বুদ্ধি

 ১) IQ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

HPTET-2017

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

২.বুদ্ধি শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক) ফ্রান্সিস গ্যালটন

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

৩. বুদ্ধির অভীক্ষার জনক 

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

৪) মানসিক বয়স কথাটি প্রথম কে ব্যবহার করেন?

 HTET-2019

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

৫) গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে প্রথমে কটি উপাদানের কথা বলেছেন?

ক) ১০০

খ) ৯০

গ) ১২০

ঘ) ১৫০

৬) বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বটি কে দেন?

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) গিলফোর্ড 

ঘ) টারম্যান

৭ )  স্পিয়ারম্যানের মতে বুদ্ধির বিকাশ কোন বয়সে থেমে যায়?

ক) ১০ বছর

খ) ১৪ বছর

গ) ১৮ বছর

ঘ) ২০ বছর

৮) বিমূর্ত চিন্তা করার ক্ষমতায় হল বুদ্ধি--এই কথাটি কে বলেছেন?

ক) টারম্যান

খ) গিলফোর্ড

গ) ক্যাটেল

ঘ) স্পিয়ারম্যান

৯) রামের বয়স ৮ বছর এবং তার মানসিক বয়স ১২ বছর। রামের বুদ্ধ্যাঙ্ক হল-

ক) ১০০

খ)১২০

গ) ৭৫

ঘ) ১৫০

১০) নিচের কোনটি বুদ্ধির বৈশিষ্ট্য -

ক) বুদ্ধি হল একপ্রকার মানসিক প্রক্রিয়া

খ) বুদ্ধি ও যৌনগত পার্থক্য সুস্পষ্টভাবে লক্ষণীয়

গ) বুদ্ধির ক্ষেত্রে  জাতিগত  পার্থক্য দেখা যায়

ঘ) বুদ্ধি সহজাত ও অর্জিত

১১ ) মন্ত্রী, ব্যবসায়ী, সমাজসেবী--এদের নিচে যে ধরনের বুদ্ধি দেখা যায়---

ক) মূর্ত বুদ্ধি

খ) বিমূর্ত বুদ্ধি

গ) সামাজিক বুদ্ধি

ঘ) যান্ত্রিক বুদ্ধি

১২) থর্নডাইকের মতে বুদ্ধির শ্রেনী কটি?

ক) দুটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

তিনটি--মূর্ত,বিমূর্ত ও সামাজিক বুদ্ধি

১৩) বিমূর্ত বুদ্ধি সহায়তা করে -

ক) ইঞ্জিনিয়ার হতে গেলে

খ) সমস্যা সমাধান করতে

গ) রাজনীতি নেতা হতে গেলে

ঘ) ব্যবস্যাদার হতে গেলে

১৪) বুদ্ধির বহু উপাদান তত্ত্ব (  Multiple Factor theory)  কে দিয়েছেন?

ক) থার্স্টোন

খ) থর্নডাইক

গ) কোহলার

ঘ) গিলফোর্ড

১৫) থর্নডাইকের মতে শব্দের অক্ষর এবং গাণিতিক চিহ্ন বুঝতে পারা-কি ধরনের বুদ্ধি?

(a) মূর্ত

(খ) বিমূর্ত

(গ) সামাজিক

(d) রাজনৈতিক

১৬)  1995 সালে 'প্রাক্ষোভিক বুদ্ধি  শব্দটি কে জনপ্রিয় করেছিলেন?

Tripura Tet-2018 

ক) মাইকেল বেলডোচ

খ) পিটার সালোভে

গ) ড্যানিয়েল গোলম্যান

ঘ) উপরের কোনোটাই নয়

১৭) পিছিয়ে পড়া শিশুর বুদ্ধাংক কোন সীমার মধ্যে পড়ে?

ক) ৭০ এর নীচে

খ) ৬০ থেকে ৭০ এর মধ্যে

গ) ৮০ থেকে ৯০ এর মধ্যে

ঘ) ১০০ এর মধ্যে

১৮) পঠন যোগ্য শিশুর  IQ কত?

ক) ১৪০ এর উপরে

খ) ১২০ এর উপরে

গ) ৭০ -১১০ এর উপরে

ঘ) ৭০ এর নীচে

১৯) বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কে দেন?

ক) স্টার্নবার্গ

খ) স্পিয়ারম্যান

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

২০) নিচের কোনটি g এর বৈশিষ্ট্য নয়?

ক) এটি অর্জিত।

খ) এটি সর্বজনীন

গ) ব্যক্তিবিশেষে এটি ধ্রুবক

ঘ) ব্যক্তির সকল কাজেই এটি প্রয়োজন।

এটি অর্জিত নয়, বংশগত

২১) বুদ্ধি সংক্রান্ত ট্রেডার সমীকরনটি কোন মনোবিদ দেন?

ক) স্টার্নবার্গ

খ) স্পিয়ারম্যান

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

২২) তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধির ধারনা কে দেন?

ক) স্টার্নবার্গ

খ) ক্যাটেল

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

২৩) বয়স বাড়ার সাথে তরল বুদ্ধি ----  যেখানে কেলাসিত বুদ্ধি------- পায়।

ক) হ্রাস পায় , বৃদ্ধি পায়

খ) বৃদ্ধি পায় ,হ্রাস পায়

গ) একই থাকে,বৃদ্ধি পায়

ঘ) একই থাকে,হ্রাস পায়

তরল বুদ্ধি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত যেখানে কেলাসিত বুদ্ধি অভিজ্ঞতা ফল।

২৪) প্রতিভাবান শিশুর IQ কত?

ক) 120 এর উপরে

খ) 140 এর উপরে

গ) 100 এর উপরে

ঘ) 180 এর উপরে

২৫) সৃজনশীল  শিশুর IQ কত?

ক) 120 এর উপরে

খ) 140 এর উপরে

গ) 100 এর উপরে

ঘ) 180 এর উপরে

২৬) সৃজনশীল শিশুর ক্ষেত্রে কোন ধরনের চিন্তন বেশি দেখা যায়?

ক) অভিসারী চিন্তন

খ) অপসারী চিন্তন

গ) স্বাভাবিক চিন্তন

ঘ) ভাবনাত্মক চিন্তন

২৭) মানসিক প্রতিবন্ধী(MR)  শিশুর বুদ্ধাঙ্ক কত?

ক) ৮০ এর নীচে 

খ) ৭০ এর নীচে

গ)  ৬০ এর উপরে

ঘ) ৩০ এর নীচে

২৮) গার্ডনার বহুমুখী বুদ্ধিতত্ত্বে কোন প্রকার বুদ্ধির কথা উল্লেখ করেন নি?

ক) স্থানিক বুদ্ধি

খ) ছন্দাশ্রেয়ী বুদ্ধি

গ) প্রাক্ষোভিক বুদ্ধি

ঘ) যৌক্তিক গানিতিক বুদ্ধি

২৯) থার্স্টোনেএ প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্ব্বে দ্রুত শব্দ ব্যবহার ক্ষমতা প্রকাশ করা হয়---

ক) S

খ) P

গ) W

ঘ) V

৩০) বিনে সাইমন অভীক্ষা পরিমাপ করে--

ক) সাধারন বুদ্ধি

খ) বিশেষ বুদ্ধি

গ) প্রবনতা

ঘ) প্রক্ষোভ

৩১) স্পিয়ারম্যানের দ্বি উৎপাদান তত্ত্বে দুটি উপাদান হল-

ক) অপসারী ক্ষমতা ও অভিসারী ক্ষমতা

খ) বিশেষ শক্তি ও সাধারন শক্তি

গ) স্থানিক ক্ষমতা ও প্রত্যক্ষন ক্ষমতা

ঘ) আরোহী ক্ষমতা ও অবরোহী ক্ষমতা

৩২) স্পিয়ারম্যান কোথাকার মনোবিদ ছিলেন?

ক) জার্মান

খ) ব্রিটেন

গ) রাশিয়া

ঘ) আমেরিকা

৩৩) অন্য ব্যক্তির ইচ্ছা, আগ্রহ,কৌতূহল,প্রেষনা ইত্যাদি বোঝে যে আচরন করতে পারে এবং সু সসম্পর্ক বোঝায় রাখতে পারে তার বুদ্ধিকে বলা হয়--


ক) আন্তব্যাক্তি বুদ্ধি

খ) অন্তব্যক্তি বুদ্ধি

গ) প্রাকৃতিক বুদ্ধি

ঘ)স্থানিক বুদ্ধি

৩২) বুদ্ধির তথ্য প্রক্রিয়াকরন তত্ত্বটি কে দিয়েছেন?

ক) স্টার্নবার্গ

খ) ক্যাটেল

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

৩৩) স্টার্নফোড বিনে অভীক্ষা নিচের কোনটি পরিমাপ করতে ব্যবহৃত হয়?

ক) পরিনমন

খ) বুদ্ধি

গ) প্রেষনা

ঘ) স্মৃতি

৩৪) আর্মি আলফা অভীক্ষা হল-

ক) দলগত বাচনিক অভীক্ষা

খ) দলগত অবাচনিক অভীক্ষা

গ)ব্যক্তিগত বাচনিক অভীক্ষা

ঘ) ব্যক্তিগত  অবাচনিক অভীক্ষা

৩৫) নিচে জড়বুদ্ধি সম্পন্ন বালকের IQ-

ক) ০-২৫

খ) ২৫-৫০

গ) ৫০-৭০

ঘ)৭০-১০০

৩৬) আর্মি আলফা এবং আর্মি বিটা অভীক্ষা হল-

ক) দলগত বাচনিক অভীক্ষা

খ) দলগত অবাচনিক অভীক্ষা

গ)ব্যক্তিগত বাচনিক অভীক্ষা

ঘ) ব্যক্তিগত  অবাচনিক অভীক্ষা

৩৭) একজন সফল ইন্টেরিয়র ডিজাইনারের কোন ধরনের বুদ্ধি থাকা প্রয়োজন?

ক) মূর্ত

খ) বিমূর্ত

গ) সামাজিক

ঘ) প্রাক্ষোভিক

  ৩৮) বুদ্ধির বৈজ্ঞানিক পরিমাপ সর্বপ্রথম কে করেছিলেন?

ক) বিনে

খ) স্টার্ন

গ) টারম্যান

ঘ) উপরের কোনোটিই নয়

৪০) নিচের কোনটি গার্ডনারের দেওয়া বুদ্ধি নয়?

ক) ভাষাগত বুদ্ধি

খ) দেহ সঞ্চালনগত বুদ্ধি

গ) স্থানিক বুদ্ধি

ঘ) সাংস্কৃতিক বুদ্ধি

৪১) বিনে সাইমন অভীক্ষা নির্মান করা হয়েছিল কোন বয়সের জন্য?

