্টিগত মূল্যায়ন ব্যক্তিগত প্রক্রিয়া।

গ) এক্ষেত্রে শিক্ষার্থীর সকল ধরনের আচরণে ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়।

ঘ) এই ধরনের মূল্যায়ন হল বিচার মূলক প্রক্রিয়া।

57. কোর্স শুরু হওয়ার পূর্বে যে ধরনের মূল্যায়ন করা হয় সেটি হল-

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

58.নিচের কোনটি সঠিক নয়?

ক ) পরীক্ষা সংকীর্ণ ধারণা যেখানে মূল্যায়ন একটি ব্যাপক ধারণা।

খ)  পরীক্ষা পরিমাণগত মাত্রা প্রদান করে যেখানে মূল্যায়ন পরিমাণগত ও গুণগত মাত্রা প্রদান করে।

গ) মূল্যায়নের নির্ভরযোগ্যতা পরীক্ষার থেকে অনেক বেশি।

ঘ) পরীক্ষা সকল ধরনের বিকাশে বিচার করে যেখানে মূল্যায়ন বৌদ্ধিক  বিকাশ বিচার করে।

59.CCE এর সম্পূর্ন নাম কি?

a) Comprehensive and Continuous Evaluation

b) Continuous and Comprehensive Evaluation

c) Cluster and Comprehensive Evaluation

d) None of the above

60) কোন বিষয়ে দক্ষতা নির্ধারণের জন্য যে মূল্যায়ন করা হয়ে থাকে তাকে বলে-

ক) পারদর্শিতা অভীক্ষা (Achievement Test)

খ ) দুর্বলতা নির্নায়ক অভীক্ষা (Diagnostic Test)

গ)   পূর্বাভাশ অভীক্ষা (Prognostic Test)

ঘ) সার্ভে অভীক্ষা (Survey Test)

61. শিক্ষার্থীদের কোন বিষয়ে কতখানি দুর্বলতা আছে তা নির্ণয় করার জন্য যে  পরীক্ষা নেওয়া হয় তাকে বলে

ক) পারদর্শিতা অভীক্ষা (Achievement Test)

খ ) দুর্বলতা নির্নায়ক অভীক্ষা (Diagnostic Test)

গ)   পূর্বাভাশ অভীক্ষা (Prognostic Test)

ঘ) সার্ভে অভীক্ষা (Survey Test)

62. বন্ধুদের দ্বারা অ্যাসেসমেন্ট কে কি ধরনের অ্যাসেসমেন্ট বলা হয়?

ক) স্ব অ্যাসেসমেন্ট

খ) গঠনগত অ্যাসেসমেন্ট  

গ)সমষ্টিগত অ্যাসেসমেন্ট 

ঘ)দুর্বলতা নির্ণায়ক অ্যাসেসমেন্ট 

63.নিচের কোনটিকে Entry point Evaluation বলা হয়?

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

64. ব্রেইনস্টমিং পদ্ধতির উদ্ভাবক কে?

ক) ওসবর্ন

খ) ব্লুম

গ) হার্বাট

ঘ) ব্রুনার

65.সাধারনত প্রাথমিক শিক্ষার্থীরা গণিত শিখতে আগ্রহ প্রকাশ করে না। এর কারণ হলো -

ক ) গাণিতিক সমস্যা গুলি কঠিন 

খ) বাস্তব জীবনের সাথে গণিতকে সম্পর্কিত করতে শিক্ষক অপারগ।

গ) গণিত শেখানো হয় গণিতের ভাষায় 

ঘ)উপরের সবগুলোই 

 66. গণিতের প্রকৃতি হলো-

ক ) আলংকারিক

খ ) বিষয়বস্তু কঠিন

গ) বিষয়টি যৌক্তিক 

ঘ) বিষয়টি সর্বসাধারণের জন্য নয় 

67. নিচের কোন কাজটি শিক্ষকের  সম্পর্কিত নয়?

ক)পরিকল্পনা করা 

খ)নির্দেশনা

গ) শিক্ষন

ঘ) পাঠক্রম সংরচনা

68. শিক্ষার উদ্দেশ্যগুলির শ্রেণীবিন্যাসের ( Taxonomy) ক্ষেত্রে পথিকৃৎ  কোন শিক্ষাবিদ?


ক) ওসবর্ন

খ) ব্লুম

গ) হার্বাট

ঘ) ব্রুনার

69.গণিতে কোন শাখায় সর্বাধিক প্রদীপনের ব্যবহার করা হয়?

ক)পাটিগণিত

খ) বীজগণিত

গ) জ্যামিতি

ঘ) ক্যালকুলাস 

70. প্রাথমিক শ্রেণী বইয়ের রচনা করার সময় নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত?

ক ) ধারণা গুলি উচ্চ শ্রেণীর গনিতের সাথে যাতে সম্পর্কিত হয়

খ) ধারণা গুলি জটিল থেকে সহজের দিকে উপস্থাপিত  থাকে

গ) ধারণা গুলি ক্রমান্বয়ে   উপস্থাপিত  থাকে

ঘ) ধারণা গুলি যাতে মূর্ত থেকে বিমুর্তে উপস্থাপিত থাকে

71. প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিত শিখন শিক্ষনে কোনটি সত্য ?

ক ) পর্যাপ্ত অনুশীলনে সুযোগ করে দেওয়া

খ) মৌখিক গণিতের উপর জোর দেওয়া

গ) প্রাথমিক স্তরে গণিত শিখন উচিত না

ঘ) গণিত শিখনে গণিতের বিষয়গুলি পারস্পরিক আন্ত সম্পর্কযুক্ত

72ক্লাসের শেষে , শিক্ষার্থীদের গৃহ কাজ দেওয়ার কারন-

1। শিক্ষার্থীদের অবসর সময় তারা ব্যবহার করতে পারবে।

2। ছাত্র ব্যস্ত রাখা যাবে

3। অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারবে

4। উপরের সব

73.

পঞ্চম শ্রেণির ক্লাসে  সংবাদপত্র বিতরন করে,ভারতীয় দলের স্কোর পড়তে বলে, শিক্ষক শিক্ষার্থীদের স্কোরের বার গ্রাফ আঁকতে   বললেন।এক্ষেত্রে শিক্ষক যেটা করার চেষ্টা করলেন-


1। শিক্ষার্থীদের গাণিতিক ধারণা এবং বাস্তব

জীবনের মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করেছেন।


2।  প্রকল্প পদ্ধতির মাধ্যমে তাদের শেখানোর চেষ্টা করেছেন।

3। শ্রেনীকক্ষকে আনন্দময় এবং যোগাযোগ তৈরি করেছেন।

4। ছাত্রদের মধ্যে যুক্তি শক্তি বাড়ানোর চেষ্টা করেছেন।

74. নিম্নলিখিত কোনটি প্রাথমিক স্তরে ভালো  গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য ?

1।বিষয়গুলির ধারণা  প্রসঙ্গের মাধ্যমে

শুরু করা। 


2।অসংখ্য কঠিন গনিতের অনুশীলন থাকা


3। রঙিন ও আকর্ষণীয় হওয়া

4। এটি মোটা এবং বড় হওয়া 

75.প্রাথমিক শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?

ক) অনুশীলন

খ)প্রশ্নকরন

গ) ব্যাখ্যা

ঘ) আলোচনা সভা

76.একজন ভালো গনিতজ্ঞ -

ক)  উপলব্ধি ও প্রয়োগ এবং ধারনাগুলির মধ্যে সম্পর্ক স্থাপনে সক্ষম।

2। সমস্যা গুলির সমধান করতে সক্ষম

3। বেশিরভাগ সূত্র মুখস্থ করতে সক্ষম

4। অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে সক্ষম

77. গণিতে নির্ণায়ক অভীক্ষা করানোর উদ্দেশ্য হলো-

ক) প্রগতি পত্র পূরণ করার জন্য

খ) বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করার জন্য

গ) শিক্ষার্থীদের বিষয়বস্তুর ধারনার ঘাটতি দেখার জন্য

ঘ) অভিভাবককে  ফিডব্যাক দেওয়ার জন্য 

78. যদি কোনো শিক্ষার্থীর সংখ্যা ও গণনার বিষয়ে সমস্যা থাকে তবে তাকে কি ধরনের প্রতিবন্ধী বলা যায়?

ক)  ডিসক্যালকুলিয়া

খ) ডিসলেক্সিয়া

গ) ডিসগ্রাফিয়া

ঘ) ডিসপ্রাক্সিয়া

79. গণিত শিখন ক্লাসে বিভিন্ন শিক্ষন পদ্ধতির প্রয়োগ করার কারন-


1।শিক্ষণীয় বিষয় কে কার্যকারী করে তুলতে

2। শিক্ষনীয় বিষয়কে আকর্ষণীয় করে তুলতে 

3। শিক্ষনের বিষয়ে ধারণাকে স্পষ্ট করে তুলতে

4। উপরে সবগুলি

80.জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারা শিখনের কোন সামার্থ্য কে পূরন করে?

ক) জ্ঞান

খ) দক্ষতা

গ) প্রয়োগ

ঘ) বোধ

81.গানিতিক সূত্র মনে করতে পারা শিখনের কোন সামার্থ্য কে পূরন করে?

ক) জ্ঞান

খ) দক্ষতা

গ) প্রয়োগ

ঘ) বোধ

82. নিচের কোনটি বোধমূলক সামার্থ্য?

ক নতুন সমস্যা সমাধান করা।

খ) আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র মনে করতে পারা

গ) আয়তক্ষেত্রে ও বর্গক্ষেত্রে তুলনা করতে পারা

ঘ) আয়তক্ষেত্র অঙ্কন করতে পারা

83.Which one of the following is an example of a fine motor skill ?||নিচের কোনটি অনুসঞ্চালন মূলক দক্ষতার উদাহরন।

CTET-2012

(1) Hopping|| একপায়ে নৃত্যকরা

(2) Running||দৌড়ানো 

(3) Writing||লেখা

(4) Climbing|| আরোহন করা

ব্যাখ্যা||Fine motor skill হল হাত ও পায়ের সাহার্য্যে ছোট ছোট কাজ করা।যেমন কাঁচির সাহার্য্যে কিছু কাটা।

84.Process of education বইটি কার লেখা?

ক) ব্লুম

খ) জন ডিউই

গ) জেরম ব্রুনার

ঘ) রুশো

85. নিচের কোনটি সর্বাপেক্ষা  শক্তিশালী শিক্ষা উপকরন?

ক)পঠন যোগ্য  

খ) দৃষ্টি নির্ভর 

গ) শ্রুতি নির্ভর 

ঘ) দৃষ্টি ও স্মৃতি নির্ভর

86.শিক্ষা প্রদীপন এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়? 

১।  ব্ল্যাকবোর্ডে সংবাদপত্র ও ম্যাগাজিন গুরুত্বপূর্ন অংশ কাটিং করে চিপকে দেওয়া যেতে পারে।  

2। শিক্ষা অধিক কার্যকরী হতে পারে দৃশ্য শ্রুতি নির্ভর প্রদীপন ব্যবহারের মাধ্যমে 

3। একঘেয়ে বিষয়বস্তুকে দৃশ্য শ্রুতি নির্ভর প্রদীপন ব্যবহারের মাধ্যমে আনন্দদায়ক করা যেতে পারে।

4।শ্রেনীকক্ষে  পাঠ্যপুস্তক অন্যতম প্রধান

ব্যবহৃত একটি শিক্ষা উপকরণ।

87.ক্রিয়াভিত্তিক শিক্ষন (Play way method) পদ্ধতির জনক কে?

ক) ফ্রয়বেল

খ) রুশো

গ) ওয়াটসন

ঘ) হার্বাট স্পেনসর

88. আবিষ্কার পদ্ধতির প্রবক্তা কে?

ক) জন লক

খ) কিল প্যাট্রিক

গ)এইচ ই আর্মস্ট্রং

ঘ) জন ডিউই

89.একটি ভাল অভীক্ষার নিচের কোন বৈশিষ্ট্যটি থাকে?

Odisha TET-2017

a) নির্ভরযোগ্যতা||Reliability

b) উপযোগিতা||Usability

c)বৈধতা||Validity

d) উপরের সবগুলিই

Reliability হল অভীক্ষার (test) সেই গুন যা ঠিক করে ওই টেস্টটি আজকে নেওয়ার পর কোনো ছাত্র যে নাম্বার পেয়েছে আগামীকাল ওই একই টেস্ট নিলে সেই নাম্বার পাবে।|||অপরদিকে Usability হল টেস্ট দিতে দিতে সে নতুন কিছু শিখবে।|||Validity হল সেটাই যেটা পরিমাপ করতে চাইছে সেটাই পরিমাপ হচ্ছে কিনা অর্থাৎ ভূগোল পরিক্ষায় ভূগোলের প্রশ্নই আসবে নাকি ইতিহাসের।।

90.কোনো অভীক্ষায় যখন কোনো বিষয়ের সকল  অধ্যায়ের উপর গুরুত্ব দেওয়া হয় তখন তাকে বলা হয়--

a) নির্ভরযোগ্যতা||Reliability

b) উপযোগিতা||Usability

c)বৈধতা||Validity

d) বোধগম্যতা ||Comprehensiveness

91.নিচের কোন পদ্ধতিটি দলগত পদ্ধতি নয়?