ক) ৩-৫ বছর

খ) ১০-২০ বছর

গ) ৩-১৫ বছর

ঘ) ১০-১৫ বছর

৪২) বুদ্ধির সর্বাধিক বিকাশ হয় কোন স্তরে?

ক) কৈশোরকাল

খ) বাল্যকাল

গ) শৈশবকাল

ঘ) প্রৌঢ়ত্বে










প্যাভলভ ||প্রাচীন অনুবর্তন তত্ত্ব||

 ১) কোন মনোবিদ "পশু মনোবিজ্ঞানী" হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন?

ক) প্যাভলভ

খ) স্কিনার

গ) কোহলবার্গ

ঘ) কোহলার 

২) প্যাভলভ নিচে কোন পশুর উপর পরীক্ষা করেন?

ক) শিম্পাজি

খ) বিড়াল

গ) ইন্দুর

ঘ) কুকুর

৩) কোনো ব্যক্তি তার চাবি রাখতেন টেলিফোনের পাশে। এখন চাবি রাখার জায়গা বদল করেছেন।তবুও মাঝে মাঝে টেলিফোনের পাশে চাবি আনতে চলে যান--এটি কিসের উদাহরন

ক) অনুবর্তন তত্ত্ব

খ) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

গ) গেস্টাল্ট তত্ত্ব

ঘ) মানবতার তত্ত্ব

৪) প্যাভলভ কোন দেশের মনোবিদ ছিলেন?

ক) রাশিয়া

খ) আমেরিকা

গ) জার্মান

ঘ) ব্রিটেন

৫) প্যাভলভের পরীক্ষায় নিরেপেক্ষ উদ্দীপক কোনটি?

ক) ঘন্টা

খ) খাদ্য

গ) লালাক্ষরণ

ঘ) কুকুর

৬) প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক ?

ক) উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধন ফলভোগের উপর নির্ভরশীল

খ) এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়

গ) এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়

ঘ) এক্ষেত্রে প্রতিক্রিয়া রিইনফোর্সমেন্টের উপর নির্ভরশীল

৭) প্রাচীন অনুবর্তন তত্ত্বকে কাজে লাগিয়ে 

ক) প্রানীর প্রশিক্ষন দেওয়া যায়

খ) উত্তম অভ্যাস গঠন করা যায়

গ) শিশুদের অক্ষর শেখানো যায়

ঘ) উপরের সবগুলিই

৮) অনুবর্তন লোপ পাওয়াকে বলা হয়

ক) অপানুবর্তন

খ) রিইনফোর্সমেন্ট

গ) পরিনমন

ঘ) শিখন

১০.প্যাভলভ কোন দেশের মনোবিদ ছিলেন?

ক) রাশিয়া

খ) আমেরিকা

গ) জার্মান

ঘ) ব্রিটেন

১১.স্কিনার শিখনের কোন তত্ত্বের প্রবক্তা?

ক) প্রাচীন অনুবর্তন

খ) সক্রিয় অনুবর্তন

গ) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

ঘ) অর্থবহ শিখনব তত্ত্ব

১২) স্কিনার শিখনের কোন তত্ত্বের প্রবক্তা?

ক) প্রাচীন অনুবর্তন

খ) সক্রিয় অনুবর্তন

গ) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

ঘ) অর্থবহ শিখন তত্ত্ব

১৩) R type শিখন তত্ত্ব নিচের কোন শিখন তত্ত্বকে বলা হয়?

ক) প্রাচীন অনুবর্তন

খ) সক্রিয় অনুবর্তন

গ) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

ঘ) অর্থবহ শিখন তত্ত্ব

১৪) অপারেন্ট অনুবর্তন  তত্ত্ব নিচের কোন শিখন তত্ত্বকে বলা হয়?

ক) প্রাচীন অনুবর্তন

খ) সক্রিয় অনুবর্তন

গ) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

ঘ) অর্থবহ শিখন তত্ত্ব

১৫)প্যাভলভ নিচে কোন প্রানীর উপর পরীক্ষা করেন?

ক) শিম্পাজি ও পায়রা

খ) বিড়াল ও শিম্পাজি 

গ) ইন্দুর ও বিড়াল

ঘ) ইদুর ও পায়রা

১৬) Type II শিখন বা R type শিখন তত্ত্ব বা অপারেন্ট অনুবর্তন শিখন তত্ত্বের সাথে সম্পর্কিত--

ক) রিইনফোর্সমেন্ট

খ) প্রতিবর্ত ক্রিয়া

গ) প্রচেষ্টা ও ভুলের নীতি

ঘ) প্রেষনা

১৭)টিচিং মেশিনের জনক হিসেবে কে পরিচিত ?

ক) প্যাভলভ

খ) স্কিনার

গ) কোহলবার্গ

ঘ) কোহলার 

১৮) শাস্তি অথবা পুরস্কার দ্বারা নতুন আচরন বা অনুবর্তন ঘটানো হয় কোন তত্ত্বের দ্বারা?

ক) প্রাচীন অনুবর্তন

খ) সক্রিয় অনুবর্তন

গ) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

ঘ) অর্থবহ শিখন তত্ত্ব

১৯) skiner box ব্যবহার করা হয় কোন তত্ত্বের পরীক্ষার জন্য?

ক) প্রাচীন অনুবর্তন

খ) সক্রিয় অনুবর্তন

গ) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

ঘ) অর্থবহ শিখন তত্ত্ব

২০) শেপিং (Shaping)  এর ধারনা কে দেন?

ক) প্যাভলভ

খ) স্কিনার

গ) কোহলবার্গ

ঘ) কোহলার 

২১) যে কৌশলের  উপর ভিত্তি করে  পাঠকে ছোট ছোট ভাগে ভাগ করে পড়ানো হয় সেটি হল-

ক) রিইনফোর্সমেন্ট

খ) শেপিং

গ) mnemonic

ঘ) SQ4R

২২) টেকনোলজি অফ টিচিং বই টি কার লেখা?

ক) প্যাভলভ

খ) স্কিনার

গ) কোহলবার্গ

ঘ) কোহলার 

২৩) রিইনফোর্সমেন্ট তত্ত্বের জনক কে?

ক) প্যাভলভ

খ) স্কিনার

গ) কোহলবার্গ

ঘ) কোহলার 

২৪) Which schedule of reinforcement is

most effective ?

প্রবলকের কোন সময়সূচী সবচেয়ে কার্যকর ?

HTET-2020


( a) Variable ratio ||পরিবর্তনশীল অনুপাত

(b) Continuous reinforcement||নিরবিচ্ছিন্ন প্রবলক

(c) Fixed-interval||ফিক্সড ইন্টারভাল

(d) Fixed-ratio||স্থির অনুপাত

Ans:( a) Variable ratio ||পরিবর্তনশীল অনুপাত

সক্রিয় অনুবর্তনে শাস্তি ও প্রবলক (reinforcement)  এর মাধ্যমে আকাঙ্ক্ষিত আচরনের হ্রাস বা বৃদ্ধি ঘটানো যায়। 

রিইনফোর্সমেন্ট বা প্রবলক হল এমন এক শক্তিশালী উদ্দীপক যার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে আকাঙ্ক্ষিত আচরনের পুনারাবৃত্তি ঘটানো যায়।


ধনাত্মক প্রবলক বা রিইনফোর্সমেন্ট : 

সুখকর কোনো শক্তিশালী উদ্দীপকের প্রভাবে যখন কোনো আচরন ঘটানো যায় বা পুনারাবৃত্তি ঘটানো যায় তখন সেই উদ্দীপককে ধনাত্মক উদ্দীপক বলে।                                উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি তার ছেলেকে বলল তুমি যদি ঘর পরিস্কার করে দাও তাহলে তোমায় নতুন খেলনা দেবো।এক্ষেত্রে খেলনা  হল ধনাত্মক প্রবলক



ঋনাত্মক প্রবলক বা রিইনফোর্সমেন্ট :
কোনো অসুখকর শক্তিশালী উদ্দীপকের প্রভাবে যখন কোনো আচরন ঘটানো যায় তখন তাকে ঋনাত্মক আচরন বলে।                                            উদাহরণস্বরূপ, অফিস বসের চিৎকার চেঁচামিচির ভয়ে তার অধ:স্তন কর্মী কাজটি দ্রুততার সাথে করল।                                                                      গাড়িরতে সিটবেল্ট না পড়লে গাড়ির মধ্য বিপ বিপ বিপ করে আওয়াজ হয়।সুতারাং একঘেয়েমি শব্দ এড়াতে সিট বেল্ট পড়া।


শাস্তি:

শাস্তি হল এমন এক উদ্দীপক যা অনাকাঙ্ক্ষিত আচরনটির হ্রাস করে বা বিলুপ্ত ঘটায় বা ঘটাতে সহায়তা করে।                                                           উদাহরণস্বরূপ, ছোট ভাইকে বড় ভাই মারছে,তখন তার বাবা তাকে বেত নিয়ে পিটালো। আবার এমন ও হতে পারত তার বাবা তাকে মারার জন্য বলল তুই ৫০ বার লেখ আমি ছোট ভাই কে মারব না।                                         উপরে দুইপ্রকার শাস্তির মধ্যে,প্রথম প্রকার শাস্তিকে বলা হয় ঋণাত্মক শাস্তি ও দ্বিতীয় প্রকার শাস্তিকে   বলা হয় ধনাত্মক শাস্তি।                                    

সহজভাবে বলা যায় ধনাত্মক প্রবলক হল কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু করা।                  ঋনাত্মক প্রবলক হল কোনো কিছু এড়ানোর জন্য কোনো কিছু করা।                                        


কখন কিভাবে কতবার রিইনফোর্সমেন্ট করা যাবে তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের রিইনফোর্সমেন্ট সিডিউল তৈরি করা হয়।

    রিইনফোর্সমেন্ট সিডিউলকে প্রধানত  দুটিভাগে ভাগ করা যায়।                                যথা-(১)নিরবিচ্ছিন্ন সিডিউল  এবং (২) আংশিক বা অন্তবর্তীকালীন সিডিউল।                            

আংশিক সিডিউল কে আবার চারটি ভাগে ভাগ করা যায়-                                                          ১)  স্থির অনুপাত সিডিউল(fixed-ratio Schedule) :                                                     ২) স্থির-বিরতি সময়সূচী-(fixed-interval Schedule.)                                                      ৩) পরিবর্তনশীল-অনুপাত সিডিউল:     (variable-ratio Schedule.)                         ৪) পরিবর্তনশীল-বিরতি সময়সূচী:(variable-interval Schedule.) 

৪)পরিবর্তনশীল-অনুপাত সিডিউল:     (variable-ratio Schedule.)   

✍️পুরষ্কার এক্ষেত্রে অপ্রত্যাশিত সংখ্যার প্রতিক্রিয়ার পরে সরবরাহ করা হয়।                        ✍️এক্ষেত্রে পুরস্কার কখন আসবে সেটা না জানার ফলে বার বার এক্ষেত্রে প্রতিক্রিয়া করতে থাকে।                                                                    ✍️উদাহরণস্বরূপ, গড়ে ৫ বার সঠিক প্রতিক্রিয়া করার পর পুরস্কার দেওয়া হলে সেটা প্রথম ক্ষেত্রে হতে পারে আবার পঞ্চম বারের ক্ষেত্রে হতে পারে।

উদাহরন : সেলসম্যান দরজায় দরজায় ঘুরে ঘুরে জিনিস বিক্রি করার সময় জানে না কোন বাড়িতে তার বিক্রি হবে।                                                      

                     













শাস্তি:

শাস্তি হল এমন এক উদ্দীপক যা অনাকাঙ্ক্ষিত আচরনটির হ্রাস করে বা বিলুপ্ত ঘটায় বা ঘটাতে সহায়তা করে।                                                           উদাহরণস্বরূপ, ছোট ভাইকে বড় ভাই মারছে,তখন তার বাবা তাকে বেত নিয়ে পিটালো। আবার এমন ও হতে পারত তার বাবা তাকে মারার জন্য বলল তুই ৫০ বার লেখ আমি ছোট ভাই কে মারব না।                                         উপরে দুইপ্রকার শাস্তির মধ্যে,প্রথম প্রকার শাস্তিকে বলা হয় ঋণাত্মক শাস্তি ও দ্বিতীয় প্রকার শাস্তিকে   বলা হয় ধনাত্মক শাস্তি।                                    

        














ব্যক্তিত্ব

 ১) Personality শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক) ল্যাতিন

খ) গ্রীক

গ) জার্মানী

ঘ) জাপানী

২) Personality শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

ক) Persona

খ) Person

গ) perso

ঘ) Pers

৩) ব্যক্তিত্বের বিকাশ কোথা থেকে শুরু হয়?

ক) সমাজ

খ) পরিবার

গ) বিদ্যালয়

ঘ) ক্লাব

৪) ব্যক্তিত্ব হল ব্যক্তির গুনের সমষ্টি--কথাটি কে বলেছেন?

ক) ওয়াটসন

খ) ফ্রয়েড

গ) এরিক এরিকসন

ঘ) গিলফোর্ড

৫) Persona কথাটির অর্থ হল-

ক) অভিনেতার পরা মুখোশ বা ছদ্মবেশ ধারন

খ) শিশুর পরা মুখোশ বা ছদ্মবেশ ধারন

গ) ব্যক্তির পরা মুখোশ বা ছদ্মবেশ ধারন

ঘ) খেলোয়াড়ের পরা মুখোশ বা ছদ্মবেশ ধারন

৬) মনোবিশ্লেষন তত্ত্বটি কার?

ক) ফ্রয়েড

খ) ফ্রয়বেল

গ) ওয়াটসন

ঘ) ম্যাকডুগাল

৭) মনোবিশ্লেষন তত্ত্ব অনুযায়ী ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে কোন সময় গুরুত্বপূর্ন?

ক) প্রথম ২ বছর

খ) প্রথম ৫ বছর

গ) প্রথম ১০ বছর

ঘ) প্রথম ১৫ বছর

ফ্রয়েডের মতে শিশুর প্রথম পাঁচ বছরে শিশুর ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

৮) ব্যক্তিত্ব কে শারিরীক গঠন অনুযায়ী কে শ্রেনীবিভাগ করেছেন?

ক) ক্রেসমার

খ) আলপোর্ট

গ) ক্যাটেল

ঘ) গিলফোর্ড

শেলডন ও ক্রেসমার এই দুই মনোবিজ্ঞানী শারিরীক গঠন অনুযায়ী ব্যক্তিত্ব কে শ্রেনীবিভাগ করে।ক্রেসমারের দৈহিক গঠনানুসারে ব্যক্তিত্ব কে চারভাগে ভাগ করা যায়-(A) এসথেনিক-এই ধরনের ব্যক্তিরা চেহারায় পাতলা হয়,সম্পর্ক এড়িয়ে চলে এবং নিজেদের রাগের বহিঃ প্রকাশ করতে পারে না। (B) এথেলিটিক-এই ধরনের লোক শারিরীক ভাবে হৃষ্টপুষ্ট হয়।সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয়।পরিবর্তিত পরিস্থিতিকে মানিয়ে চলতে পারে। (C) পিকনিক-এই ধরনের ব্যক্তিরা নাদুষ-নুদুষ ধরনের হয়, এদের ঘাড় ছোট হয়এবং এরা খাদ্যরসিক হয় এবং এরা সুখী মানুষ।(D) ডাপ্লাস্টিক-এইধরনের ব্যক্তিত্বের অধিকারী রা উপরের তিনধরনে গুনের সংমিশ্রন দেখা যায়।

৯) ব্যক্তিত্ব হল কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়া- কথাটিভকে বলেছেন?

ক) ম্যাকডুগাল 

খ) আলপোর্ট

গ) ক্যাটেল

ঘ) গিলফোর্ড

১০. Persona কথাটির অর্থ হল 

ক) ব্যক্তি

খ) মুখোশ

গ) অভিনয়

ঘ) শিশু

১১.ব্যক্তিত্বের অন্তমুখী  ও বহির্মুখী শ্রেনিবিভাগ কে করেন?

ক) ইয়ুং 

খ) আলপোর্ট

গ) ক্যাটেল

ঘ) গিলফোর্ড

১২. ইয়ুং ব্যক্তিত্বকে কয়টি ভাগে ভাগ করেন?

ক) তিনটি

খ) চারটি

গ) পাঁচটি

ঘ) ছয়টি

ইয়ুং ব্যক্তিত্বকে তিনটি ভাগে ভাগ করেন-(১) বহির্মুখী ( Extrovert) -এরা বাইরের জগতে বেশি থাকতে পছন্দ করে।এরা সামাজিক, মানুষের সাথে মিশতে ভালোবাসে এবং   ও প্রাণশক্তিতে ভরপুর হয়। (২) অন্তমুখি (Introvert) -এরা কল্পনা প্রবন, নিজেকে গুটিয়ে রাখা, ভাবপ্রবন হয় ও দিবাস্বপ্নে বিভোর হয়।  (৩) উভয়মুখী (Ambivert)  -যাদের বহিমুখী ও অন্তমুখী দুটো গুণী দেখা যায়।

১৩.ভারতীয় আধ্যাত্মিক  দৃষ্টিকোন থেকে ব্যক্তিত্বকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক)  তিনটি

খ) দুটি

গ) চারটি

ঘ) পাঁচটি

সাত্ত্বিক,রাজসিক, তামাসিক-এই তিনপ্রকার ব্যক্তিত্বের কথা বলা হয়েছে।সাত্ত্বিক -সৎ গুনের অধিকারী। এরা অপরের উপকার করতে ভালোবাসে।রাজাসিক এরা কর্মের উপর বিশ্বাসী। কর্মের দ্বারা সবকিছু জয়লাভ করে।তামসিক-অহংকার প্রকৃতির হয় এবং এরা অসৎ গুনের অধিকারী হয়।

১৪.ইদ, ইগো, সুপার ইগোর -ধারনা কে দেন?

ক) ফ্রয়েড

খ) ফ্রয়বেল

গ) ওয়াটসন

ঘ) ম্যাকডুগাল

১৫) কোনটি সবচেয়ে শক্তিশালী?

ক) ইদ

খ) ইগো

গ) সুপার ইগো

ঘ) উপরের কোনো টাই নয়

১৬.TAT ব্যক্তিত্বের অভীক্ষা কে প্রস্তুত করেন?

ক) ফ্রয়েড

খ) ম্যাসলে

গ) মার্গন ও মারে

ঘ) ক্যাটল

TAT অভীক্ষায় মোট ৩১ টি কার্ড ব্যবহার করা হয়।এর এর মধ্যে ১০ টি পুরুষের চিত্রের কার্ড ১০ টি মহিলার কার্ড, ১০ টি পুরুষ ও মহিলা উভয় আর একটি  কার্ড সাদা থাকে।এই কার্ডগুলি দিয়ে গল্প তৈরি করতে বলা  হয়।গল্পের মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে অন্তনিহিত যে আশা,হতাশা,ইচ্ছা, অনিচ্ছা,আকাঙ্ক্ষা অবচেতন মনে থাকে তার বহি:প্রকাশ ঘটে। SAT  (Senior Apperception Technique) এর ক্ষেত্রে-  16 টি উদ্দীপকের চিত্রের কার্ড থাকে . CAT   (Children Apperception Test ) এর ক্ষেত্রে ১০ টি প্রানীদের চিত্রের কার্ড থাকে।


১৭.TAT ব্যক্তিত্বের অভীক্ষাতে কয়টি কার্ড থাকে -

ক) ২০ টি

খ) ৩১ টি

গ) ৪০ টি

ঘ) ৫০ টি

TAT অভীক্ষায় মোট ৩১ টি কার্ড ব্যবহার করা হয়।এর এর মধ্যে ১০ টি পুরুষের চিত্রের কার্ড ১০ টি মহিলার কার্ড, ১০ টি পুরুষ ও মহিলা উভয় আর একটি  কার্ড সাদা থাকে।এই কার্ডগুলি দিয়ে গল্প তৈরি করতে বলা  হয়।গল্পের মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে অন্তনিহিত যে আশা,হতাশা,ইচ্ছা, অনিচ্ছা,আকাঙ্ক্ষা অবচেতন মনে থাকে তার বহি:প্রকাশ ঘটে। SAT  (Senior Apperception Technique) এর ক্ষেত্রে-  16 টি উদ্দীপকের চিত্রের কার্ড থাকে . CAT   (Children Apperception Test ) এর ক্ষেত্রে ১০ টি প্রানীদের চিত্রের কার্ড থাকে।

১৮. TAT এর সম্পূর্ন নাম কি?

ক) Thematic Apperception Test

খ) Thematic Apperception Trait

গ) Thematic Apperception Table

ঘ) উপরের কোনটিই নয়

TAT অভীক্ষায় মোট ৩১ টি কার্ড ব্যবহার করা হয়।এর এর মধ্যে ১০ টি পুরুষের চিত্রের কার্ড ১০ টি মহিলার কার্ড, ১০ টি পুরুষ ও মহিলা উভয় আর একটি  কার্ড সাদা থাকে।এই কার্ডগুলি দিয়ে গল্প তৈরি করতে বলা  হয়।গল্পের মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে অন্তনিহিত যে আশা,হতাশা,ইচ্ছা, অনিচ্ছা,আকাঙ্ক্ষা অবচেতন মনে থাকে তার বহি:প্রকাশ ঘটে। SAT  (Senior Apperception Technique) এর ক্ষেত্রে-  16 টি উদ্দীপকের চিত্রের কার্ড থাকে . CAT   (Children Apperception Test ) এর ক্ষেত্রে ১০ টি প্রানীদের চিত্রের কার্ড থাকে।


১৯.CAT  কোন বয়সের শিশুদের জন্য অভীক্ষা?