ক) প্রকল্প পদ্ধতি

খ) সমস্যা সমাধান পদ্ধতি 

গ)ডালটন পদ্ধতি

ঘ) উপরে সবগুলোই

92. কোন পদ্ধতিটি শিক্ষার্থী কেন্দ্রিক?

ক)বক্তৃতা পদ্ধতি

খ)প্রদর্শন পদ্ধতি

গ) আবিষ্কার পদ্ধতি

ঘ) উপরে সবগুলোই 

93. বর্তমান যুগে গুরুত্বপূর্ণ প্রদীপন  হলো-

ক) ব্ল্যাকবোর্ড 

খ) পাঠ্যপুস্তক 

গ) কম্পিউটার

ঘ) টেলিভিশন

94. গণিত শেখার সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি?

ক) প্রকল্প পদ্ধতি

খ)আবিষ্কার পদ্ধতি 

গ)সমস্যা সমাধান পদ্ধতি 

ঘ)আরোহী ও অবরোহী পদ্ধতি 

95.গাণিতিক খেলা এবং ধাঁধা সাহায্য করে

CTET-2016

(ক) গণিতের প্রতি ইতিবাচক মানসিকতা  বিকাশে

এবং দৈনন্দিন ধারণার সাথে সম্পর্ক

করতে

(খ) গণিতকে উপভোগ্য ও আনন্দদায়ক করতে

(গ) সমস্যা সমাধানের দক্ষতাকে উৎসাহিত করা

ঘ) উপরের সবগুলিই

96.একটি গণিতের ক্লাসে জোর দেওয়া উচিত -

a. গাণিতিক সমস্যার সমাধানের ওপর

b. গাণিতিক বিষয়বস্তুর ওপর

c. গাণিতিক প্রক্রিয়া ও যুক্তির ওপর

d. মুখস্তের ওপর

97.শিক্ষার লক্ষ্য হল-

(ক)শিক্ষার্থীদের তথ্য দিয়ে সমৃদ্ধ করা  

(খ) শিক্ষনীয় ক্রিয়াকলাপে শিক্ষার্থীদের জড়িত করা

(গ)শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করা  

(d) আকাঙ্ক্ষিত আচরণের  পরিবর্তন সাধন করা 

97.SOLO -এর সম্পূর্ন অর্থ-

(a) System of the observed learning outcome

(b) structure of the observed learinign output

(c) Structure of the observed learning outcome

(d) System of the observed learning output

98.শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে-
(ক) প্রকল্প পদ্ধতি
(খ) আবিষ্কার পদ্ধতি
(গ) বক্তৃতা পদ্ধতি
(d) সমস্যা সমাধান পদ্ধতি
99.সিম্পোজিয়াম এক প্রকার
(ক) আবিষ্কার পদ্ধতি
(খ) আলোচনা পদ্ধতি
(গ) বক্তৃতা পদ্ধতি
(d) প্রদর্শন পদ্ধতি

symposium হল একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি সম্মেলন বা সভা।

100.আর্ম স্ট্রং এর সূচক ছিল

(ক) সমস্যা সমাধানের পদ্ধতি

(খ) প্রকল্প পদ্ধতি

(গ) আলোচনা পদ্ধতি

(d) হিউরিস্টিক পদ্ধতি

হিউরিস্টিক পদ্ধতি বলতে আবিস্কার পদ্ধতিতে কে বোঝানো হয়েছে।

101.অনুশীলন করা হয়

(ক) আরোহী পদ্ধতি

(খ) অবরোহী  পদ্ধতি

(গ) ড্রিল পদ্ধতি

(d) আলোচনা পদ্ধতি

102.সক্রেটিক পদ্ধতি নামে পরিচিত

(ক) বক্তৃতা প্রদর্শন পদ্ধতি

(খ) আলোচনা পদ্ধতি

(গ) তদন্ত পদ্ধতি

(d) প্রশ্ন- উত্তর পদ্ধতি

103.কোনটি প্রকল্প পদ্ধতি সম্পর্কে সত্য নয়?

(ক) এটি একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ

(খ) এটি সামাজিক পরিবেশে সম্পাদিত হয়

(গ) এটি বাস্তব জীবনে সম্পন্ন হয়

(d) এটি শিক্ষক কেন্দ্রিক কার্যকলাপ

104.ম্যাক্রো-পাঠ পরিকল্পনায় পাঠের সময়কাল

(a) 5-10 মিনিট

(খ) 10-20 মিনিট

(গ) 20-30 মিনিট

(d) 35-45 মিনিট

 105.সহযোগী  শিক্ষায় (Cooperative learning) দলে  শিক্ষার্থীর সংখ্যা

(a) 3-4

(খ) 5-6

(গ) 8-10

(d) 10-15

106.শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সময় কাটাতে কার সাথে পছন্দ করে?

(ক) শিক্ষক

(খ) পিতামাতা

(গ) আত্মীয়

(d) বন্ধু বান্ধব (peer group)
























 












































   





 অধিগ্রহণ বা আত্তীকরণ (Acquisition) বলতে অবচেতন মন দ্বারা তথ্য আঁকড়ে ধরার প্রক্রিয়াকে বোঝায়।অপরদিকে, শিখন (learning) জ্ঞান প্রাপ্তির সচেতন প্রক্রিয়াকে বোঝায়। 

শিখন এবং অধিগ্রহণের মধ্যে প্রধান পার্থক্য হ'ল শিখন অধিগ্রহণের চেয়ে আরও সচেতন এবং ইচ্ছাকৃত প্রক্রিয়া।

ভাষা শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা বা স্থানীয় ভাষা শিখনের ক্ষেত্রে আত্তীকরন ঘটে যেখানে দ্বিতীয় ভাষা বা বিদেশী ভাষা শিখনের ক্ষেত্রে শিখন ঘটে।

Acquisition ও Learning এর মধ্যে তফাৎ




LEARNING

1.Artificial || কৃত্রিম

2.Priority on the written language||লিখিত ভাষার উপর অধিক গুরুত্ব 

3.Preset syllabus|| পূর্বনির্ধারিত পাঠ্যসূচী

4.Theory (language analysis)||তত্ত্ব (ভাষা বিশ্লেষণ)

5.Deductive teaching||অবরোহী   শিক্ষন

6.Produces knowledge || জ্ঞান উৎপন্ন করে

7.conscious  process ||সচেতন পদ্ধতি

8.formal instruction ||প্রথাগত নির্দেশনা

9.  Limited exposure  ||সীমিত উদঘাটন

10. higher level of abstraction -অধিক বিমূর্ততা 

11. Studial 

ACQUISITION

1.Natural-||স্বাভাবিক

2.Priority on the spoken language||কথা বলার উপর অগ্রাধিকার 

3.Improvised activities ||অপ্রত্যাশিত কার্যক্রম 

4.Practice (language in use)||অনুশীলন (ব্যবহারে ভাষা)

5.Inductive Teaching ||আরোহী শিক্ষন

6.Produces an ability ||সামর্থ্য বৃদ্ধি করে

7.subconscious  process ||অবচেতন পদ্ধতি

8.without formal instruction ||প্রথাগত নির্দেশনা ছাড়ায়

9.Massive  exposure||ব্যাপক উদঘাটন 

10.no or very low level abstraction||খুবই কম বিমূর্ততা 

11.Spontaneous  capabilities- সতস্ফূর্ত সামার্থ্য











 107.যা দলগত শিক্ষনের ( Group teaching)  এর সুবিধা নয়

(ক) সম্পদের আরও ভাল ব্যবহার করা হয়

(খ) আরও ভাল পরিকল্পনা করা যায়

(গ) শিক্ষণ কৌশলগুলির আরও ভাল ব্যবহার করা যায়

(d) শিক্ষকদের  আর্থিক সুবিধা হয়

108.CAI এর সম্পূর্ন নাম

(a) Computer analyzed instruction

(b) Computer assisted instruction

(c) Computer assisted interview

(d) Computer analyzed interview

109. ব্লুমের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ স্তরে রয়েছে

(ক) বোধ||Understanding

(খ) প্রয়োগ||Application

(গ) মূল্যায়ন||Evaluation

(d) বিশ্লেষণ||Analysis

110.শিক্ষাগত উদ্দেশ্যের শ্রেনীবিন্যাসে ক্ষেত্রের সংখ্যা হল

(ক) দুই

(খ) তিন

(গ) পাঁচ

(d) ছয়

প্রজ্ঞা,অনুভূতি, মানস সঞ্চালনমূলক দক্ষতা

111.জানা/ মুখস্থ করা এবং স্মরণ করা সম্পর্কিত

(a) বোধ

(খ) প্রয়োগ

(গ) জ্ঞান

(d) মূল্যায়ন

112.কোনো বিষয়ে অর্থ উপলব্ধি করতে পারা

(ক) বোধ

(খ) প্রয়োগ

(গ) জ্ঞান

(d) সংশ্লেষণ

113.নতুন পরিস্থিতিতে পূর্ববর্তী শিক্ষণীয় জ্ঞান  ব্যবহার করা হয়-

(ক) বোধগম্যতা

(খ) প্রয়োগ

(গ) জ্ঞান

(d) বিশ্লেষণ

114.বৌদ্ধিক দক্ষতা কার দ্বারা প্রতিফলিত হয়

(ক) প্রজ্ঞামূলক  ক্ষেত্র

(খ) অনুভূতি মূলক দক্ষতা

(গ) মানস সঞ্চালক মূলক  দক্ষতা 

(d) উপরের কোনটি নয়

115.মনোভাব, মূল্যবোধ এবং আগ্রহ কার দ্বারা প্রতিফলিত হয়

(ক) প্রজ্ঞামূলক  ক্ষেত্র

(খ) অনুভূতি মূলক দক্ষতা

(গ) মানস সঞ্চালক মূলক  দক্ষতা 

(d) উপরের কোনটি নয়

116.শিক্ষক কার্য সম্পাদন করেন এবং ব্যাখ্যা করেন-

(ক) বক্তৃতা পদ্ধতি

(খ) আবিষ্কার পদ্ধতি

(গ) প্রদর্শন পদ্ধতি

(d) সমস্যা সমাধানের পদ্ধতি

117.মাইক্রো টিচিংয়ে উপস্থাপনার সময় কত?

(a) 1-5 মিনিট

(খ) 5-10 মিনিট

(c) 10-15 মিনিট

(d) 15-20 মিনিট

118.মাইক্রো টিচিংয়ে শিক্ষার্থীদের সংখ্যা কত?

(a) 1-5

(খ) 5-10

(গ) 10-15

(d) 15-20

 119.মাইক্রো টিচিং শুরু হয়েছিল

(a) 1950

(খ) 1960

(c) 1970

(d) 1980

120.কোনটি প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত নয়?

(ক) বই

(খ) ম্যাগাজিন

(গ) ডায়াগ্রাম

(d) টি.ভি

121.দর্শনের মাধ্যমে শতকরা কত জ্ঞান সংরক্ষিত হয়?

(ক) 75%

(খ) 13%

(গ) 6%

(d) 3%

122.নিচের কোনটি থেকে শিক্ষার্থীরা   সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পার?

(ক) চলচিত্রে

(খ) দৃশ্যমান  প্রতীক

(গ) প্রদর্শন 

(ঘ) শিক্ষণীয় ভ্রমন (Field trip)

123.শিক্ষার প্রকল্প পদ্ধতিতে প্রথম ধাপ কি

(ক) কার্যক্রম নির্ধারণ

(খ) উদ্দেশ্য নির্ধারণ

(গ) পরিকল্পনা

(d) কাজের বিতরণ ( distribution of work)

124.কোনটি শিক্ষার মনস্তাত্ত্বিক নীতি নয়?

(ক) মূর্ত থেকে বিমূর্ত 

(খ) জটিল থেকে সহজ 

(গ) জানা থেকে অজানা 

(d) সহজ থেকে কঠিন 

125.স্কুল পর্যায়ে বিজ্ঞান শেখানোর সেরা পদ্ধতি কোনটি?

(ক) বক্তৃতা পদ্ধতি

(খ) বিশ্লেষণাত্মক পদ্ধতি

(গ) সরাসরি পদ্ধতি

(d) প্রদর্শন  পদ্ধতি

126.বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ কোনটি নয়?

(ক) পর্যবেক্ষণ

(খ) পরীক্ষা

(গ) অনুমান (Prediction) 

(d) সাক্ষাৎকার

126. নিচের কোন পদ্ধতিটি শিক্ষাক্ষেত্রে সবচেয়ে উপযোগী?Rajasthan TET-2013

ক) বক্তৃতা পদ্ধতি

খ) আলোচনা পদ্ধতি

গ) প্রদর্শন পদ্ধতি

ঘ) প্রশ্ন উত্তর পদ্ধতি

127.শ্রেনীকক্ষে প্রচুর শিক্ষার্থী থাকলে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকারী হবে?


ক) বিতর্ক, আলোচনা, অনুশীলন

খ)  বক্তৃতা দিয়ে গ্রুপে কাজ দেওয়া

গ) বক্তৃতা পদ্ধতি এবং ক্লাস নোট

ঘ) স্ব-অধ্যয়ন এবং প্রশ্ন জিজ্ঞাসা করা

128. শ্রেনী কক্ষে ছেলে ও মেয়ে উভয়ই আছে।ছেলে ও মেয়েদের  মধ্যে সহযোগিতা উন্নত করার জন্য আপনি কোন পদ্ধতি গ্রহণ করবেন?


ক) অভিভাবকদের ছেলে ও মেয়েদের মধ্যে সমতা নিয়ে আলোচনা করবেন

খ) ভাগাভাগি না করে ছেলে এবং মেয়েদের একই বেঞ্চে বসতে বলবেন। 

গ) স্কুলের ও শ্রেনীকক্ষের কাজ ছেলেমেয়ে  একসাথে করতে বলবেন।

ঘ) পড়ানোর সময় ছেলে ও মেয়েদের সমতার পাঠ দেবেন

129.কেন শিক্ষক প্রশিক্ষণ প্রয়োজন?

ক) শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করতে

খ) শিশু মনসত্ত্ব বুঝতে

গ) বিষয়বস্তুর জ্ঞান বৃদ্ধি করতে

d) উপরের সব


130.কোন  মনোবিজ্ঞানী বিশ্বাস করতেন যে 'সমস্ত শিশুদের শেখার সম্ভাবনা রয়েছে'?

ক)  ফ্রোয়েবেল

খ) জন ডিউই

গ) জোহান  হার্বার্ট

d) মারিয়া মন্তেসরী

 131.একজন শিক্ষার্থীকে 'ব্যতিক্রমী' হিসাবে বিবেচনা করা হবে যখন তার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে ____________ হয়।


ক) গড় শিক্ষার্থীর উপরে বা নীচে

খ) গড় শিক্ষার্থীর উপরে

গ) গড় শিক্ষার্থীর নীচে

d) গড় শিক্ষার্থীর অনুরূপ


132.একজন শিক্ষার্থীর কর্মক্ষমতা মূল্যায়ন করার সেরা সময় কখন?

ক) নির্দেশদান শুরু  হওয়ার সাথে

খ) নির্দেশদান শেষ হওয়ার পর

গ) পাঠ্যপুস্তকের এককটি শেষ হওয়ার পর

ঘ) নির্দেশদানের প্রক্রিয়া চলাকালীন

133.ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম (NAEP) কখন চালু হয়েছিল?

ক) 1964

খ) 1972

গ) 1978

ঘ) 1986

1978 সালে ১৫-৩৫ বছর বয়স্কদের মধ্যে।

134.শিক্ষাগত সমতার সুযোগের  ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রদান করা হয়েছে?


ক) ধারা 14

খ) ধারা 25

গ) ধারা 37

d) ধারা 45

135.কিভাবে ভুলে যাওয়া কমানো যায়?

ক) সাদৃশ্যের মাধ্যমে

খ) বৈষম্যের মাধ্যমে

গ) অতিশিখন মাধ্যমে

ঘ) আবৃত্তির মাধ্যমে

136.বৃত্তিমূলক শিক্ষার প্রথম কেন্দ্রীয় ইনস্টিটিউট কোথায় স্থাপিত হয়েছিল?


ক) ভোপাল

খ) কলকাতা

গ) কোয়েম্বাটোর

d) মুম্বাই

137.10+2+3 বছরের শিক্ষার কাঠামো ____________ দ্বারা প্রস্তাবিত হয়েছিল ?

ক) শিক্ষা কমিশন, 1964

খ) রামমূর্তি কমিটি, ১৯৯০

গ) মাধ্যমিক শিক্ষা কমিশন, 1952

d) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, 1948


শিক্ষা কমিশন, 1964 অর্থাৎ কোঠারি কমিশন।।

138.আপনি যদি লক্ষ্য করেন যে কোনো শিক্ষার্থী আপনার ক্লাসে  ঝিমুচ্ছে (doze)  তবে আপনি কী করবেন?


ক) মনোযোগ দেওয়ার জন্য একটি আদেশ দেবেন।

খ)  শারীরিকভাবে সক্রিয় থাকার সুযোগ করে দেবেন।

গ)  তিরস্কার করবেন।

ঘ) কিছুক্ষণের জন্য পড়ানো বন্ধ করবেন।

139.'শিক্ষার  জাতীয় নীতি' 1986 কার  দ্বারা পর্যালোচনা করা হয়েছিল?

ক) কোঠারি

খ) মুদালিয়ার 

গ) রামমূর্তি কমিটি

ঘ) উপরের কোনটিই নয়

140. আপনি একজন শিক্ষার্থীকে  বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য পাঁচটি বাক্য দিলেন। একজন মূল্যায়নকারী হিসাবে, আপনি কোন দিকটি তার মধ্যে মূল্যায়ন করার চেষ্টা করলেন?

ক) প্রয়োগ

খ) জ্ঞান

গ) সংশ্লেষণ

d) বোধ

141.'শিক্ষার্থীদের উপর একাডেমিক বোঝা' বিষয়টি কোন কমিটির দ্বারা পর্যালোচনা করা হয়েছিল?

ক) কোঠারি কমিশন

খ) ঈশ্বর ভাই প্যাটেল কমিটি

গ) মাথুর কমিটি

d) যশপাল কমিটি

যশপাল কমিটি (১৯৯২-৯৩)

142.নিচের কোনটি প্রশিক্ষণ শিক্ষা পরিকল্পনাকারী এবং প্রশাসনিক  ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান?


a) NCERT

b) NCTE

c) NIPEA

d) SIE

National Institute of Educational Planning and Administration (NIEPA)-প্রতিষ্ঠা কাল-১৯৭৯

143.নিচের কোনটি ছেলে এবং মেয়েদের শ্রেণিকক্ষের আচরণে পার্থক্যের প্রধান কারণ?

ক) বিকাশের পার্থক্য

খ) শিক্ষাগত পার্থক্য

গ) চাকরির আকাঙ্ক্ষার পার্থক্য  

ঘ) সামাজিক প্রত্যাশা বা চাহিদার পার্থক্য

144.নিচের কোন জোড়া সঠিক নয় ?

ক) পিয়াঁজে  - নৈতিক বিকাশ 

খ) মাসলো - চাহিদার সোপান তত্ত্ব

গ) থর্নডাইক - X ও Y তত্ত্ব

ঘ) স্কিনার - প্রোগ্রামিং লার্নিং

145.একটি ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী খারাপ আচরন করে, এটি আপনি কী বলবেন ?

ক)  শিক্ষার্থীর অভিভাবক অশিক্ষিত

খ) শ্রেনীকক্ষে আচরণবিধির অভাব

গ) অনেক নিয়ম শৃঙ্খলায় শ্রেনীকক্ষ আবদ্ধ

ঘ) শিক্ষার্থীদের মধ্যে সাধারণ শৃঙ্খলা নেই

145. পরীক্ষার মাধ্যমে 


ক) শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন  করা হয়।

খ) শিখনের সমস্যাগুলি চিহ্নিত করা হয়

গ) শিখনের  স্তর চিহ্নিত করা হয়

ঘ) শিক্ষার্থীদের ভালো খারাপ চিহ্নিত করা হয়

146.নিচের কোন নীতি 1975 সালে চালু করা হয়েছিল?

ক) 10 বছরের জন্য স্কুলের পাঠ্যক্রম

খ) কোঠারি কমিশন রিপোর্ট

গ) ম্যাকলে রিপোর্ট

d) রাধাকৃষ্ণন রিপোর্ট

147.'জেনারেশন গ্যাপ' বলতে বলতে বোঝায়?

ক) কিশোরদের প্রতি প্রাপ্তবয়স্কদের মনোভাব

খ) বিভিন্ন বয়সের নৈতিকতার পার্থক্য

গ) কিশোরদের বিভিন্ন সমস্যা

ঘ) কিশোর-কিশোরীদের ক্রমবর্ধমান সচেতনতা

148.কেন একজন শিক্ষক আদর্শবাদী হবেন এবং উদাহরণ স্থাপন করবেন?

ক) শিক্ষার্থীদের মূল্যবোধ অভাব 

খ) শিক্ষার্থীরা সাধারণত শিক্ষকদের অনুকরণ করে থাকে।

গ) শিক্ষক একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি

d) শিক্ষক একজন পিতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব

149.আপনার ক্লাসের একজন ছাত্র চুরির করেছে। আপনি কি করবেন?

ক) আচরণটির কারণ অনুসন্ধান করবেন এবং তার প্রতিকার করবেন।

খ) শাস্তি দেবেন এবং শিশুটিকে ক্ষতিপূরণ দিতে বলবেন

গ) প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলবেন

d) শিশুটিকে পুলিশে পাঠাবেন

150.একজন শিক্ষক শ্রেণীকক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কী পালন করতে পারেন?


ক)শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করার মাধ্যমে

খ) বিষয় সম্পর্কে জ্ঞান প্রদানের মাধ্যমে

গ) পড়াশোনার চাপ হ্রাস করেএবং পাঠদানে   সৃজনশীলতা আনয়নের মাধ্যমে

ঘ) উচ্চ একাডেমিক স্কোর অর্জনে সহায়তার মাধ্যমে


151.কি ধরনের শিক্ষক প্রশংসার যোগ্য ?

ক) যিনি অসাধারণ ব্যাক্তিত্বের অধিকারী 

খ) যিনি তার ছাত্রদের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করেন

গ) যিনি শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করেন

ঘ) যিনি ছাত্রদের সমস্যা বোঝেন এবং তাদের প্রতি সাহার্যের হাত বাড়িয়ে দেন।

152.নিচের কোনটি বোধমূলক শিখন (Perceptional learning)  এর উদাহরন?

ক) মূর্ত থেকে বিমূর্ত

খ) জানা থেকে অজানা

গ) দেখা থেকে অদেখা

ঘ) সহজ থেকে জটিল

153.একজন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে , আপনি নীচের গড় মেধা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে কীভাবে আচরণ করবেন?


ক) অন্যান্য শিক্ষার্থীদের মতোই

খ) সহানুভূতির সাথে

গ) কোন মনোযোগ দেবেন না

d)  পরবর্তী ক্লাসে পাশ করাবেন না।

154. ক্লাসে আপনার প্রথম দিনে, আপনি কি করবেন?

ক) শিক্ষার্থীর বিষয়বস্তুর  মূল্যায়ন করবেন।

খ) শিক্ষার্থীদের সাথে নিজেকে পরিচয় করাবেন

গ) সবার দিকে তাকিয়ে হাসবেন

ঘ) শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ন হতে  বলবেন।

155.আপনি কিভাবে একজন শিক্ষক হিসাবে পোশাক পড়বেন  ?


ক) যা পরে স্বাচ্ছন্দ বোধ করেন 

খ) মর্যাদাপূর্ণ পোশাক পড়বেন

গ) ফ্যাশনেবল পোশাক পরবেন

ঘ) ঐতিহ্যগত পোশাক পড়বেন

156.কেন ক্লাসে মূল্যায়ন  করাবেন?

ক) শিক্ষাগত উদ্দেশ্যের পারদর্শিতার মূল্যায়ন করার জন্য

খ) লেখার অনুশীলন হিসাবে

গ) সংশোধন করার জন্য

ঘ) শিক্ষার্থীদের যৌক্তিকভাবে চিন্তা করতে সহায়তার জন্য।

157.একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কী?

ক) শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা

খ) অ্যাসাইনমেন্ট শেষ করা

গ) শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে আনন্দদায়ক  করে তোলা

ঘ) প্রশ্নপত্র পরীক্ষা করা

158.শ্রেনী কক্ষে কার্যকর যোগাযোগের জন্য নিচের কোনটি প্রয়োজন হয় না? 


ক) উপযুক্ত অঙ্গভঙ্গি

খ) বক্তৃতা সময় কন্ঠস্বরের বৈচিত্র্য 

গ)  ব্যক্তিত্ব

d) বিষয়বস্তু সম্পর্কে ভাল জ্ঞান

160.শিক্ষার্থীরা  কোন  শিক্ষকের কাছ থেকে অধিক শেখেন?

ক) পরিশ্রমী

খ) ভদ্র

গ) স্নেহময়

d)  যিনি ধারণাগুলি কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম

160.একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষার্থীর দেওয়া ভুল উত্তরে আপনি কীভাবে প্রতিক্রিয়া করবেন?