ক) ০-৫ বছর

খ) ৩-৬ বছর

গ) ৮-১২ বছর

ঘ) ৩-১১ বছর

TAT অভীক্ষায় মোট ৩১ টি কার্ড ব্যবহার করা হয়।এর এর মধ্যে ১০ টি পুরুষের চিত্রের কার্ড ১০ টি মহিলার কার্ড, ১০ টি পুরুষ ও মহিলা উভয় আর একটি  কার্ড সাদা থাকে।এই কার্ডগুলি দিয়ে গল্প তৈরি করতে বলা  হয়।গল্পের মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে অন্তনিহিত যে আশা,হতাশা,ইচ্ছা, অনিচ্ছা,আকাঙ্ক্ষা অবচেতন মনে থাকে তার বহি:প্রকাশ ঘটে। SAT  (Senior Apperception Technique) এর ক্ষেত্রে-  16 টি উদ্দীপকের চিত্রের কার্ড থাকে . CAT   (Children Apperception Test ) এর ক্ষেত্রে ১০ টি প্রানীদের চিত্রের কার্ড থাকে।


২০.CAT   অভীক্ষা প্রস্তুত করেন কে?

ক) ফ্রয়েড

খ) ম্যাসলে

গ) মার্গন ও মারে

ঘ) বেলাক

লিওপোল্ড বেলাক এবং সোনিয়া সোরেল বেলাক CAT অভীক্ষা প্রস্তুত করেন।

২১.SCT ( Sentence complete test)  এ মোট কতগুলি অসম্পূর্ন বাক্য থাকে?

ক) ৪০ টি

খ) ৩০ টি

গ) ২০ টি

ঘ) ২৫ টি

২২.TAT  কোন বয়সের  জন্য অভীক্ষা?

ক) ০-৫ বছরের মধ্যে

খ) ৮  বছরের অধিক

গ) ১৪ বছরের বেশি

ঘ) ৩-১১ বছরের মধ্যে

২৩.I B T(inkblot test) এর ক্ষেত্রে কটি কার্ড থাকে?

ক) ১০

খ) ১৫

গ)২০

ঘ) ২৫

২৪.ব্যাক্তিত্ব পরীক্ষনে সমাজমিতি (Sociometric) পদ্ধতির জনক কে?

ক) জে এল মরেনো

খ) ফ্রয়েড

গ) ক্যাটেল

ঘ) ইয়ুং

২৫.ব্যক্তিত্ব পরীক্ষনে PPT ( Paper pencil test) বা প্রশ্নকরন পদ্ধতির প্রবক্তা কে?

ক) উডওয়ার্থ 

খ) ফ্রয়েড

গ) ক্যাটেল

ঘ) ইয়ুং

২৬.CAT এর সম্পূর্ন নাম কি?

ক) Children Apperception Test

খ) Chalk Apperception Trait

গ) Center Apperception Table

ঘ) Center Apperception Test

২৭. ফ্রয়েড নিচের কোনটি অচেতন মনের সাথে সম্পর্কিত করেছেন?

ক) ইদম (id)

খ) অহম (ego)

গ) অধিসত্ত্বা (Super ego)

ঘ) উপরের কোনটিই নয়

২৮)ফ্রয়েড নিচের কোনটি চেতন মনের সাথে সম্পর্কিত করেছেন?

ক) ইদম (id)

খ) অহম (ego)

গ) অধিসত্ত্বা (Super ego)

ঘ) উপরের কোনটিই নয়

২৯) অহম ( ego) নিয়ন্ত্রিত হয় ব্যক্তির কোনটির দ্বারা ?

ক) ব্যক্তির সুখ ও আনন্দের দ্বারা

খ) সমাজের নিয়ম কানুনের দ্বারা

গ) ব্যক্তির বিবেকের দ্বারা

ঘ) উপরের সবগুলিই

৩০) ইদ ( Id) নিয়ন্ত্রিত হয় ব্যক্তির কোনটির দ্বারা ?

ক) ব্যক্তির সুখ ও আনন্দের দ্বারা

খ) সমাজের নিয়ম কানুনের দ্বারা

গ) ব্যক্তির বিবেকের দ্বারা

ঘ) উপরের সবগুলিই

৩১.অধিসত্ত্বা  (Super ego) নিয়ন্ত্রিত হয় ব্যক্তির কোনটির দ্বারা ?

ক) ব্যক্তির সুখ ও আনন্দের দ্বারা

খ) সমাজের নিয়ম কানুনের দ্বারা

গ) ব্যক্তির বিবেকের দ্বারা

ঘ) উপরের সবগুলিই

৩২) 16 PF(personality factor)  থিওরি নিচের কোনটি পরিমাপের জন্য ব্যবহার করা হয়?

ক) ব্যক্তিত্ব

খ) প্রক্ষোভ

গ) প্রেষনা

ঘ) চাহিদা

16 factor theory তে ক্যাটেল  ব্যক্তিত্ব নিরীক্ষনের জন্য ১৬ টি উপাদানের কথা বলেন।

৩৩. ট্রাইসোমি -২১ (trisomy 21) জেনেটিক ডিস অর্ডার অন্য কি নামে পরিচিত?

ক) টার্নার সিনড্রোম

খ) ডাউন সিনড্রোম

গ) ট্রিপল এক্স সিনড্রোম

ঘ) উপরের কোনোটাই নয়

ডাউন সিনড্রোম বা ট্রাইসোমি -২১ জেনেটিক ডিস ওর্ডার তে ২১ তম ক্রোমোজম জোড়ার ক্ষেত্রে দুটোর বদলে তিনটে থাকে।এই ধরনের রোগে আক্রান্ত শিশুর বসতে শেখা , কথা বলতে শেখা, বুদ্ধির বিকাশ দেরিতে হবে।

 ৩৪.টার্নার সিনড্রোম কাদের ক্ষেত্রে দেখা যায়?

ক) মেয়েদের

খ) ছেলেদের

গ) বয়স্কদের

ঘ) শিশুদের

টার্নার সিনড্রোম রোগে আক্রান্ত হয় মেয়েরা। এই ধরনের মেয়েদের ক্রোমোজমের সংখ্যা ৪৬ টির বদলে ৪৫ টি ক্রোমোজম থাকে।   একটি x- ক্রোমোজম কম থাকে।আক্রান্তদের মেয়েরা বামন হয়, ঘাড় কোচকানো হয়।স্তনের গঠন ঠিক মতো হয় না এবং বন্ধাত্ব দেখা দেয়।


৩৫.ব্যক্তিত্বের সংলক্ষন তত্ত্ব কোন কোন মনোবিদ দিয়েছিলেন?

ক) আলপোর্ট ও ক্যাটেল

খ) ফ্রয়েড ও ফ্রয়বেল

গ) উডোয়ার্থ ও ওয়াটসন

ঘ) উপরের কোনোটাই নয়

৩৬) জন্মজাত শিশুর মধ্যে শুধুমাত্র নিচের কোনটি দেখা যায়?

ক) ইদম (id)

খ) অহম (ego)

গ) অধিসত্ত্বা (Super ego)

ঘ) উপরের কোনটিই নয়

৩৭) নিচের কোনটি ইন্দ্রিয়ের ইচ্ছার সুখের ভাণ্ডার বলা হয়?

ক) ইদম (id)

খ) অহম (ego)

গ) অধিসত্ত্বা (Super ego)

ঘ) উপরের কোনটিই নয়

৩৮) নিচের কোনটি সময়,অভিজ্ঞতা বা পরিস্থিতির সাথে পরিবর্তন হয় এবং বহি:বিশ্বের দ্বারা প্রভাবিত হয় না?

ক) ইদম (id)

খ) অহম (ego)

গ) অধিসত্ত্বা (Super ego)

ঘ) উপরের কোনটিই নয়

৩৯) ব্যক্তির সিদ্ধান্তের উপর কোনটি প্রভাব ফেলে?

ক) ইদম (id)

খ) অহম (ego)

গ) অধিসত্ত্বা (Super ego)

ঘ) উপরের কোনটিই নয়

৪০.নিচের কোন প্রক্রিয়াটি প্রথম দেখা যায় ?

ক) ইদম (id)

খ) অহম (ego)

গ) অধিসত্ত্বা (Super ego)

ঘ) উপরের কোনটিই নয়

৪১.অধিসত্ত্বা(Super ego) কোন বয়সে শুরু হয়?

ক) ৩-৫ বছরে

খ)৫-৮ বছরে

গ) ৬-১০ বছরে

ঘ) ১৫-২০ বছরে

৪২) মনোসামাজিক বিকাশ (psy social theory) তত্ত্বের জনক কে?

ক) ফ্রয়েড

খ) এরিকসন

গ) ক্যাটেল

ঘ) উডওয়ার্থ

৪৩) নিচের কোন মনোবিদকে ফ্রয়েডবাদী মনোবিদ বলা হয়?

ক) ওয়াটসন 

খ) এরিকসন

গ) ক্যাটেল

ঘ) উডওয়ার্থ

৪৪) মনোসামাজিক বিকাশ তত্ত্বে বিকাশের কটি ধাপের কথা বলা হয়েছে?

ক) ৮ টি

খ) ৬ টি

গ) ৫ টি

ঘ) ৪ টি

৪৫) বিশ্বাস বনাম ও অবিশ্বাস (trust vs mistrust)  কোন বয়সের শিশুর মধ্যে দেখা যায়?

ক) 0-18 মাস

খ) 2-4 বছর

গ) 5-10 বছর

ঘ) 10-14 বছর

মনোসামাজিক বিকাশ স্তরের প্রথম স্তর হল বিশ্বাস বনাম ও অবিশ্বাস।

৪৬.এরিকসনের মতে, শৈশবে দেখা যায়---

ক) অধ্যাবস্যা বনাম হীনমন্যতা

খ) বিশ্বাস বনাম ও অবিশ্বাস

গ) উৎসাহ বনাম অপরাধ বোধ

ঘ) উপরের কোনটিই নয়

অধ্যাবস্যা বনাম হীনমন্যতা দেখা যায় ৬-১২ বছরের বয়সের শিশুর মধ্যে দেখা যায়।

৪৭.শিশুর সামাজিক বিকাশ সবচেয়ে বেশি ঘটে---

ক) খেলার মাধ্যমে

খ) পিতা মাতার দ্বারা

গ) শিক্ষকের মাধ্যমে

ঘ) বয়স্কদের মাধ্যমে

৪৮.লিবিডোর ধারনা কে দেন?

ক) ফ্রয়েড

খ) ফ্রয়বেল

গ) কার্ল মার্কস

ঘ) এরিকসন

৪৯.ফ্রয়েডের মতে, আত্ম-রতি (Auto-Erotism)  কোন স্তরের যৌনতার বৈশিষ্ট্য?