ক) পড়াশোনা না করার জন্য তাকে বকাবকি করবেন

খ) উত্তরটি কেন ভুল তা ব্যাখ্যা করে দেবেন

গ) অন্য ছাত্রকে সঠিক উত্তরের জন্য জিজ্ঞাসা করবেন

d) ভুল উত্তর উপেক্ষা করে,  পরবর্তী প্রশ্নে চলে যাবেন।


































































































 1.প্রাথমিক শ্রেনীর গণিত শিখনের  জন্য সেরা পদ্ধতি কোনটি?

(ক) আরোহী পদ্ধতি

(খ) অবরোহী পদ্ধতি

(গ) আবিস্কার পদ্ধতি

(ঘ)সংশ্লেষণ -বিশ্লেষন পদ্ধতি 


2.'গনিত হল বিজ্ঞানের রানী আর পাটিগনিত হল গনিতের রানী'----এই কথাটি কে বলেছেন?

ক) কার্ল ফ্রিডরিচ গাউস

খ) স্যার আইজাক নিউটন

গ) আইনস্টাইন

ঘ) রজার বেকন

3. Mathematics শব্দটি mathema /manthanein

শব্দ থেকে এসেছে যার অর্থ হল---

ক) শেখা (to learn)

খ) করা (to do)

(গ) গননা করা    (to calculate)

( ঘ) প্রতীক (symbol) 

(4) Mathematical language is free from||গনিতের ভাষা নিচের কোনটি থেকে মুক্ত?

a ) |ideas|ধারনা|

b) |Clarity|স্পষ্টতা |

c) |verbosity|অতিরিক্ত শব্দ বাহুলতা |

d) |infinity|অনন্ত |

5. গনিতের সাথে কোন বিষয়ের সম্পর্ক আছে?

ক) বিজ্ঞান

খ) ইতিহাস

গ) চিকিৎসা শাস্ত্রে

ঘ) উপরের সবগুলিই

6.Mathematics is the mirror of civilization and culture.||গণিত সভ্যতা ও সংস্কৃতির দর্পন---এই কথাটি কে বলেছেন ?

Rajasthan TET-2015

ক)Hogben||হগবেন

খ) Baccon |ব্যাকন

গ) Locke ||লক

ঘ) Dutton ||ডাটন

7.মাইক্রো টিচিং প্রথম কোথায় চালু হয়?

ক ) স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে

খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

গ) হাভার্ড বিশ্ব বিদ্যালয়ে

ঘ) উপরের কোনোটাই নয়

8.People construct their own understanding of the world and in turn their own knowledge is||মানুষ বিশ্ব সম্পর্কে তাদের নিজস্ব জ্ঞান  নির্মান করে এবং পরিবর্তে তাদের নিজস্ব জ্ঞান অর্জিত হয়---এটি হল--

a) Constructivist approach|| নির্মিতিবাদ

 b) Discovery method ||আবিস্কার পদ্ধতি

c) Deductive method ||অবরোহী পদ্ধতি

d) both a & C

9. আবিস্কার পদ্ধতির আবিস্কার শব্দটি এসেছে গ্রীক শব্দ heurisco অথবা heuristic থেকে। এই heurisco শব্দের অর্থ কি?


ক) to find out||খুঁজে বের করা

খ) to learn ||শেখা

গ) to recognise ||চিহ্নিত করতে পারা

( ঘ) to discover ||আবিস্কার করা

10.দশগীতিকা, গণিতপাদ কার লেখা?

(ক) ব্রহ্মগুপ্ত

(খ) বরাহমিহির

(গ) আর্যভট্ট

( ঘ) রামানুজন

(11) জ্যামিতিক সমস্যা সমাধান করার জন্য শিক্ষককে নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা উচিত?

(ক) আরোহী পদ্ধতি

(খ) অবরোহী পদ্ধতি

(গ) আবিস্কার পদ্ধতি

(ঘ) বিশ্লেষন পদ্ধতি

বিশ্লেষন পদ্ধতি  হল সমস্যাকে ছোট ছোট ধাপে ভাঙ্গা বা বিশ্লেষন করা।

(১২) প্রাথমিক স্তরে গনিত শেখার প্রধান লক্ষ হল-

(ক) সাংস্কৃতিক  

(খ) আধ্যাত্মিক 

(গ) ব্যবহারিক 

(ঘ) মানসিক 

(১৩) প্রথম শূন্যের ধারণা কে দেন?

ক) আর্য ভট্ট 

খ) বরাহমিহির 

গ)ব্রহ্মগুপ্ত 

ঘ) টলেমি 

১৪)গনিতের উপর লেখা বিখ্যাত বই  'ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত 'বইটি কে লিখেছেন?

ক) আর্য ভট্ট 

খ) বরাহমিহির 

গ)ব্রহ্মগুপ্ত 

ঘ) টলেমি 

১৫ ) শূন্যকে কে আবিস্কার করেন এবং ব্যাপক ভাবে আলোচনার শীর্ষে নিয়ে আসেন?

ক) আর্য ভট্ট 

খ) বরাহমিহির 

গ)ব্রহ্মগুপ্ত 

ঘ) টলেমি 

১৬ ) প্রাথমিক স্তরে অ্যাবাকাসের ব্যবহারের মাধ্যমে শেখানো যেতে পারে-

(ক) গননা

(খ) গুন

(গ) ভগ্নাংশ

(ঘ) ভাষা

১৭) প্রাথমিক স্তরে বৃত্তের পরিধি নির্নেয় শেখাতে আপনি কোন পদ্ধতি ব্যবহার করবেন?

(ক) অবরোহী পদ্ধতি 

(খ) বিশ্লেষন পদ্ধতি

গ) একক পদ্ধতি

ঘ) ক্রিয়াভিত্তিক পদ্ধতি

১৮ ) Priya is good in solving mathematical problems. Which type of multiple intelligence in her is high?||প্রিয়া গাণিতিক সমস্যা সমাধানে ভালো। তার মধ্যে কোন ধরনের  বুদ্ধি বেশি?


A. Linguistic intelligence||ভাষাগতবুদ্ধি

B. Logical intelligence||যৌক্তিক বুদ্ধি

C. Interpersonal intelligence||আন্তঃব্যক্তিক বুদ্ধি

D. Psycho-motor intelligence||মানস সঞ্চালনমূলক বুদ্ধি 

১৯ ) Difference between achievement test and diagnostic test is of:||পারদর্শিতা মূল্যায়ন এবং নির্ণায়ক  মূল্যায়নের মধ্যে পার্থক্য হল:



A. Objectives||উদ্দেশ্য

B. Nature||প্রকৃতি

C. Level of difficulty||কাঠিন্যের স্তর

D. None of these||এগুলোর কোনোটিই নয়


২০.4/8/2017 তারিখে যদি শুক্রবার হয় তবে 61 দিন পর কি বার হবে?UP TET-2018.

ক) মঙ্গলবার 

খ) বুধবার 

গ) বৃহস্পতিবার 

ঘ) শুক্রবার

ব্যাখ্যা: প্রতি ৭ দিন অন্তর অন্তর শুক্রবার হবে।এখন 61=7x8+5. সুতারং শুক্রবার পর থেকে 5 দিন গুনলে বুধবার হয়।

২১ )' কার মতে গনিত হল সমস্ত বিজ্ঞানের প্রবেশ দ্বার'-?-

ক) কার্ল ফ্রিডরিচ গাউস

খ) স্যার আইজাক নিউটন

গ) আইনস্টাইন

ঘ)  বেকন

২২) নিচের কোনটি সঠিক নয়?

ক) গণিত হল স্থান, সংখ্যা এবং পরিমাপের বিজ্ঞান।

খ) গণিত হল যুক্তি ও ন্যায়সম্মত বিজ্ঞান।

গ) এটি বিমূর্ত ধারণাকে মূর্ত ধারণায় পরিবর্তিত করতে সাহায্য করে।

ঘ) গণিত  ব্যক্তিগত ইচ্ছা ও আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল। 

২৩ ) সাধারন থেকে সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলে--

ক ) আরোহী যুক্তি

খ) অবরোহী যুক্তি

গ) অবযুক্তি

ঘ) অপযুক্তি

24. জ্যামিতির জনক কে?

ক) নিউটন

খ) পিথাগোরাস

গ) ইউক্লিড 

ঘ )  শ্রীধর আচার্য

 25.প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে কোন স্তরটি  নয়?

ক ) জ্ঞান

খ)মূল্যায়ন

গ)বিশ্লেষণ

ঘ)প্রতিক্রিয়াকরণ

26.অনুভূতি মূলক  ক্ষেত্রের অন্তর্গত  কোন স্তরটি  ?

ক)প্রয়োগ

খ)বোধগম্যতা

গ)জ্ঞান

ঘ) সংগঠন


ব্লুম ট্যাক্সোনমি তে তিনধরনের ক্ষেত্রের কথা বলা হয়েছে----

|i|প্রজ্ঞামূলক (Cognitive domain)  ক্ষেত্রে ছয়টি স্তর দেখা যায়।||

1. জ্ঞান (Knowledge )

2. বোধ  (Comprehension)

3. প্রয়োগ (Application)

4. বিশ্লেষণ (Analysis)

5. সংশ্লেষণ (Synthesis)

6. মূল্যায়ন (Evaluation)

|ii|অনুভূতিমূলক ( Affective Domain ) ক্ষেত্রের স্তর গুলি হল-||

1.গ্রহণ করা (Receiving)

2. প্রতিক্রিয়াকরণ (Responding)

3. মূল্যনির্ধারণ  (Valuing)

4. সংগঠন (Organization)

5. চরিত্রায়ন (Characterization)

(iii) মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্র :( Psychomotor domain) 

1. উপলব্ধি (Perception)


2.  সেট (Set)

3. নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া (Guided Response)

4. কৌশল (Mechanism)

5. জটিল বাহ্যিক প্রতিক্রিয়া (Complex Overt Response)

6. অভিযোজন (Adaptation)

7. সংগঠন (Organization)

27.সূত্র থেকে দৃষ্টান্তে উপনীত হওয়া যায় কোন যুক্তিতে?

ক) আরোহী যুক্তি

খ) অবরোহী যুক্তি

(গ) অবযুক্তি

ঘ) গানিতিক যুক্তি

28. নিচের উপাত্তগুলির (data)  ভূয়িষ্ঠক (mode) কত?||8, 3, 12, 3, 8, 2, 3, 15, 8, 2, 4, 12, 8, 4, 8, 3, 12

ক ) 8

খ ) 3

গ ) 4

ঘ) 2

ব্যাখ্যা||প্রথমে ডেটা গুলি ছোট থেকে বড়ো হিসাবে সাজিয়ে নিতে হবে।তারপর দেখতে হবে কোন ডেটাটি সবচেয়ে বেশিবার এসেছে। পুনারাবৃত্তির সংখ্যা যদি দুটি সংখ্যা আসে সেক্ষেত্রে দুটি মোড হবে।যেমন 2,2,3,3,3,4,4,4----এক্ষেত্রে মোড-3 ও 4.

29. নিচের উপাত্তগুলির (data)  মধ্যমান (Median ) কত?||2,3,4,5,6,10,12,3,3,8,9,

ক) 5

খ) 6

গ) 3

ঘ)10


ব্যাখ্যা||স্কোরগুলি ছোট থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই--2,3,3,3,4,5,6,8,9,10,12.----এখানে ১১ টি পদ আছে। মধ্যমান হবে---(11+1)÷2=6 নম্বর পদটি।নির্নেয় মধ্যমান 5।জোড় সংখ্যার পদের ক্ষেত্রে মধ্যমান বের করার সময় গড় বের করতে হবে।যেমন -2,2,3,7,8,9 ---এক্ষেত্রে (3+7)÷2=5

30 ) নিচের কোন সম্পর্ক টি সঠিক?

ক) Mode=3xMedian-2xMean

খ)Mode=2xMedian-3xMean

গ)Mode=Median-2xMean

ঘ)Mode=Median-Mean

31.সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবনতা কোনটি?

ক) মিন

খ) মিডিয়ান

গ) মোড

ঘ) কোনটাই নয়

32. কর্মভিত্তিক শিখনের কথা প্রথম কে বলেছেন?

ক) কিলপ্যাট্রিক 

খ)জন ডিউই 

গ) ব্রুনার

ঘ) ওয়াটসন 

33. আরোহী চিন্তনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

ক) জানা থেকে অজানা দিকে অগ্রসর 

খ) মূর্ত থেকে বিমুর্ত দিকে অগ্রসর 

গ) সহজ থেকেই জটিলের দিকে অগ্রসর 

ঘ) সাধারণ থেকে বিশেষ ক্ষেত্রে দিকে অগ্রসর 

34. নিচের কোনটির মাধ্যমে শিখন সর্বাধিক হয়?

ক ) দেখার মাধ্যমে

খ) পড়ার মাধ্যমে

গ) শোনার মাধ্যমে

ঘ)কর্মসম্পাদনের  মাধ্যমে

৩৪) Flash card কি ধরনের প্রদীপন?

ক) দৃশ্য নির্ভর

খ) শ্রুতি নির্ভর

গ) দৃশ্য শ্রুতি নির্ভর 

ঘ) উপরের সবগুলিই

35. নিচের কোনটি অর্ধমূর্ত শিক্ষন প্রদীপন?