ক) শৈশবের

খ) কৈশোরের

গ) বাল্যকালে

ঘ) ব্যক্তির

 ৫০) যৌন-মনস্তাত্ত্বিক বিকাশ  (Psychosexual development) তত্ত্বের জনক কে?

ক) ফ্রয়েড

খ) ফ্রয়বেল

গ) কার্ল মার্কস

ঘ) এরিকসন

৫১) ইলেকট্রা কমপ্লেক্স শব্দটি কে প্রথম প্রচলন করেন?

ক) ফ্রয়েড

খ) ফ্রয়বেল

গ) কার্ল মার্কস

ঘ) কার্ল ইয়ুং

নারীদের ক্ষেত্রে শিশুকালে থেকে তার বাবার প্রতি অনুরাগ বা আকর্ষন থাকে এবং মায়ের প্রতি বিকর্ষন থাকে।এই ঘটনাকে ফ্রয়েড নারীবাদী ইডিপাস কম্পলেক্স বা ঋণাত্মক ইডিপাস কম্পলেক্স আখ্যা দেন।

গ্রীক লোককথা অনুযায়ী, ইএকট্রা নামক এক নারী তার ভায়ের সাথে মিলিত হয়ে তার মা কে হত্যা করে তার বাবাকে বিয়ে করে।এই কাহিনীর উপর ভিত্তি করে কার্ল ইয়ং নারীবাদী ইডিপাস কম্পলেক্স এর নাম বদলে ইলেকট্রা কম্পলেক্স নাম করন করে।

৫২)ইডিপাস কমপ্লেক্স শব্দটি কে প্রথম প্রচলন করেন?

ক) ফ্রয়েড

খ) ফ্রয়বেল

গ) কার্ল মার্কস

ঘ) কার্ল ইয়ুং

ইডিপাস রেক্স নামক গ্রীক নাটকে ইডিপাস নামক এক রাজা পূর্বের অভিশাপের কারনে তার বাবার রাজ্য দখল করে বাবাকে হত্যা করে সে তার মাকে বিয়ে করে,ফ্রয়েড এই রাজার নাম অনুসারে শিশুর অবচেতন মনে থাকা মায়ের প্রতি যৌন কামনার নামকরন করেন ইডিপাস কম্পলেক্স। 

ইডিপাস কম্পলেক্স হল শৈশবকালে মায়ের প্রতি আকর্ষন বা অনুরাগ থাকে ও বাবার প্রতি এক বিকর্ষণ কাজ করে।এই ঘটনাকে ইডিকম্পলেক্স বলে।














 ১) শিখনে ধীরগতি সম্পন্ন শিশুর ক্ষেত্রে কার তত্ত্ব বেশি কার্যকরী?

ক) থর্নডাইকের তত্ত্ব

খ) কোহলারের তত্ত্ব

গ) প্যাভলভের তত্ত্ব

ঘ) হালের তত্ত্ব

২) থর্নডাইকের দেওয়া মুখ্য সূত্র কটি?

ক) তিনটি

খ) চারটি

গ) পাঁচটি

ঘ) ছয়টি

তিনটি---(১) প্রস্তুতির সূত্র (২) ফলভোগের সূত্র (৩)অনুশীলনের সূত্র

৩) থর্নডাইক কোথাকার মনোবিদ ছিলেন?

ক) জার্মান

খ) রাশিয়া

গ)আমেরিকা

ঘ) ব্রিটেন

৪) থর্নডাইকের দেওয়া গৌন সূত্র কটি?

ক) তিনটি

খ) চারটি

গ) পাঁচটি

ঘ) ছয়টি

১) বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র  ২) মানসিক প্রতিক্রিয়ার সূত্র (৩) আংশিক প্রতিক্রিয়ার সূত্র (৪) আত্তীকরনের সূত্র (৫) অনুষঙ্গমূলক স্থান্তারনের সূত্র

৫) থর্নডাইক  কোন প্রাণীর উপর পরীক্ষা করেন?

ক) বিড়াল  ও ইদূর  

খ) শিম্পাঞ্জি ও ইদুর

গ) পায়রা ও ইদুর

ঘ) পায়রা ও বিড়াল

৬) থর্নডাইক  বুদ্ধির উপর কোন তত্ত্ব দেন?

ক) বহু উপাদান তত্ত্ব

খ) দলগত তত্ত্ব

গ) একক উপাদান তত্ত্ব

ঘ) ত্রিমাত্রিক তত্ত্ব 

৭) যখন কোনো শিক্ষক তার ছাত্রদের সফলতার বিষয়ে

উপলব্ধি করায় তখন তিনি নিচের কোন সূত্রের কথা মাথায় রাখেন ?

ক) প্রস্তুতির সূত্র 

খ) অনুশীলনের সূত্র 

গ) ফললাভের সূত্র 

ঘ) মানসিক প্রতিক্রিয়ার সূত্র 

৮) এডুকেশন সাইকোলজি বইটি কার লেখা?

ক) কোহলার

খ) ওয়াটসন

গ) থর্নডাইক

ঘ)  গিলফোর্ড

থর্নডাইকের লিখিত অন্য একটি বিখ্যাত বই -Animal intelligence

৯) উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সংযোগ স্থাপন কে বলা হয়--

ক) প্রেষনা

খ) শিখন

গ) ধারনা

ঘ) স্মৃতি


১) Gestalt শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক) জার্মানি

খ) ল্যাটিন

গ) গ্রীক

ঘ) রোমান

২)Gestalt শব্দটি অর্থ হল-

ক) অবয়ব

খ) সম্পূর্ণ আকার 

গ) গঠন বা কাঠামো

ঘ) উপরের সবগুলিই

২) গেস্টালবাদী হিসাবে পরিচিত-

ক) ওয়ার্দিমার

খ) কুটকফকা

গ) কোহলার

ঘ) উপরের সকলেই


৩) ওয়ার্দিমার,কুটকফকা,কোহলার--এই তিনজন মনোবিদদের দ্বারা শিখনের যে তত্ত্ব গড়ে উঠেছে,সেটি হল-

ক) প্রজ্ঞামূলক তত্ত্ব

খ) সক্রিয় অনুবর্তন তত্ত্ব

গ) প্রচেষ্টা ও ভূলের তত্ত্ব

ঘ) গেস্টাল্ট তত্ত্ব

4.কোহলার যে শিম্পাজি নিয়ে পরীক্ষা করেছিলেন তার নাম-

ক) এমিল

খ) শিকান্দর

গ) সুলতান

ঘ) সুলেমান

কোহলার মোট ৯ টি বিভিন্ন বয়সের শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন।

5.নিচের কোনটি শিখনের সংযোগমূলক তত্ত্ব নয়?

ক) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

খ) প্রাচীন অনুবর্তন তত্ত্ব

গ) সক্রিয় অনুবর্তন তত্ত্ব

ঘ) সমগ্রতাবাদ তত্ত্ব

সমগ্রতাবাদ তত্ত্ব  আচরনমূলক বা সংযোগমূলক তত্ত্ব এর মধ্যে নয়।এটি একটি পৃথক তত্ত্বের মধ্যে ধরা হয় যেটি শিখনের প্রজ্ঞামূলক তত্ত্বের সাথে সম্পর্কিত।

৬) গেস্টাল্ট তত্ত্বের সূচনা কার দ্বারা হয়?

ক) ওয়ার্দিমার

খ) কুটকফকা

গ) কোহলার

ঘ) উপরের সকলেই

৭) কোনটি গেস্টাল্টবাদীদের দ্বারা প্রদত্ত নীতির অন্তর্গত নয়-

ক) পরিমিতির নীতি

খ) বৈপরীত্যের নীতি

গ) সাদৃশ্যের নীতি

ঘ) ধারাবাহিতার নীতি

গেস্টালবাদীরা প্রত্যক্ষনের ক্ষেত্রে কয়েকটি নীতির কথা বলেন-তাদের মধ্য উল্লেখ্যোগ্য হল-সাদৃশ্যের নীতি,বিচ্ছিন্নকরনের নীতি,নৈকট্য এর নীতি,ধারাবাহিকতার নীতি,পরিমিতির নীতি


৮) নিচের কোন মনোবিদ সমগ্রতাবাদী তত্ত্বের মধ্যে অন্তর্গত নয়?

ক) কার্ট লিউয়েন

খ) কুটকফকা

গ) কোহলার

ঘ) বি এফ স্কিনার

৯) সমগ্র অংশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ (whole is more important than parts) - উক্তিটি কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? 

ক) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব

খ) প্রাচীন অনুবর্তন তত্ত্ব

গ) সক্রিয় অনুবর্তন তত্ত্ব

ঘ) সমগ্রতাবাদ তত্ত্ব

সমগ্রতাবাদ বা গেস্টাল্ট তত্ত্ব এর মনোবিদদের মতে,সমস্যাকে সামগ্রিকভাবে প্রত্যক্ষনের মাধ্যমেই শিখন সংঘটিত হয়।উদাহরন স্বরূপ কেউ যখন প্রথমে গাছ দেখে তখন সে সমস্ত গাছকে প্রত্যক্ষ করে।পরবর্তীতে সে পাতা, ফুল,শাখা, মূল সবকিছু।শিখন তখনি সম্ভব হবে যখন পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অংশগুলির মধ্যে সমন্বয় খুজে সমগ্রকে উপলব্ধির মাধ্যমে।

১০) Mentality of Apes বইটি কার লেখা?

ক) কার্ট লিউয়েন

খ) কুটকফকা

গ) কোহলার

ঘ) ওয়ার্দিমার 

ক্যানারী দ্বীপে, ১৯১৩ থেকে ১৯১৭ সাল পর্যন্ত শিম্পাঞ্জীকে নিয়ে কোহলার যে পরীক্ষা করেন তা  তিনি এই বইটির মধ্যে লিপিবদ্ধ করেন

১১) প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন ব্যতিরেকে কোন সমস্যার হঠাৎ প্রত্যক্ষন কে বলা হয়-

ক) ধারনা

খ) প্রেষনা

গ) অন্তদৃষ্টি

ঘ) বুদ্ধি

গেস্টালবাদীদের তত্ত্বের উপর শিখনের অন্তদৃষ্টির গুরুত্ব অপরিসীম। তাই গেস্টাল্ট তত্ত্বকে অন্তদৃষ্টিমূলক (Learning by insight) তত্ত্ব বলা হয়।

১২) ইউরেকা (Eureka),Aha movement, I have find it --এই কথা গুলি নিচের কোনটির সাথে জড়িত?