ক ) নমুনা

খ) কম্পিউটার

গ) মডেল

ঘ) চিত্র

36.শ্রেনীকক্ষে ব্যবহৃত সাধারন শিক্ষন প্রদীপন কোনটি?

ক) টেবিল

খ) বই

গ) মানচিত্র

ঘ) ব্ল্যাকবোর্ড

৩৭) পর্যবেক্ষণ পদ্ধতির নির্দিষ্ট ক্রম কোনটি?

ক) বিষয়বস্তু নির্বাচন --> উদ্দেশ্য স্থিরীকরন -->পরিকল্পনা--> তথ্য সংগ্রহ -->ধারণা গঠন 

খ) বিষয়বস্তু নির্বাচন --> উদ্দেশ্য স্থিরীকরন -->পরিকল্পনা--> ধারণা গঠন --> তথ্য সংগ্রহ

গ) বিষয়বস্তু নির্বাচন --> ধারণা গঠন -->পরিকল্পনা--> তথ্য সংগ্রহ --> উদ্দেশ্য স্থিরীকরন

ঘ) উপরের কোনটিই নয়

৩৮ ) প্রকল্প পদ্ধতির জনক কে? 

ক ) কিলপ্যাট্রিক 

খ) ব্রুনার

গ) জন ডিউই

ঘ) ওয়াটসন

39. নিচের কোনটি প্রকল্প পদ্ধতির স্তর নয়?

ক) প্রকল্প নির্বাচন 

খ) প্রকল্প পরিকল্পনা 

গ) প্রকল্প সম্পাদন 

ঘ) প্রকল্পের উদ্দেশ্য নির্ধারণ 


40) প্রয়োগবাদ শিক্ষার জনক কে?

ক ) কিলপ্যাট্রিক 

খ) ব্রুনার

গ) জন ডিউই

ঘ) ওয়াটসন

41.নিচের কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়?

ক) পরীক্ষামূলক পদ্ধতি 

খ) আবিষ্কার পদ্ধতি 

গ) সমস্যা সমাধান মূলক পদ্ধতি 

ঘ)প্রকল্প পদ্ধতি 

42.প্রকল্প পদ্ধতির স্তর কয়টি ?

ক) 4

খ) 5

গ) 6 

ঘ) 7

43.গনিতে অনগ্রসরতার কারন কোনটি?

ক ) সাধারন বুদ্ধির অভাব

খ) বিষয়ের প্রতি আগ্রহের অভাব

গ) সঠিক অনুশীলনের অভাব

ঘ) উপরের সবগুলিই

44.নিচের কোনটি গনিত ভীতির  মানসিক কারন ?

ক)বিভ্রান্তি( confusion)

(খ) আত্মবিশ্বাসের অভাব 

(গ) নেতিবাচক চিন্তা ধারা 

(ঘ) উপরের সবগুলি 

45.44.নিচের কোনটি গনিত ভীতির  মানসিক কারন নয় ?

ক)বিভ্রান্তি( confusion)

(খ) আত্মবিশ্বাসের অভাব 

(গ) নেতিবাচক চিন্তা ধারা 

(ঘ) দ্রুত হৃদস্পন্দন

৪৬.Assesment শব্দের Assess শব্দটি ল্যাটিন শব্দ 

 Assidere শব্দ থেকে এসেছে।এই Assidere শব্দের অর্থ কি?

ক) to sit by

খ) to examine

গ) to learn

ঘ) to do

৪৭। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) এটি বাহ্যিক অ্যাসেসমেন্টের থেকে কম লজিক্যাল।

খ ) অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টে শিক্ষার্থীর উপর চাপ বেশি থাকে।

গ) এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পঠন পাঠনে সুভাস গড়ে ওঠে না।

 ঘ ) এর মাধ্যমে শিক্ষক নিজেকে  করতে অ্যাসেস

 পারেন।

৪৮।বাহ্যিক  অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) এক্ষেত্রে  শিক্ষার্থীদের প্রতিক্রাদানের সুযোগ অনেক বেশি থাকে। 

খ) এক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্যের উপর গুরুত্ব আরোপিত হয়।

গ) এক্ষেত্রে শিক্ষার্থীকে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট এর চেয়ে বেশি পরিশ্রম করতে হয়।

ঘ )  এক্ষেত্রে শিক্ষকের দক্ষতা সম্বন্ধে কোন ধারনা হয়না

৪৯) শ্রেণিকক্ষে শিখন শিক্ষণ  প্রক্রিয়া চলাকালীন যে মূল্যায়ন করা হয় সেটি হল-

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

50. শিক্ষন শিখন প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্য গুলি কতখানি  সাফল্য লাভ করেছে, তার জন্য কিছু সময় অন্তর  যে মূল্যায়ন করা হয় সেটি হল-

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

51.ক্লাস পরীক্ষা ( Class Test) কোন ধরনের মূল্যায়ন? 

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

52.একক অভীক্ষা (unit test) কোন ধরনের মূল্যায়ন? 

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

53.পার্বিক পরীক্ষা (Term Test) কোন ধরনের মূল্যায়ন?

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

54.বার্ষিক পরীক্ষা (Annual Test)  কোন ধরনের পরীক্ষা?

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

55.কোনটি গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation) এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

ক) গঠনগত মূল্যায়ন প্রক্রিয়াটি ধারাবাহিক প্রক্রিয়া।

খ) এই ধরনের মূল্যায়নে শিক্ষার্থীর সকল আচরনের মূল্যায়ন করা হয়।

গ) এই মূল্যায়নে কেবল শিক্ষার্থীর বৌদ্ধিক বিষয়ে গুরুত্ব আরোপ করে

ঘ) উপরে সবগুলিই

56.কোনটি সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation) এর ক্ষেত্রে প্রযোজ্য ?

ক ) এই মূল্যায়ন বিকাশমূলক প্রক্রিয়া।

খ) সমষ্টিগত মূল্যায়ন ব্যক্তিগত প্রক্রিয়া।

গ) এক্ষেত্রে শিক্ষার্থীর সকল ধরনের আচরণে ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়।

ঘ) এই ধরনের মূল্যায়ন হল বিচার মূলক প্রক্রিয়া।

57. কোর্স শুরু হওয়ার পূর্বে যে ধরনের মূল্যায়ন করা হয় সেটি হল-

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

58.নিচের কোনটি সঠিক নয়?

ক ) পরীক্ষা সংকীর্ণ ধারণা যেখানে মূল্যায়ন একটি ব্যাপক ধারণা।

খ)  পরীক্ষা পরিমাণগত মাত্রা প্রদান করে যেখানে মূল্যায়ন পরিমাণগত ও গুণগত মাত্রা প্রদান করে।

গ) মূল্যায়নের নির্ভরযোগ্যতা পরীক্ষার থেকে অনেক বেশি।

ঘ) পরীক্ষা সকল ধরনের বিকাশে বিচার করে যেখানে মূল্যায়ন বৌদ্ধিক  বিকাশ বিচার করে।

59.CCE এর সম্পূর্ন নাম কি?

a) Comprehensive and Continuous Evaluation

b) Continuous and Comprehensive Evaluation

c) Cluster and Comprehensive Evaluation

d) None of the above

60) কোন বিষয়ে দক্ষতা নির্ধারণের জন্য যে মূল্যায়ন করা হয়ে থাকে তাকে বলে-

ক) পারদর্শিতা অভীক্ষা (Achievement Test)

খ ) দুর্বলতা নির্নায়ক অভীক্ষা (Diagnostic Test)

গ)   পূর্বাভাশ অভীক্ষা (Prognostic Test)

ঘ) সার্ভে অভীক্ষা (Survey Test)

61. শিক্ষার্থীদের কোন বিষয়ে কতখানি দুর্বলতা আছে তা নির্ণয় করার জন্য যে  পরীক্ষা নেওয়া হয় তাকে বলে

ক) পারদর্শিতা অভীক্ষা (Achievement Test)

খ ) দুর্বলতা নির্নায়ক অভীক্ষা (Diagnostic Test)

গ)   পূর্বাভাশ অভীক্ষা (Prognostic Test)

ঘ) সার্ভে অভীক্ষা (Survey Test)

62. বন্ধুদের দ্বারা অ্যাসেসমেন্ট কে কি ধরনের অ্যাসেসমেন্ট বলা হয়?

ক) স্ব অ্যাসেসমেন্ট

খ) গঠনগত অ্যাসেসমেন্ট  

গ)সমষ্টিগত অ্যাসেসমেন্ট 

ঘ)দুর্বলতা নির্ণায়ক অ্যাসেসমেন্ট 

63.নিচের কোনটিকে Entry point Evaluation বলা হয়?

ক) গঠনমূলক মূল্যায়ন (Formative evaluation)

খ)সমষ্টিগত মূল্যায়ন (Summative evaluation)

গ) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন (Diagnostic Evaluation)

ঘ) স্থাননির্নায়ক মূল্যায়ন (Placement Evaluation)

64. ব্রেইনস্টমিং পদ্ধতির উদ্ভাবক কে?

ক) ওসবর্ন

খ) ব্লুম

গ) হার্বাট

ঘ) ব্রুনার

65.সাধারনত প্রাথমিক শিক্ষার্থীরা গণিত শিখতে আগ্রহ প্রকাশ করে না। এর কারণ হলো -

ক ) গাণিতিক সমস্যা গুলি কঠিন 

খ) বাস্তব জীবনের সাথে গণিতকে সম্পর্কিত করতে শিক্ষক অপারগ।

গ) গণিত শেখানো হয় গণিতের ভাষায় 

ঘ)উপরের সবগুলোই 

 66. গণিতের প্রকৃতি হলো-

ক ) আলংকারিক

খ ) বিষয়বস্তু কঠিন

গ) বিষয়টি যৌক্তিক 

ঘ) বিষয়টি সর্বসাধারণের জন্য নয় 

67. নিচের কোন কাজটি শিক্ষকের  সম্পর্কিত নয়?

ক)পরিকল্পনা করা 

খ)নির্দেশনা

গ) শিক্ষন

ঘ) পাঠক্রম সংরচনা

68. শিক্ষার উদ্দেশ্যগুলির শ্রেণীবিন্যাসের ( Taxonomy) ক্ষেত্রে পথিকৃৎ  কোন শিক্ষাবিদ?


ক) ওসবর্ন

খ) ব্লুম

গ) হার্বাট

ঘ) ব্রুনার

69.গণিতে কোন শাখায় সর্বাধিক প্রদীপনের ব্যবহার করা হয়?

ক)পাটিগণিত

খ) বীজগণিত

গ) জ্যামিতি

ঘ) ক্যালকুলাস 

70. প্রাথমিক শ্রেণী বইয়ের রচনা করার সময় নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত?

ক ) ধারণা গুলি উচ্চ শ্রেণীর গনিতের সাথে যাতে সম্পর্কিত হয়

খ) ধারণা গুলি জটিল থেকে সহজের দিকে উপস্থাপিত  থাকে

গ) ধারণা গুলি ক্রমান্বয়ে   উপস্থাপিত  থাকে

ঘ) ধারণা গুলি যাতে মূর্ত থেকে বিমুর্তে উপস্থাপিত থাকে

71. প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিত শিখন শিক্ষনে কোনটি সত্য ?

ক ) পর্যাপ্ত অনুশীলনে সুযোগ করে দেওয়া

খ) মৌখিক গণিতের উপর জোর দেওয়া

গ) প্রাথমিক স্তরে গণিত শিখন উচিত না

ঘ) গণিত শিখনে গণিতের বিষয়গুলি পারস্পরিক আন্ত সম্পর্কযুক্ত

72ক্লাসের শেষে , শিক্ষার্থীদের গৃহ কাজ দেওয়ার কারন-

1। শিক্ষার্থীদের অবসর সময় তারা ব্যবহার করতে পারবে।

2। ছাত্র ব্যস্ত রাখা যাবে

3। অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারবে

4। উপরের সব

73.

পঞ্চম শ্রেণির ক্লাসে  সংবাদপত্র বিতরন করে,ভারতীয় দলের স্কোর পড়তে বলে, শিক্ষক শিক্ষার্থীদের স্কোরের বার গ্রাফ আঁকতে   বললেন।এক্ষেত্রে শিক্ষক যেটা করার চেষ্টা করলেন-


1। শিক্ষার্থীদের গাণিতিক ধারণা এবং বাস্তব

জীবনের মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করেছেন।


2।  প্রকল্প পদ্ধতির মাধ্যমে তাদের শেখানোর চেষ্টা করেছেন।

3। শ্রেনীকক্ষকে আনন্দময় এবং যোগাযোগ তৈরি করেছেন।

4। ছাত্রদের মধ্যে যুক্তি শক্তি বাড়ানোর চেষ্টা করেছেন।

74. নিম্নলিখিত কোনটি প্রাথমিক স্তরে ভালো  গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য ?