ক) ধারনা

খ) প্রেষনা

গ) অন্তদৃষ্টি

ঘ) প্রেরনা

হঠাৎ কোনো সমস্যার প্রত্যক্ষনকে অন্তদৃষ্টি বলা হয়।ইউরেকা শব্দটি অর্থ হল I have find it.কোনো জিনিস হঠাৎ আবিস্কার করলে মনের মধ্যে একটি আনন্দ হয় তাই এটি aha movement 

১৩)  কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির ক্ষুধা ছিল-

ক) প্রক্ষোভ

খ) প্রেষনা

গ) চালক

ঘ) উদ্দেশ্য

চালক বলতে   ইংরেজিতে Drive বলা হয় যা প্রানীকে লক্ষ্যের দিকে ধাবিত করতে শক্তি যোগায়।

১৪) Dynamics of psychology -বইটি কার লেখা?

ক) কার্ট লিউয়েন

খ) কুটকফকা

গ) কোহলার

ঘ) ওয়ার্দিমার 

১৫) অংশকে বুঝতে গেলে অবশ্যই সমগ্রকে বুঝতে হবে---এই কথাটি কে বলেছেন?

ক) কার্ট লিউয়েন

খ) কুটকফকা

গ) কোহলার

ঘ) ওয়ার্দিমার 

১৬. নিচের কোন মনোবিদ মানবতাবাদ তত্ত্বের সমর্থক?

ক) লিউয়েন

খ) কার্ল রজার্স

গ) কোহলার

ঘ) পিয়াঁজে

মানবতা বাদের অপর একজন সমর্থক হলেন-ম্যাসলে

১) স্মৃতি বিষয়ে সুসংগঠিত ভাবে কে প্রথম অধ্যয়ন করেন?

ক) কোহলার

খ) ওয়াটসন

গ) গিলফোর্ড

ঘ) এবিংহাস

২) স্মৃতির উপাদান কয়টি?

ক) তিনটি

খ) চারটি

গ) ৫টি

ঘ) ছয়টি

শিখন (Learning), সংরক্ষন (Retention),পুনরুদ্রেক (Recall), প্রত্যাভিজ্ঞা (Recognition)

৩) স্মৃতির কোনটি উপাদান নয়?

ক) শিখন

খ) সংরক্ষন

গ) সংকেত

ঘ) পুনরুদ্রেক

শিখন (Learning), সংরক্ষন (Retention),পুনরুদ্রেক (Recall), প্রত্যাভিজ্ঞা (Recognition)

৪) স্মৃতি হল আদর্শ পুনারাবৃত্তি -কথাটি কে বলেছেন?

ক) রস

খ) স্টাউট

গ) টেলফোর্ড

ঘ) উডওয়ার্থ

৫) প্রাথমিক স্মৃতি কোনটি?

ক) স্বাভাবিক স্মৃতি

খ) স্বল্পস্থায়ী স্মৃতি

গ) দীর্ঘস্থায়ী স্মৃতি

ঘ)সংবেদন মূলক স্মৃতি

স্মৃতি তিনধরনের হয়ে থাকে যথা-সংবেদী স্মৃতি বা তাৎক্ষনিক স্মৃতি (sensory /Immediate memory), স্বল্পস্থায়ী স্মৃতি (Short term memory), দীর্ঘকালীন স্মৃতি (Long term memory) 

৬) সংবেদী স্মৃতি (Sensory memory) কতক্ষন স্থায়ী হয়?

ক) 4 সেকেন্ড

খ) 20 সেকেণ্ড

গ) 12 সেকেণ্ড

ঘ)40 সেকেন্ড

স্মৃতি তিনধরনের হয়ে থাকে যথা-সংবেদী স্মৃতি বা তাৎক্ষনিক স্মৃতি (sensory /Immediate memory), স্বল্পস্থায়ী স্মৃতি (Short term memory), দীর্ঘকালীন স্মৃতি (Long term memory) 

৭) স্বল্পকালীন স্মৃতির স্থায়িত্ব কতক্ষন?

ক) 4 সেকেন্ড

খ) 20 সেকেণ্ড

গ) 12 সেকেণ্ড

ঘ)40 সেকেন্ড

স্মৃতি তিনধরনের হয়ে থাকে যথা-সংবেদী স্মৃতি বা তাৎক্ষনিক স্মৃতি (sensory /Immediate memory), স্বল্পস্থায়ী স্মৃতি (Short term memory), দীর্ঘকালীন স্মৃতি (Long term memory) 

৮) যে বিষয় পূর্বে শেখা হয়েছে তা স্মরন করতে পারায় স্মৃতি-কে বলেছেন?

ক) রস

খ) স্টাউট

গ) টেলফোর্ড

ঘ) উডওয়ার্থ

৯) স্মৃতির মডাল মডেল (Modal model)  কে প্রস্তুত করেন?

ক) এবিংগহাস

খ) উডওয়ার্থ

গ) রস

ঘ)অ্যাটকিনসন-শিফরিন

১০) নিচের কোনপ্রকার স্মৃতির মূলস্বরূপ পরিবর্তন হয় না?

ক) স্বাভাবিক স্মৃতি

খ) স্বল্পস্থায়ী স্মৃতি

গ) দীর্ঘস্থায়ী স্মৃতি

ঘ)সংবেদন মূলক স্মৃতি

সংবেদনমূলক স্মৃতি মূল রূপেই সংরক্ষিত হয়। এক্ষেত্রে তথ্যের কোনো পরিবর্তন হয় না।

১১)উত্তম স্মৃতির লক্ষন কোনটি?

ক) দ্রুত শিখন

খ) উত্তম ধারন ক্ষমতা

গ) দ্রুত পুনরুদ্রেক

ঘ) উপরের সবগুলিই

১২) অতিশিখন ( Over learning)  কোন ধরনের স্মৃতির ক্ষেত্রে কার্যকরী?


ক) স্বাভাবিক স্মৃতি

খ) স্বল্পস্থায়ী স্মৃতি

গ) দীর্ঘস্থায়ী স্মৃতি

ঘ)সংবেদন মূলক স্মৃতি

কোনো বিষয় পাঠ করার পর স্মরনক্রিয়া সম্পন্ন হওয়ার পর ও পাঠ চালিয়ে যাওয়াকে অতিশিখন বলে।যেমন কোনো একটি শিশু একটি কবিতা মুখস্ত হয়ে যাওয়ার পর ও যদি পড়ে তাহলে তার অতিশিখন হবে।

১৩) ইউলিয়াম জেমস গৌন স্মৃতি কোনটিকে বলেছেন?

ক) স্বাভাবিক স্মৃতি

খ) স্বল্পস্থায়ী স্মৃতি

গ) দীর্ঘস্থায়ী স্মৃতি

ঘ)সংবেদন মূলক স্মৃতি

১৪) বিস্মৃতির প্রথম লেখচিত্র কে তৈরি করেন?

ক) এবিংগহাস

খ) উডওয়ার্থ

গ) রস

ঘ)অ্যাটকিনসন-শিফরিন

১৫) স্মৃতির পরিসর মাপার জন্য নিচের কোনটি বেশি জনপ্রিয়?

ক) সংখ্যা

খ) চিত্র

গ) শব্দ

ঘ) বস্তু

১৬) Mnemonic পদ্ধতিটি কিসের সাথে সম্পর্কিত?

ক) স্মৃতি  

খ) ধারণা 

গ) প্রত্যক্ষণ 

ঘ) প্রজ্ঞা 

১৭) আপনি বিগত কয়েকদিনে কি কি বই পড়েছেন-এটি মনে করতে পারছেন।এটি কি ধরনের স্মৃতির উদাহরন?

ক) স্বাভাবিক স্মৃতি

খ) স্বল্পস্থায়ী স্মৃতি

গ) দীর্ঘস্থায়ী স্মৃতি

ঘ)সংবেদন মূলক স্মৃতি

১৮) তাৎক্ষনিক ব্যবহারের পর যে বিষয় ভুলে যাওয়া হয় যেমন -টেলিফোন নাম্বার,সিট নাম্বার-সেই ধরনের স্মৃতি হল-

ক) স্বাভাবিক স্মৃতি

খ) স্বল্পস্থায়ী স্মৃতি

গ) দীর্ঘস্থায়ী স্মৃতি

ঘ)সংবেদন মূলক স্মৃতি

১৯) SQ4R কৌশল কোন মানসিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত?

ক) স্মৃতি  

খ) ধারণা 

গ) প্রত্যক্ষণ 

ঘ) প্রজ্ঞা 

২০) স্মৃতির ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি সঠিক?

ক) সংরক্ষন--->পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা  --->শিখন

খ )শিখন --->পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা  --->সংরক্ষন

গ) শিখন  --->সংরক্ষন  --->পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা

ঘ) উপরের সবগুলিই

২১. চাংকিং কোন মানসিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত?

ক) স্মৃতি  

খ) ধারণা 

গ) প্রত্যক্ষণ 

ঘ) উপরের সবগুলিই

 চাংকিং প্রক্রিয়া বলতে বোঝায় কোনো বড়ো জিনিস কে ছোট ছোট দলে মনে রাখা। যেমন Employment বানানটি মনে রাখার জন্য -Em-ploy-ment ছোট ছোট দলে বিভক্ত করা।টেলিফোনের নাম্বার মনে রাখার জন্য 985234 যেমন 985-234 তিনটি তিনটি সংখ্যা কে মনে রাখা।

১.। _____ হল একপ্রকার শক্তি যা আচরণকে শক্তি দেয়, লক্ষ্যাভিমুখী করে   এবং লক্ষ্যে টিকিয়ে রাখে। 

ক। প্রেষনা 

খ। প্রত্যাশা 

গ। ক্ষমতায়ন 

ঘ. সামাজিকীকরণ

২. মোটিভেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক) লাতিন

খ) জার্মানি

গ) জাপানি

ঘ) উপরের কোনটিই নয়

৩. মোটিভেশন শব্দটি নিচের কোন ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?

A. Movet

B. Moved

C. Motivate

D. Movere

৫.মোটিভেশন শব্দটি নিচের কোন ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?

A. Movet

B. Moved

C. Motivate

D. Motum

৬.মোটিভেশন শব্দটি Motum অথবা Movere থেকে এসেছে যার অর্থ হল-

 ক) to move

খ) to run

গ) to walk

ঘ) to sit

৭. প্রেষনা সম্পর্কিত চাহিদার ক্রমোচ্চ শ্রেনীবিন্যাস  তত্ত্বটি কে দিয়েছেন?

ক) আব্রাহিম ম্যাসলে

খ)  ম্যাকলেল্যান্ড

গ) ওয়াইনার

ঘ) কার্ল রর্জাস

৮.মৌলিক প্রবৃত্তির তত্ত্বটিকে দিয়েছেন?

ক) ম্যাকডুগাল

খ)  ম্যাকলেল্যান্ড

গ) ওয়াইনার

ঘ) কার্ল রর্জাস

৯) ম্যাকডুগালের মতে মৌলিক প্রবৃত্তির সংখ্যা কটি?

ক) ১০ টি

খ) ১২ টি

গ) ১৪ টি

ঘ) ১৫ টি

১০.প্রেষনার মনোবিশ্লেষন তত্ত্বটি কে দিয়েছেন?