1।বিষয়গুলির ধারণা  প্রসঙ্গের মাধ্যমে

শুরু করা। 


2।অসংখ্য কঠিন গনিতের অনুশীলন থাকা


3। রঙিন ও আকর্ষণীয় হওয়া

4। এটি মোটা এবং বড় হওয়া 

75.প্রাথমিক শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?

ক) অনুশীলন

খ)প্রশ্নকরন

গ) ব্যাখ্যা

ঘ) আলোচনা সভা

76.একজন ভালো গনিতজ্ঞ -

ক)  উপলব্ধি ও প্রয়োগ এবং ধারনাগুলির মধ্যে সম্পর্ক স্থাপনে সক্ষম।

2। সমস্যা গুলির সমধান করতে সক্ষম

3। বেশিরভাগ সূত্র মুখস্থ করতে সক্ষম

4। অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে সক্ষম

77. গণিতে নির্ণায়ক অভীক্ষা করানোর উদ্দেশ্য হলো-

ক) প্রগতি পত্র পূরণ করার জন্য

খ) বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করার জন্য

গ) শিক্ষার্থীদের বিষয়বস্তুর ধারনার ঘাটতি দেখার জন্য

ঘ) অভিভাবককে  ফিডব্যাক দেওয়ার জন্য 

78. যদি কোনো শিক্ষার্থীর সংখ্যা ও গণনার বিষয়ে সমস্যা থাকে তবে তাকে কি ধরনের প্রতিবন্ধী বলা যায়?

ক)  ডিসক্যালকুলিয়া

খ) ডিসলেক্সিয়া

গ) ডিসগ্রাফিয়া

ঘ) ডিসপ্রাক্সিয়া

79. গণিত শিখন ক্লাসে বিভিন্ন শিক্ষন পদ্ধতির প্রয়োগ করার কারন-


1।শিক্ষণীয় বিষয় কে কার্যকারী করে তুলতে

2। শিক্ষনীয় বিষয়কে আকর্ষণীয় করে তুলতে 

3। শিক্ষনের বিষয়ে ধারণাকে স্পষ্ট করে তুলতে

4। উপরে সবগুলি

80.জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারা শিখনের কোন সামার্থ্য কে পূরন করে?

ক) জ্ঞান

খ) দক্ষতা

গ) প্রয়োগ

ঘ) বোধ

81.গানিতিক সূত্র মনে করতে পারা শিখনের কোন সামার্থ্য কে পূরন করে?

ক) জ্ঞান

খ) দক্ষতা

গ) প্রয়োগ

ঘ) বোধ

82. নিচের কোনটি বোধমূলক সামার্থ্য?

ক নতুন সমস্যা সমাধান করা।

খ) আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র মনে করতে পারা

গ) আয়তক্ষেত্রে ও বর্গক্ষেত্রে তুলনা করতে পারা

ঘ) আয়তক্ষেত্র অঙ্কন করতে পারা

83.Which one of the following is an example of a fine motor skill ?||নিচের কোনটি অনুসঞ্চালন মূলক দক্ষতার উদাহরন।

CTET-2012

(1) Hopping|| একপায়ে নৃত্যকরা

(2) Running||দৌড়ানো 

(3) Writing||লেখা

(4) Climbing|| আরোহন করা

ব্যাখ্যা||Fine motor skill হল হাত ও পায়ের সাহার্য্যে ছোট ছোট কাজ করা।যেমন কাঁচির সাহার্য্যে কিছু কাটা।

84.Process of education বইটি কার লেখা?

ক) ব্লুম

খ) জন ডিউই

গ) জেরম ব্রুনার

ঘ) রুশো

85. নিচের কোনটি সর্বাপেক্ষা  শক্তিশালী শিক্ষা উপকরন?

ক)পঠন যোগ্য  

খ) দৃষ্টি নির্ভর 

গ) শ্রুতি নির্ভর 

ঘ) দৃষ্টি ও স্মৃতি নির্ভর

86.শিক্ষা প্রদীপন এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়? 

১।  ব্ল্যাকবোর্ডে সংবাদপত্র ও ম্যাগাজিন গুরুত্বপূর্ন অংশ কাটিং করে চিপকে দেওয়া যেতে পারে।  

2। শিক্ষা অধিক কার্যকরী হতে পারে দৃশ্য শ্রুতি নির্ভর প্রদীপন ব্যবহারের মাধ্যমে 

3। একঘেয়ে বিষয়বস্তুকে দৃশ্য শ্রুতি নির্ভর প্রদীপন ব্যবহারের মাধ্যমে আনন্দদায়ক করা যেতে পারে।

4।শ্রেনীকক্ষে  পাঠ্যপুস্তক অন্যতম প্রধান

ব্যবহৃত একটি শিক্ষা উপকরণ।

87.ক্রিয়াভিত্তিক শিক্ষন (Play way method) পদ্ধতির জনক কে?

ক) ফ্রয়বেল

খ) রুশো

গ) ওয়াটসন

ঘ) হার্বাট স্পেনসর

88. আবিষ্কার পদ্ধতির প্রবক্তা কে?

ক) জন লক

খ) কিল প্যাট্রিক

গ)এইচ ই আর্মস্ট্রং

ঘ) জন ডিউই

89.একটি ভাল অভীক্ষার নিচের কোন বৈশিষ্ট্যটি থাকে?

Odisha TET-2017

a) নির্ভরযোগ্যতা||Reliability

b) উপযোগিতা||Usability

c)বৈধতা||Validity

d) উপরের সবগুলিই

Reliability হল অভীক্ষার (test) সেই গুন যা ঠিক করে ওই টেস্টটি আজকে নেওয়ার পর কোনো ছাত্র যে নাম্বার পেয়েছে আগামীকাল ওই একই টেস্ট নিলে সেই নাম্বার পাবে।|||অপরদিকে Usability হল টেস্ট দিতে দিতে সে নতুন কিছু শিখবে।|||Validity হল সেটাই যেটা পরিমাপ করতে চাইছে সেটাই পরিমাপ হচ্ছে কিনা অর্থাৎ ভূগোল পরিক্ষায় ভূগোলের প্রশ্নই আসবে নাকি ইতিহাসের।।

90.কোনো অভীক্ষায় যখন কোনো বিষয়ের সকল  অধ্যায়ের উপর গুরুত্ব দেওয়া হয় তখন তাকে বলা হয়--

a) নির্ভরযোগ্যতা||Reliability

b) উপযোগিতা||Usability

c)বৈধতা||Validity

d) বোধগম্যতা ||Comprehensiveness

91.নিচের কোন পদ্ধতিটি দলগত পদ্ধতি নয়?

ক) প্রকল্প পদ্ধতি

খ) সমস্যা সমাধান পদ্ধতি 

গ)ডালটন পদ্ধতি

ঘ) উপরে সবগুলোই

92. কোন পদ্ধতিটি শিক্ষার্থী কেন্দ্রিক?

ক)বক্তৃতা পদ্ধতি

খ)প্রদর্শন পদ্ধতি

গ) আবিষ্কার পদ্ধতি

ঘ) উপরে সবগুলোই 

93. বর্তমান যুগে গুরুত্বপূর্ণ প্রদীপন  হলো-

ক) ব্ল্যাকবোর্ড 

খ) পাঠ্যপুস্তক 

গ) কম্পিউটার

ঘ) টেলিভিশন

94. গণিত শেখার সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি?

ক) প্রকল্প পদ্ধতি

খ)আবিষ্কার পদ্ধতি 

গ)সমস্যা সমাধান পদ্ধতি 

ঘ)আরোহী ও অবরোহী পদ্ধতি 

95.গাণিতিক খেলা এবং ধাঁধা সাহায্য করে

CTET-2016

(ক) গণিতের প্রতি ইতিবাচক মানসিকতা  বিকাশে

এবং দৈনন্দিন ধারণার সাথে সম্পর্ক

করতে

(খ) গণিতকে উপভোগ্য ও আনন্দদায়ক করতে

(গ) সমস্যা সমাধানের দক্ষতাকে উৎসাহিত করা

ঘ) উপরের সবগুলিই

96.একটি গণিতের ক্লাসে জোর দেওয়া উচিত -

a. গাণিতিক সমস্যার সমাধানের ওপর

b. গাণিতিক বিষয়বস্তুর ওপর

c. গাণিতিক প্রক্রিয়া ও যুক্তির ওপর

d. মুখস্তের ওপর

97.শিক্ষার লক্ষ্য হল-

(ক)শিক্ষার্থীদের তথ্য দিয়ে সমৃদ্ধ করা  

(খ) শিক্ষনীয় ক্রিয়াকলাপে শিক্ষার্থীদের জড়িত করা

(গ)শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করা  

(d) আকাঙ্ক্ষিত আচরণের  পরিবর্তন সাধন করা 

97.SOLO -এর সম্পূর্ন অর্থ-

(a) System of the observed learning outcome

(b) structure of the observed learinign output

(c) Structure of the observed learning outcome

(d) System of the observed learning output

98.শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে-
(ক) প্রকল্প পদ্ধতি
(খ) আবিষ্কার পদ্ধতি
(গ) বক্তৃতা পদ্ধতি
(d) সমস্যা সমাধান পদ্ধতি
99.সিম্পোজিয়াম এক প্রকার
(ক) আবিষ্কার পদ্ধতি
(খ) আলোচনা পদ্ধতি
(গ) বক্তৃতা পদ্ধতি
(d) প্রদর্শন পদ্ধতি

symposium হল একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি সম্মেলন বা সভা।

100.আর্ম স্ট্রং এর সূচক ছিল

(ক) সমস্যা সমাধানের পদ্ধতি

(খ) প্রকল্প পদ্ধতি

(গ) আলোচনা পদ্ধতি

(d) হিউরিস্টিক পদ্ধতি

হিউরিস্টিক পদ্ধতি বলতে আবিস্কার পদ্ধতিতে কে বোঝানো হয়েছে।

101.অনুশীলন করা হয়

(ক) আরোহী পদ্ধতি

(খ) অবরোহী  পদ্ধতি

(গ) ড্রিল পদ্ধতি

(d) আলোচনা পদ্ধতি

102.সক্রেটিক পদ্ধতি নামে পরিচিত

(ক) বক্তৃতা প্রদর্শন পদ্ধতি

(খ) আলোচনা পদ্ধতি

(গ) তদন্ত পদ্ধতি

(d) প্রশ্ন- উত্তর পদ্ধতি

103.কোনটি প্রকল্প পদ্ধতি সম্পর্কে সত্য নয়?

(ক) এটি একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ

(খ) এটি সামাজিক পরিবেশে সম্পাদিত হয়

(গ) এটি বাস্তব জীবনে সম্পন্ন হয়

(d) এটি শিক্ষক কেন্দ্রিক কার্যকলাপ

104.ম্যাক্রো-পাঠ পরিকল্পনায় পাঠের সময়কাল

(a) 5-10 মিনিট

(খ) 10-20 মিনিট

(গ) 20-30 মিনিট

(d) 35-45 মিনিট

 105.সহযোগী  শিক্ষায় (Cooperative learning) দলে  শিক্ষার্থীর সংখ্যা

(a) 3-4

(খ) 5-6

(গ) 8-10

(d) 10-15

106.শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সময় কাটাতে কার সাথে পছন্দ করে?

(ক) শিক্ষক

(খ) পিতামাতা

(গ) আত্মীয়

(d) বন্ধু বান্ধব (peer group)
























 












































   











১) অতিবেগুনী রশ্মির অতিরিক্ত  বিকিরণের কারণে 

(ক) লিভারের প্রদাহ হয়

(খ) ত্বকের ক্যান্সার হয়

(গ) ফুসফুসের ক্ষতি হয়

(d) জন্ডিস রোগের প্রার্দুভাব দেখা যায়

২) নিচের কোন গ্রুপের প্রানীগুলির মাধ্যমে খাদ্য শৃংখল গঠন সম্ভব নয়?

 (ক) ঘাস, সিংহ, খরগোশ

(খ) প্ল্যাঙ্কটন, মানুষ, মাছ, ঘাসফড়িং

(গ) নেকড়ে, ঘাস, সাপ, বাঘ

(d) ব্যাঙ, সাপ, ঈগল, ঘাস, ঘাসফড়িং

৩)যে কোনও খাদ্য শৃঙ্খলে প্রথম উপাদান সাধারণত সবুজ উদ্ভিদের মধ্য দিয়ে হয়।এর  কারণ -

(ক) সবুজ উদ্ভিদ ব্যাপকভাবে  ছড়িয়ে আছে।

(খ) সবুজ উদ্ভিদ মাটির এক জায়গায় স্থির  থাকে

(গ) সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদের  খাদ্য সংশ্লেষের ক্ষমতা থাকার কারনে

(d) মাংসাশীর চেয়ে আরও বেশি সংখ্যক উদ্ভিদ থাকার কারনে--

৪) নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের যৌক্তিক ক্রম?

(ক) উৎপাদক  → খাদক → বিয়োজক

(খ) উৎপাদক  → বিয়োজক → খাদক

(গ) খাদক  → উৎপাদক → বিয়োজক

(ঘ) বিয়োজক → উৎপাদক  → খাদক

৫) অ্যাসিড বৃষ্টি নিচে কোন মৌলের অক্সাইড দ্বারা সৃষ্ট হয়?

(ক) কার্বন

(খ)  নাইট্রোজেন

(গ) সালফার 

(d) সালফার এবং নাইট্রোজেন

৬) নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অ্যাবায়োটিক উপাদান?

(ক) হিউমাস

(খ) ব্যাকটিরিয়া

(গ) উদ্ভিদ

(ঘ) ছত্রাক

৭ ) নিন্মে প্রদত্ত খাদ্য শৃঙ্খলে যদি চতুর্থ  স্তরে শক্তির পরিমাণ 4 কিলোজুল হয় তবে উৎপাদক স্তরে শক্তির  পরিমান কত হবে ?|| ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ

(ক) 4 KJ

(খ) 40 KJ

(গ) 400 KJ

(d) 4000 KJ

ব্যাখ্যা:প্রতিটি খাদ্যস্তরে প্রাপ্ত শক্তির প্রায় ৯০ শতাংশ অপচয় হয়। বাকি ১০ শতাংশ পরবর্তী খাদ্যস্তরে প্রবেশ করে থাকে।

8.দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র যে অঞ্চল বরাবর মিশে যায় তাকে__________  বলে

ক ) ইকোটন

খ) নেকটন

গ) বেনথস

ঘ)প্ল্যাকটন

9.খাদ্য পিরামিডে সবচেয়ে নিচে থাকে--

ক) খাদক

খ) উৎপাদক

গ) বিয়োজক

ঘ) সর্বোচ্চ খাদক

10.নিচের কোনটি বৃহত্তম কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরন? 

(ক) চিড়িয়াখানা

(খ) বাগান

(গ) অ্যাকোয়ারিয়াম

(২) অ্যাগ্রোইকোসিস্টেম

১১) বাস্তুতন্ত্রে প্রাকৃতিক মেথর হিসাবে নিচে কাদেরকে গন্য করা হয়?

(ক) ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন

(খ) পোকামাকড়, শকুন

(গ) ব্যাকটিরিয়া, ছত্রাক

(২) নেকটন , বেনথস 




 




















 {question:`ভাষার মূল উপাদান কি`,options:[`ধ্বনি `,`শব্দ`,`বর্ন`,`বাক্য`],answer:0,description:`ধ্বনি`},{question:`পুণ্যে মতি হোক----এখানে পুণ্যে শব্দটি কোন পদ?`,options:[`বিশেষ্য  `,`বিশেষণ`,`অব্যয়`,`ক্রিয়াপদ`],answer:0,description:`বিশেষ্য`}



 নির্দেশ : নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির

(91 থেকে 99 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন :

মুকুল আর মানিক এক পাড়ার ছেলে, এক স্কুলে

এক ক্লাসে পড়ত । এখনও পড়ছে ওরা দুটিতে একই

কলেজে । স্কুল থেকেই ওরা ‘মানিকজোড়’ বলে পরিচিত। স্কুলের ছেলেরা মুকুলকে ডাকত ‘দুসরামানিক’ বলে । কলেজে অবশ্য সে নামটা চালু হয় নি, কারণ কলেজের ক্লাশে ওদের জোড় বেঁধে পাশাপাশি বসা আর সম্ভব নয়।ক্লাশ আলাদা  আলাদা বিষয় । মানিকের আর্টস্, মুকুলের সায়েন্স । ক্লাশে পাশাপাশি বসতে না পারলেও, যাওয়া- আসা ওঠা-বসায় ওদের জুটি আজও অক্ষত আছে। মনে প্রাণে ওরা আজও মানিকজোড়।

প্রত্যেক বছরই পূজার ছুটিতে ওরা দুটিতে সারা বছরের জমানো টিফিনের পয়সায় একটা করে শর্ট ট্রিপ দিয়ে আসছে সেই ক্লাশ এইট থেকে । এভাবেই ওরা

ইতিমধ্যে দিল্লি-আগ্রা, অজন্তা-ইলোরা, রামেশ্বর-

কন্যাকুমারী, শিলিগুড়ি-দার্জিলিং ভ্রমণ সমাপ্ত করেছে।

তখন ছিল স্কুলের ছাত্র, এখন ওরা কলেজ

স্টুডেন্ট । এখন স্বাধীনতা বেড়েছে, একটু লায়েক-

লায়েক ভাবও এসেছে। এবার আর মাত্র দেড়শো-দুশো

টাকার শর্ট ট্রিপ নয়, এবার ওদের বাজেট পার হেড

পাঁচশ । প্রোগ্রামও পুরো তিন সপ্তাহের । ওদের

অভিভাবকরাও দেখেছেন, ওরা আর পাঁচটা ছেলের

মতো সিনেমা রেস্টুরেন্ট ক্রিকেট ফুটবল ইত্যাদিতে টাকা

খরচ না করে একমাত্র ভ্রমণ-নেশায় বছরে একবার মাত্র

যে খরচটা করে সেটা সার্থক ব্যয়।  ওরা

ওদের বয়সী অনেকের চেয়ে অনেক বেশি জানে অনেক

বেশি চিনেছে ভারতবর্ষকে। এবার তাই তাঁরাও ওদের

পরিকল্পনা রূপায়ণে সাহায্য করেছেন, করেছেন ওদের

বাজেটের ঘাটতি পূরণ ।এবারের পরিকল্পনা দেরাদুন-মুসৌরী-হৃষিকেশ-লছমঝুলা হয়ে ফেরার পথে হরিদ্বারে এক সপ্তাহ হল্ট । হরিদ্বারকে কেন্দ্র করে চারিদিকে অনেক কিছু দেখবার আছে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী- যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা আছে।

কথা হয়েছে, হাওড়া থেকে ডুন্ এক্সপ্রেসে 

রওনা হয়ে ওরা সরাসরি যাবে দেরাদুন । দেরাদুনকে

কেন্দ্র করে মুসৌরী, সহস্রধারা ইত্যাদি সেরে ওরা

যোগাযোগ করবে টুরিস্ট অফিসের সঙ্গে। তাদের সঙ্গে

পরামর্শ করে ওদের পরবর্তী প্রোগ্রামের রুট-চার্ট করে

নেবে।


1.ক্লাস এইট থেকে কলেজে ভর্তি হওয়ার আগে

পর্যন্ত তারা কয়বার ভ্রমণে গিয়েছে ?

a) পাঁচ

(b) ছয়

(c)আট

(d) চার

2.ভ্রমণের নেশা থাকায় মুকুল ও মানিকের কী লাভ

হয়েছে বলে অভিভাবকেরা মনে করেন ?


(a)তাদের সিনেমা দেখা কমে গিয়েছে ।

(b)তারা সঞ্চয় করা শিখছে।

(c)তারা সমবয়সীদের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে।

(d)তাদের খেলার নেশা কমে গিয়েছে ।

3.কলেজে ওঠার পর মুকুল ও মানিকের তিনসপ্তাহের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী দ্রষ্টব্য স্থানগুলির সঠিক ক্রমটি নীচের চারটির কোনটি ?

(1) হরিদ্বার–ঋষিকেশ– গঙ্গোত্রী– দেরাদুন

(2) দেরাদুন – মুসৌরী – হরিদ্বার– গঙ্গোত্রী

(3)ঋষিকেশ– দেরাদুন –হরিদ্বার–গঙ্গোত্রী

(4)গঙ্গোত্রী–ঋষিকেশ–দেরাদুন–হরিদ্বার

4.‘স্বাধীনতা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে -

a) স্ব + অধীনতা

 b)স্বা + ধীনতা

 C) সু + অধীনতা

 (d)স্বাধ + ঈনতা

5.মানিক জোড়’ শব্দটি কোন পদ ?

a) বিশেষ্য

b) সর্বনাম

c) অব্যয়

d) ক্রিয়া

6.‘ব্যয়’ - এর বিপরীত শব্দ কোনটি ?

(1) বায়ী

(2) আয়

(3) আয়ী

(4) অব্যয়

7.“পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী-যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছে আছে”

বাক্যটিকে নঞর্থক বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপটি কী হবে ?


(1) পয়সায় কুলিয়ে গেলেও গঙ্গোত্রী- যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে নাই।

(2) পয়সায় না কুলোলে গঙ্গোত্রী-যমুনেত্রী যাওয়ার ইচ্ছে নাই।

(3) পয়সায় না কুলালোও গঙ্গোত্রী- যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে আছে।

( 4) পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী- যমুনেত্রীও ছেড়ে আসবার ইচ্ছে নাই ।

98. স্কুলে মুকুলকে সবাই ‘দুসরা মানিক' বলত

কেন ?

(1) মানিক জোড় এর একজনের নাম মানিক

বলে অপরজনকে দুসরা মানিক বলত ।

(2) দুজনের নামই মানিক ছিল বলে ।

(3) মুকুলের মানিক নামটা নিজের নামের চেয়ে বেশি পছন্দ বলে ।

(4) মুকুলের নিজের নামটা পছন্দ ছিল না

বলে।

99.কলেজে গিয়ে কে বিজ্ঞান বিভাগে ভর্তি হল

১) দুজনেই

খ) মানিক

গ) মুকুল

ঘ) দুজনে কেউই নয়

পেডাগোজি ||১) ভাষা শব্দটি কোন ধরনের শব্দ?

ক) তদ্ভব

খ) অর্ধতৎসম

গ)তৎসম

ঘ) উপরের কোনোটাই  নয়


পেডাগোজি||২) ভাষা শব্দটি কোন ধাতু থেকে এসেছে?

ক)ভাষ্ খ) ভুষ গ) ভোষ ঘ)ভু


পেডাগোজি ||৩) Language শব্দটি এসেছে-

ক ) জার্মান

খ) গ্রীক

গ) ল্যাটিন

ঘ) ইংরেজি


পেডাগোজি ||৪) Language শব্দটি এসেছে লিঙ্গুয়া থেকে।লিঙ্গুয়া (Lingua) শব্দের অর্থ হল-


(ক)  ঠোট


খ) জিহ্বা


গ) দাঁত


ঘ) স্বরথলি 

















  


1.I have/ checked this / month calendar / No error||SSC-Sept-2017

ব্যাখ্যা: সাধারনত দুটি noun পাশাপাশি  বসে না।দুটি noun কে বসাতে গেলে 's বা of বসাতে হয়। যেমন -man's hat,boy’s game। কিন্তু কিছু ক্ষেত্রে দুটি noun পরপর বসলেও বাক্যে noun হিসাবে কাজ করে না বা একটি মাত্রই শব্দকে বোঝায়।  kitchen table  এক্ষেত্রে দুটি শব্দই noun. কিন্তু kitchen শব্দটি adjective হিসাবে ব্যবহৃত হয়। tiffin box একটি শব্দকে বোঝায়।সুতারাং এক্ষেত্রে month's calendar   হবে।

2. The beautiful lady was compared_________ the moon by the poet.  WBCS - 2007

a)With

b) To

c)Of

d)Like

ব্যাখ্যা : Compared এর পর to এবং with উভয় prepostion বসে।যখন দুটি বস্তুর মধ্যে ভিন্নতা,খারাপ,  খামতির বা বৈপরীত্য  তুলনা করা হয় তখন with prepostion  বসে।অর্থাৎ নেগেটিভ তুলনা করা হয় তখন With Prepostion বসে। অপর দিকে ভালো অর্থে তুলনা করলে  to prepostion বসে।যেমন-We can't compare dogs with cats.আবার The poet compared her lips to roses.সুতারং এখানে উত্তর হবে-to


3.Insert the proper preposition in the sentence ||It is 9 o 'clock ________my watch.||WBCS-2017||

a) by

b) in

c)at

d)to,over


ব্যাখা : 1) সময়ের আগে at বসে যখন নির্দিষ্ট সময় (specific time) কে বোঝায়।যেমন-I want to meet you at 8 o'clock. Let's meet up at lunch time. 

2) On-Days & dates 3)In-weeks, months, years, seasons  3) for-Period of time 4) since-Point of time 5) 
















 68. Fill in the correct form of the verb

When the phone rang,we. ___________television.

Rajasthan TET-2011

(A) watched

(B) are watching

(C) were watch

(D) were watching.

যদি কোনো বাক্যের প্রথম অংশ Past tense এ শুরু হয়,তাহলে বাক্যটির পরের অংশ ও Past tense শেষ হবে।সুতারাং এক্ষেত্রে Option B হবে না।আবার দুটি ঘটনা অতীত কালে একই সাথে ঘটতে থাকলে একটি Past indefinite এবং অপরটি Past  continuous হয়।

যখন সত্যম এসেছিল,তখন আমি শুয়েছিলাম


69. If Radhika had received an invitation, she would have gone to the party.||

The above sentence tells us that Radhika

Rajasthan TET-2011

(A) did not receive the invitation

B)had received the invitation

(C) is waiting for the invitation

D)did not want to go to the party-

বাংলায় বাক্যটির অর্থ- রাধিকা যদি আমন্ত্রণ পেত তবে সে পার্টিতে যেত।অর্থাৎ এক্ষেত্রে সে নেমত্রন পাই নি।এই ধরনের বাক্যগুলিকে third conditional sentence বলে যেখানে If clause এর সাথে would have /should have থাকে।


70. Fill in the appropriate determiner :||

The ring is made of..... .gold.||Rajasthan TET-2011

A) the

B) a

(C) x(no determiner)

[D) any.