ক) ফ্রয়েড

খ) ফ্রয়বেল

গ)ওয়াইনার

ঘ) কার্ল রর্জাস

১১.ম্যাকডুগালের মতে,প্রত্যেক প্রবৃত্তির পিছনে থাকে-

ক) প্রক্ষোভ

খ) চিন্তন

গ) সংবেদন

ঘ) উপরের সবগুলিই

১২.মৌলিক প্রবৃত্তিগুলি মানুষের আচরনের চালক-কথাটি কে বলেছেন?

ক) ম্যাকডুগাল

খ)  ম্যাকলেল্যান্ড

গ) ওয়াইনার

ঘ) কার্ল রর্জাস

১৩. নিচের কোনটি প্রেষনার পক্ষে সহায়ক নয়

ক) উৎসাহ

খ) উদ্বেগ

গ) পুরস্কার

ঘ) চাহিদা

১৪. প্রেষনার দ্বারা

ক) তাড়না হ্রাস পায়

খ) জৈবিক চাহিদার অবসান ঘটে

গ) কোনো কাজের শক্তি যোগায়

ঘ)  আচরনের শক্তি যোগায় এবং লক্ষ্যাভিমুখী করে তোলে

১৫. প্রেষনার প্রথম ধাপ কোনটি?

ক) চাহিদা

খ) তাড়না

গ) আচরন সম্পদান

ঘ) চাহিদার নিবৃত্তি

১৬. বস্তুর অভাবের কারনে প্রাণীর মধ্যে একধরনের অস্বস্তিকর অনুভূতি বা অবস্থার সৃষ্টি  হওয়াকে বলে--

ক) চাহিদা

খ) তাড়না

গ) আচরন সম্পদান

ঘ) চাহিদার নিবৃত্তি

১৭.চাহিদা ও তাড়নার মধ্যে তফাৎ হল

ক) চাহিদা প্রানী শিখনের দ্বারা প্রাপ্ত হয় যেখানে তাড়না বংশজাত

খ) চাহিদা মূলত জৈবিক বা শারীর বৃত্তীয় যেখানে তাড়না মানসিক

গ) তাড়না সাধারনত চাহিদার থেকে শক্তিশালী

ঘ) চাহিদা সাধারনত তাড়নার থেকে শক্তিশালী

১৮.নিচের কোনটি অভ্যন্তরীণ প্রেষনার বৈশিষ্ট্য নয়?

ক) এই ধরনের প্রেষনায় ব্যক্তি তাদের কাজে  আনন্দ পায়

খ) এই ধরনের প্রেষনায় ব্যক্তি তাদের কাজে চ্যালেঞ্জ পছন্দ করে

গ) এই ধরনের প্রেষনায় ব্যক্তি তাদের কাজের সময় স্বতঃস্ফূর্ততা  দেখায় 

ঘ) এই ধরনের প্রেষনায় ব্যক্তি তাদের কাজে সর্বদাই সাফল্য লাভ করে

প্রেষনাকে দুটি ভাগে ভাগ করা যায়-১)অভ্যন্তরীণ প্রেষনা (Intrinsic motivation)-যা প্রানীর ভিতর থেকে আসে।এই ধরনের প্রেষনায় ব্যক্তি কাজের জন্যই কাজ করে  অর্থাৎ কাজ করে সে  আনন্দ পায়। ২)বাহ্যিক প্রেষনা ( Extrinsic motivavation)-বাহ্যিক প্রেষনা ব্যক্তির বাইরের কারক-যেমন পুরুস্কার,প্রসাংশা,অর্থ ইত্যাদির জন্য কাজ করে।

১৯.একজন ছাত্র TET পরীক্ষা পাস করার জন্য কঠোর পরিশ্রম করছে---এটি কি ধরনের প্রেষনা?

ক) ব্যক্তিগত প্রেষনা

খ) প্রতিযোগিতা প্রেষনা

গ) বাহ্যিক প্রেষনা

ঘ) অভ্যন্তরীণ প্রেষনা

প্রেষনাকে দুটি ভাগে ভাগ করা যায়-১)অভ্যন্তরীণ প্রেষনা (Intrinsic motivation)-যা প্রানীর ভিতর থেকে আসে।এই ধরনের প্রেষনায় ব্যক্তি কাজের জন্যই কাজ করে  অর্থাৎ কাজ করে সে  আনন্দ পায়। ২)বাহ্যিক প্রেষনা ( Extrinsic motivavation)-বাহ্যিক প্রেষনা ব্যক্তির বাইরের কারক-যেমন পুরুস্কার,প্রসাংশা,অর্থ ইত্যাদির জন্য কাজ করে।

২০.ওয়ার্নের কারন নির্দেশক তত্ত্বটি কিসের সাথে সম্পর্কিত?

ক) প্রক্ষোভ

খ) প্রেষনা

গ) বুদ্ধি

ঘ) চাহিদা

২১.মাসলোর তত্ত্ব অনুসারে, মৌলিক চাহিদার মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে ________________________। 

ক. শারীরবৃত্তীয় চাহিদা

খ. নিরাপত্তা

গ. মর্যদার চাহিদা 

ঘ. আত্মপ্রতিষ্ঠা চাহিদা  

২২. অবচেতন প্রেষনার কথা কোন মনোবিদ বলেছেন?

ক) ম্যাকডুগাল

খ) ফ্রয়েড

গ ) ওয়াইনার

ঘ ) উপরের সবগুলি














 26.Grammar Translation method stresses

on?

1. Fluency

2.Appropriateness

3. Accuracy

4. Listening skill

Grammar Translation method হল দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি প্রাচীন পদ্ধতি।এই পদ্ধতিতে প্রথমে অক্ষর, শব্দ, পরে বাক্য শেখানো হয়। শব্দ ও বাক্যগুলিকে  মাতৃভাষায় অনুবাদ করে শেখানো হয়।ভাষা শিক্ষার ক্ষেত্রে ক্রম LSRW এর নীতি এক্ষেত্রে মেনে চলা হয় না।এক্ষেত্রে   Reading এর উপর জোর দেওয়া হয়।  Listening এর উপর কোনো জোর দেওয়া হয় না যা মনোবিজ্ঞান সম্মত নয়।ব্যকরন ও অনুবাদের উপর জোর দেওয়া হয়।সুতারং এই পদ্ধতিতে ভাষার সঠিকতার(Accuracy ) উপর জোর দেওয়া হয়।

27.There are 44 sounds in English. Out of

these how may sounds are vowels and how

many consonants respectively?

1. 20, 24

2.5,39

3. 22,22

4. 10,34

ইংরেজিতে মোট ২৬ টি letter আছে কিন্তু এই লেটারগুলি দিয়ে ধ্বনি হয় ৪৪ রকমের।-----এই ৪৪ রকম ধ্বনি কে আবার দুই ভাগে ভাগ করা যায়। ----১) consonant Sound- মোট -২৪ এবং ২) Vowel sound হয় -মোট-২০ -------------vowel sound গুলো আবার দুইভাগে ভাগ করা যায় ---  monophthong (12 টি) এবং diphthong ( 8টি ) -----একটি মনোফথং  একটি সিলেবেলে একটি vowel থাকে এবং একটি ডিপথং  যেখানে একটি সিলেবলে দুটি vowel  থাকে।----monophthongs কে single vowel বা pure vowel বলে। অপরদিকে glides বা mixed vowel বা impure vowel বলে।------monophthong এর উদাহরন হল but --এখানে অ এর উচ্চারন হচ্ছে।-----Diphthong এর উদাহরন হল  Rain.------monophthong কে দুটি ভাগে ভাগ করা যায় --short vowel (মোট -৭ টি) এবং long vowel ( মোট -5টি)

28.Etymology is a:

1. Science of pedagogy

2. Study of the meaning of words

3. Science of knowing the origin of the word.

4. Study of language

Etymology শব্দের বাংলা অর্থ হল বুৎপত্তি। শব্দের উৎস, অর্থ ও ইতিহাস অধ্যয়নকেই Etymology বলে।যেমন Psychology শব্দটির বুৎপত্তি গ্রীক শব্দ এসেছে।Psycho শব্দের অর্থ হল আত্মা এবং  Logos শব্দের অর্থ হল বিদ্যা।

29.Intensive reading involves reading......

texts for detailed information.

a) Shorter

b) Longer

c) Medium

d) Critical

বিস্তৃত পাঠ (Extensive reading)  হল ভাষা শিক্ষার একটি পদ্ধতি যেখানে সাধারণ বোঝার জন্য শিক্ষার্থীরা দীর্ঘ পাঠ্য বিষয় বস্তু পঠন  করে।তথ্য অর্জন বা আনন্দের জন্য এই পাঠের মূল উদ্দেশ্যে।উপন্যস, সংবাদপত্র,পত্রিকা,কমিকস, গল্প পড়া বিস্তৃতি পাঠের উদ্দেশ্য। মূলত পঠন পাঠন ব্যক্তির দ্বারা নির্বাচিত হয়।এই পাঠে অভিধানের কোনো প্রয়োজন হয় না।


নিবিড় পাঠ(Intensive reading)   হল একটি পঠন পদ্ধতি যেখানে শিক্ষার্থীদেরকে ছোট একটি পাঠকে মনোযোগ সহকারে এবং গভীরভাবে পড়তে হয় যাতে করে ওই পাঠের গভীর ভাবে  বোঝা যায়।পাঠ্যপুস্তক এক্ষেত্রে শিক্ষকের দ্বারা সাধারনত নির্বাচিত হয়।এক্ষেত্রে অভিধানের প্রয়োজন হয়।প্রবন্ধ, পাঠ্যপুস্তক  পড়া এক্ষেত্রে উদাহরন হিসাবে ধরা যেতে পারে।

30.A student of class IV is having some problem in writing. She may have

a) dyslexia

b) dysphasia

c) dysgraphia

d) dyscalculia

dyslexia  --reading disorder -পঠন সমস্যা ||

dysphasia বা aphasia -Language disorder- ভাষা সংক্রান্ত সমস্যা||dysgraphia- Writing disorder -লিখন সমস্যা || dyscalculia-math learning -গানিতিক শিখন সমস্যা

31.Which of the following words has a silent letter in it? UPTET-2018,P-2

(a) Calm

(c) Cure

(b) Fawn

(d) But

সাইলেন্ট লেটার হল শব্দের মধ্যে এক বা একাধিক অক্ষর যেটা উচ্চারিত হয় না।যেমন-know,write, Bomb (  বম)। এখানে calm-(কাম)

32. According to the NCF 2005, learning is------and ......... in its character.

UPTET-2018, P-2

(a) passive, simple

(c) passive, social

(b) active, social

(d) active, simple

আজ পর্যন্ত মোট চারটি NCF (National Curriculum Framework)  হয়েছে। NCF-1975,NCF-1988, NCF-2000 এবং NCF-2005। NCF -2005 অনুসারে শিখনের প্রকৃতি হল সক্রিয় ( active ) এবং সামাজিক (social)

33.What does motivation do in the process of

learning? UPTET-2018, P-2

(a) It sharpens memory of the learner.