সাধারনত Materials noun  ও abstract noun এর পূর্বে  কোনো determiner এর প্রয়োজন হয় না।

71. Complete  the sentence by putting an appropriate determiner :||

You should always carry ------umbrella with you.||

Rajasthan TET-2011

A) a

[B) an

(C) any

(D) a few.


[B) an

72. Manjit said to Anisha, "Could you please open the window ?"||In the above sentence Manjit is||Rajasthan TET-2011

(A) asking a question

B)giving an instruction

(C)offering advice

(D) making a request.

(D) making a request.|| বিনীতভাবে অনুরোধ করতে Could এর ব্যবহার হয়।বাক্যটির গঠন প্রশ্নের মতো হলেও এক্ষেত্রে কিন্তু বাক্যটিতে অনুরোধ বোঝাচ্ছে।যেমন -Could you please tell me the time? দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন?

73. No other member in the family Is as intelligent as Raju Is.||

The above sentence has the same meaning as

||Rajasthan TET-2011

(A) Raju is intelligenter than any other member in the family

(B) Raju is not intellegent

(C)Raju ls more intelligent than any other member in the family

(D) Other members in the familly are not Intelligent.

এখানে Option C তে যে বাক্য দেওয়া আছে এবং প্রশ্নের যে বাক্য দেওয়া আছে, দুটি ক্ষেত্রে একই অর্থ বোঝায়। এক্ষেত্রে রাজু যে পরিবারের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান সেটা বোঝায়।এক্ষেত্রে Superlative degree কে Comparative degree ও positive degree তে রূপান্তরিত করা হয়েছে।

74. Complete the following sentence with the correct form of the adjective:||

It was_____________Car he had ever driven.||Rajasthan TET-2011

(A) the more comfortable

B) the most comfortable

C)the comfortable

(D) the comfortablest.

সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।এক্ষেত্রে বাক্যটি superlative  degree তে আছে।সুতারাং the most comfortable হবে।


The opposite of the word 'optimistic is||Rajasthan TET-2011

(A) pessimistic

(B) hopeful

(C) ideal

(D) dull.

optimistic-আশাবাদী ||pessimistic-নিরাশাবাদী

82 The word 'innocent' is opposite in meaning to that of||Rajasthan TET-2011

(A) clever

(B) ignorant

(C) active

(D) guilty.

innocent- নির্দোষ ||guilty-দোষী


83. Pick out the word with the correct spelling||

Rajasthan TET-2011

A. varaity

(B).varietey

(C).varieti

d. variety.


Var -ie-ty









নিচের কোনটি  আচরণকে শক্তিশালী করে, স্থায়িত্ব দেয় এবং দিক নির্দেশ  করে

 ক। প্রেষনা 

খ। প্রত্যাশা

 গ। ক্ষমতায়ন

 ঘ। সামাজিকীকরণ

২) বিকাশে নীতির সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

CTET-Sep-2016

ক) বিকাশ সংঘটিত হয় পরিবেশের সাথে বংশগতির প্রতিনিয়ত মিথস্ক্রিয়ার ফলে 

খ)বিকাশ নির্ভর করে শিখন ও পরিনমনের উপর

গ) প্রতিটি শিশু বিকাশের প্রতিটি ধাপ অতিক্রম করে যদিও শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য থাকে 

ঘ)বিকাশ মাত্রাগত প্রক্রিয়া যা পরিমাপ যোগ্য

3)নিচের কোনটি মূলত একটি বংশগতি সম্পর্কিত

ফ্যাক্টর?

[CTET Jan 2012]

(1) চোখের রঙ।

(২) সামাজিক ক্রিয়াকলাপে অংশ গ্রহন করা

(3) সঙ্গীদের প্রতি মনোভাব

4) চিন্তাভাবনা ধরন।

4.শিশু কেন্দ্রিক শিক্ষার চিন্তাধারার সাথে

নিম্নলিখিত কোন মনোবিদের চিন্তাধারার সামঞ্জস্য দেখা যায়? 

[CTET Nov -2012]

(1) এরিক এরিকসন

(3) বি এফ স্কিনার

(২) চার্লস ডারউইন

(4) জন ডিউই

5."সংখ্যাগরিষ্ঠ মানুষ গড় মেধা সম্পন্ন, খুব কম সংখ্যক মানুষ উচ্চ মেধাসম্পন্ন  এবং কয়েকজন  নিন্ম বুদ্ধি সমপন্ন-বুদ্ধির কোন নীতির সাথে সামঞ্জস্য? 

[CTET Jan 2012]

(1) বুদ্ধি এবং জাতিগত পার্থক্য

(২) বুদ্ধির বন্টন

(3) বুদ্ধির বিকাশ

(4) বুদ্ধি এবং লিঙ্গগত পার্থক্য

৬.স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বে g বলতে বোঝায়

[CTET Sept 2014]

(1) genetic intelligence

(2) generative intelligence

(3) general intelligence

(4) global intelligence

৭. কোন শিক্ষা কমিশন প্রার্থমিক স্তরে পরিবেশ শিক্ষার উপর সর্ব প্রথম গুরুত্ব আরোপ করে?

ক) হান্টার কমিশন

খ) সার্জেন্ট কমিশন

গ) মুদালিয়ার কমিশন

ঘ) কোঠারি কমিশন

৮) সমগ্রতাবাদের প্রবক্তাগন কোন দেশের অধিবাসী?

ক) ইংল্যাণ্ড

খ) ফ্রান্স

গ) আমেরিকা

ঘ) জার্মান

৯ ) নিরবিচ্ছিন্ন মূল্যায়ন উদ্দেশ্যে হল-

ক ) শিখনের অগ্রগতি পরিমাপ করা 

খ) শিখনের ফাকগুলি চিহ্নিত করা

গ) সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা কিনা

ঘ) উপরের সবগুলি

১০ ) ওয়াটসন কোন ধরণের ‘অনুবর্তন ’ নিয়ে পরীক্ষা করেছিলেন?

ক) প্রাচীন অনুবর্তন। 

খ) সক্রিয় অনুবর্তন।

গ) সামাজিক অনুবর্তন।

d) উপরের কোনটিই নয়।






























 




 1. A fesh mind go a/ long way in helping / you perform at your peak. / No eror

SSC-2017

এখানে বাক্যটি present indefinite আছে এবং A fesh mind শব্দটি singular বোঝাচ্ছে।তাই বাক্যের প্রথম অংশে go এর বদলে goes হবে।

2.I have lived in Gujarat-------------.

SSC MTS-2017.

(a) since seven year.

(b) seven years ago.

(c) for seven years ago. 

(d) for seven years.

Period of time এর ক্ষেত্রে for বসে -যেমন-for two days, for eight months কিন্ত point of time এর ক্ষেত্রে since বসে|| Ago থাকলে বাক্যটি সাধারনত Past indefinite হয়। যেহেতু বাক্যটি Present perfect এ আছে এবং Period of time বোঝাচ্ছে, তাই for seven years হবে।

 3.Rahul Dravid--------a century in that match.

SSC - MTS-2017

(a) bowled

(c) scored

(b) played

(d) ran

এক্ষেত্রে Scored হবে।

4.Synonym-- ||Amicable||SSC-CHSL-2014,SSC-CGL-2014,KPS-2014

(a) Friendly

(c) Perfect

(b) Happy

(d) Joyous

Amicable- শব্দের অর্থ হল বন্ধুত্বপূর্ণ/ বন্ধুভাবাপন্ন।এক্ষেত্রে Option a হবে।

Synonym-Amiable 


5.An old unmarried  woman

(a) Masochist

(c) widow

(b) Septuagenarian

(d) Spinster

Masochist||আত্মনিগ্রহকারী||widow-বিধবা||

Septuagenarian||সত্তরোর্ধ||Spinster-চিরকুমারী

সুতারাং এক্ষেত্রে,Spinster হবে।


6. remedy for all diseases -

SSC-2016

(a) Antiseptic

(c) Narcotics

(b) Antibiotic

(d) Panacea

Antiseptic||পচন নিরোধক||   Narcotics-চেতনানাশক ওষুধ||   Antibiotic-অ্যান্টিবায়োটিক||   Panacea ||সর্বরোগনিবারক ঔষধ

উত্তর ||D

7. Spelling Test||SSC-2016

(a) Anticeptic

(c) Anticeptique

(b) Anteceptic

(d) Antiseptic


Tricks: Anti -sep-tic

8.Spelling test||SSC-2016

(a) Acommodate

(b) Accommodate

(d) Accomodate

(c) Acomodate

Tricks: ১) বানানটিতে দুটি  mm এবং দুটি c c আছে।

||২) AC তে বসে Commo(n) date এ মিটমাট করা।||

Accomodate-শব্দের অর্থ মিটমাট করা||

৯) At the eleventh hour

SSC-MTS-2017

(a) The initial moment

(b) At the last possible moment

(c) At its usual time

(d) At the earliest possible time.


At the eleventh hour -শেষ মূহুর্তে।।উত্তর||B হবে।

১০) The tacher said, "Nobody can solve the problem" ||SSC-CGL-2017

(a) The teacher said that nobody can solve the problem.

(b) The teacher said that nobody shoul d solve the problem.

(c) The teacher said that somebody can solve the problem.

(d) The teacher said that nobody could solve the problem.

11.Choose the part of the sentence that

is incorrect||We've seen Leela in town the other day ||Hariyana TET-2020||

(1) We've seen

(2) Leela

(3) in town

(4) the other day

বাক্যটি past indefinite tense এ হবে।সুতারং সঠিক বাক্যটি হল-We saw Leela in the town the other day.|| yesterday, a week /month/year/ago, last /month/year/weekend/ Monday/night, the day before yesterday, two days (months, years) ago এই শব্দগুলি বাক্যে থাকলে Past indefinite Tense হয়।

12.Choose the correct spelling of the

given word: ||Hariyana TET-2020||

(1) vacumm

(2) vacuum

(3) vacume

(4) vaccum

ভ্যা-কু-য়াম ||va -cu-um||

13.The word which is not a synonym of

'Foe' is

||Hariyana TET-2020||

(1) Enemy

(2) Opponent

(3) Friend

(4) Adversary


|| Foe শব্দের অর্থ হল শত্রু ||Adversary- প্রতিপক্ষ||

14.He came late.

'Late' here is:||Hariyana TET-2020||

(1) An Adjective

(2) An Adverb

(3) A Conjunction

(4) A Noun

এখানে Late শব্দটি Adverb||যে শব্দ adjective, verb অথবা অন্য  adverb কে modify করে তাকে adverb বলে।||এখানে Came verb কে Late modify করছে।তাই এখানে Late শব্দটি  Adverb। 

১৫)One word for 'that is sure to happen

is||Hariyana TET-2020||

(1) Inevitable

(2) Oblivious

(3) Illusion

(4) Relevant

Inevitable-অনিবার্য||Oblivious-অন্যমনস্ক||
Illusion-বিভ্রান্তি||Relevant-প্রাসঙ্গিক||

১৬।।A Kennel is a place where||Hariyana TET-2020||

(1) Horses are kept

(2) Dogs are kept

(3) Pigs are kept

4) Cats are kept

Kennel||কুকুর রাখা হয়

Stable || ঘোড়া রাখা হয়।

 Sty/ pigsty ||শূকর রাখা হয়   

 Cattery   ||বিড়াল রাখা হয়।

১৭।।The comparative form of 'useful' is :||Hariyana TET-2020||

(1) Usefuller

(2) Usefuler

3) The most useful

(4) More useful

||Useful এর comparative form হল More useful||

১৮।।Choose the correct option to fill the
blank||--------- dog is a faithful animal.

:||Hariyana TET-2020||
(1) An
(2) A
(3) The
(4) Some

অন্যান্য পশু থেকে কুকুরকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এক্ষেত্রে The হবে।সমগ্র জাতিকে বোঝালে  The বসে।

১৯ ) The synonym of 'cold' is

(1) hot

(2) rainy

(3) pleasant

4) chill
 
chill-শীতলতার  অপ্রীতিকর অনুভূতি

২০.Choose the grammatically correct
sentence:
(1) Shachi goes abroad last year.

(2) Shachi will go abroad last year.
(3) Shachi will be going abroad next
year.
(4) Shachi will be go abroad next
year.

এখানে last year থাকলে past indefinite tense হয়।সুতারাং option 1 এবং দুই ভুল আছে||will be go এই গঠনটি ও ভুল আছে||এখানে Will be going হবে।Future Indefinite Tense||সাধারনত: Tomorrow; next /month/week, থাকলে Future tense হয়