(b) It differentiates new learning from old learning.

(c) It makes learners think undirectionally.

(d) It creates interest for learning among young learners.

উদ্দেশ্য মূলক আচরণের লক্ষ্য পূরণের জন্য  আভ্যন্তরীণ তারণা বা তাগিদকেই  প্রেষণা বা মোটিভেশন বলে।প্রেষনা  তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে।

34.Measurement is a process of evaluation.

REET-2021 (Rajasthan TET)

(A) Qualitative

(B) Quantitative

(C) Linear

(D) Unitary

পরিমাপ (Measurement) হল কোনো মূল্যায়নের সংখ্যাগত দিক।মূলত কোনো পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে সেটাই বিবেচ্য। পরিমাপ  (Measurement) গুনগত (Qualitative) মান বিচার না। এটি পরিমান গত (Quantitative)  মান কে নির্ধারন করে।

35.In the grammar-translation

method, the teaching of language

starts with the teaching of

A. Reading

B. Writing

C. Speaking

D. Proficient

Grammar Translation method হল দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি প্রাচীন পদ্ধতি।এই পদ্ধতিতে প্রথমে অক্ষর, শব্দ, পরে বাক্য শেখানো হয়। শব্দ ও বাক্যগুলিকে  মাতৃভাষায় অনুবাদ করে শেখানো হয়।ভাষা শিক্ষার ক্ষেত্রে ক্রম LSRW এর নীতি এক্ষেত্রে মেনে চলা হয় না।এক্ষেত্রে   Reading আগে আসে ।  Listening এর উপর কোনো জোর দেওয়া হয় না যা মনোবিজ্ঞান সম্মত নয়।ব্যকরন ও অনুবাদের উপর জোর দেওয়া হয়।সুতারং এই পদ্ধতিতে ভাষার সঠিকতার(Accuracy ) উপর জোর দেওয়া হয়।


English pedagogy

 1.Which branch of linguistics deals with the language in context?

CTET-2022

Semantics

Pragmatics

Morphology

Phonetics

Semantic হল শব্দ বা বাক্যাংশের অর্থ নিয়ে আলোচনা  (study of meaning)। Semantic এর ক্ষেত্রে অর্থ কিভাবে গঠিত হয়,ব্যাখ্যা করা হয়, উদাহরন দেওয়া হয় -এইসব আলোচনা করা হয়।-------আর Pragmatics এর ক্ষেত্রে প্রসঙ্গের( context) বিষয় নিয়ে আলোচনা করা হয়। ----semantic এর ক্ষেত্রে সরাসরি অর্থ বোঝা হয় যেখানে  Pragmatics এর ক্ষেত্রে অভিপ্রেত অর্থ বোঝা হয় ( intended meaning) । ----যেমন meet me here --এই বাক্যটি বোঝার জন্য পূর্বের প্রসঙ্গ জানার প্রয়োজন। me এবং here বুঝতে গেলে প্রসঙ্গ জানার প্রয়োজন। 

2. A word gets meaning -||একটি শব্দের অর্থ বোঝা যায় -

a. From dictionary only||শুধুমাত্র অভিধান থেকে

b.Spelling||বানান

c.From its origin||এর উৎপত্তি থেকে

d. in relation to its context||এর প্রসঙ্গের মাধ্যমে

কোনো শব্দের প্রকৃত অর্থ বোঝা যায় তার প্রসঙ্গ থেকে। যেমন বাংলায় মাথা শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ ব্যবহার হয়।Play শব্দটি কখনো খেলা আবার কখনো নাটক অর্থে ব্যবহার হয়।সুতারাং প্রকৃত অর্থ 

3. A Phoneme is ||ফোনেম হল-

a.  diphthong||ডিপথং

b. A vowel sound||ভাওয়াল শব্দ

c. A single  unit of sound.||ধ্বনির ক্ষুদ্রতম একক

d. A single unit of word.||শব্দের ক্ষুদ্রতম একক

স্বনিম বা ধ্বনিমূল হল একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম ধ্বনিগত একক।অর্থাৎ যার পরিবর্তনে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়।যেমন যখন এর য এর বদলে ত ব্যবহার করলে শব্দটি তখন যা বদলে যায় এখানে য ও ত হল স্বনিম বা ধ্বনিমূল।ইংরেজিতে  light ও  right. /l/ ও /r/ হল ফোনেম। 

4. The sentence 'Madam drives a bicycle' is:

A. correct syntactically but semantically incorrect.

B. correct semantically but syntactically incorrect.

C. semantically as well as syntactically correct.

D. semantically as well as syntactically incorrect.

ইংরেজিতে Syntax  হল একটি নির্দিষ্ট ক্রমে শব্দ এবং বাক্যাংশের বিন্যাস। অর্থাৎ ব্যকরন হিসাবে বাক্যের অন্তর্গত শব্দগুলি   কোন শব্দের পর কোন শব্দ আসবে তার সঠিক বিন্যাস।যেমন -He eat rice -এটি syntactically error.আবার যদি বলা হয় He rice eats এটাই syntactically error হিসাবে ধরা হবে সঠিক হবে-He eats rice.........Semantic হল শব্দ বা বাক্যাংশের অর্থ নিয়ে আলোচনা  (study of meaning)। Semantic এর ক্ষেত্রে অর্থ কিভাবে গঠিত হয়,ব্যাখ্যা করা হয়, উদাহরন দেওয়া হয় -এইসব আলোচনা করা হয়।...........................এক্ষেত্রে প্রদত্ত বাক্যটির syntax ঠিক আছে, কিন্তু  এখানে drive শব্দটি হবে না। কারন drive চার চাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়।অর্থগত ভুল আছে। rides ব্যবহার করা যেতে পারে।

5. The study of how languages treat these sounds is called :

a. Accent

b. Dialect

c. Coda

d. Phonology

ভাষা বিজ্ঞানের যে শাখায় ধ্বনি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ধ্বনিতত্ত্ব (Phonology) বলে।

6. The study of the production and perception of speech sound branch of linguistics called:

a. Accent

b. Dialect

c. Phonetics

d. Phonology

ফোনেটিক্স ভাষাবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে আলোচিত হয় মানুষের দ্বারা কিভাবে ধ্বনি সৃষ্টি (production) হয় এবং    মানুষ কীভাবে ধ্বনি   উপলব্ধি (perception) করে।

7. The number of diphthongs in English Sound

is

(A) 12

(B) 8

(C) 44

(D) 20

ইংরেজিতে মোট ২৬ টি letter আছে কিন্তু এই লেটারগুলি দিয়ে ধ্বনি হয় ৪৪ রকমের।-----এই ৪৪ রকম ধ্বনি কে আবার দুই ভাগে ভাগ করা যায়। ----১) consonant Sound- মোট -২৪ এবং ২) Vowel sound হয় -মোট-২০ -------------vowel sound গুলো আবার দুইভাগে ভাগ করা যায় ---  monophthong (12 টি) এবং diphthong ( 8টি ) -----একটি মনোফথং  একটি সিলেবেলে একটি vowel থাকে এবং একটি ডিপথং  যেখানে একটি সিলেবলে দুটি vowel  থাকে।----monophthongs কে single vowel বা pure vowel বলে। অপরদিকে glides বা mixed vowel বা impure vowel বলে।------monophthong এর উদাহরন হল but --এখানে অ এর উচ্চারন হচ্ছে।-----Diphthong এর উদাহরন হল  Rain.------monophthong কে দুটি ভাগে ভাগ করা যায় --short vowel (মোট -৭ টি) এবং long vowel ( মোট -5টি)

8. Diphthong is a

(A) Pure vowel sound

(B) Pure consonant sound

(C) Vowel glides or mixed vowel sounds

(D) None of the above

ইংরেজিতে মোট ২৬ টি letter আছে কিন্তু এই লেটারগুলি দিয়ে ধ্বনি হয় ৪৪ রকমের।-----এই ৪৪ রকম ধ্বনি কে আবার দুই ভাগে ভাগ করা যায়। ----১) consonant Sound- মোট -২৪ এবং ২) Vowel sound হয় -মোট-২০ -------------vowel sound গুলো আবার দুইভাগে ভাগ করা যায় ---  monophthong (12 টি) এবং diphthong ( 8টি ) -----একটি মনোফথং  একটি সিলেবেলে একটি vowel থাকে এবং একটি ডিপথং  যেখানে একটি সিলেবলে দুটি vowel  থাকে।----monophthongs কে single vowel বা pure vowel বলে। অপরদিকে glides বা mixed vowel বা impure vowel বলে।------monophthong এর উদাহরন হল but --এখানে অ এর উচ্চারন হচ্ছে।-----Diphthong এর উদাহরন হল  Rain.------monophthong কে দুটি ভাগে ভাগ করা যায় --short vowel (মোট -৭ টি) এবং long vowel ( মোট -5টি)

9.The one that cannot be further divided into smaller grammatically meaningful components is ______.CTET-2021

a Morpheme

a dipthong

a syntax

a phoneme

ভাষায় ব্যবহৃত অর্থপূর্ণ একক ধ্বনি অথবা অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছকে রূপমূল বা  Morpheme  বলে।unlikely এই শব্দে তিনটি  Morpheme আছে।Un -like -ly. 

10.Which of the following is the smallest unit

within a language system?


(A) Sentence

(B) Word

(C) Phoneme

(D) Morpheme

স্বনিম বা ধ্বনিমূল হল একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম ধ্বনিগত একক।অর্থাৎ যার পরিবর্তনে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়।যেমন যখন এর য এর বদলে ত ব্যবহার করলে শব্দটি তখন যা বদলে যায় এখানে য ও ত হল স্বনিম বা ধ্বনিমূল।ইংরেজিতে  light ও  right. /l/ ও /r/ হল ফোনেম। 

11.If a teacher wants to help students learn vocabulary, which would be the most effective way!||যদি একজন শিক্ষক শিক্ষার্থীদের শব্দভান্ডার শিখতে সাহায্য করতে চান তাহলে নিচের কোনটি সবচেয়ে কার্যকর উপায় হবে?

CTET-01/01/2022

1. Use of stories and imagery||গল্প এবং চিত্রের ব্যবহার

2. Use of drilling||ড্রিলিং পদ্ধতির সাহার্য্য 

3. Use of written exercise||লিখিত অভ্যাসের মাধ্যমে

4. Use of textbooks|| পাঠ্য বই  ব্যবহারের মাধ্যমে 

12. The best time to learn a second language is in

(a) early childhood

(b) junior school

(c) senior secondary school

(d) college

ভাষাবিজ্ঞানীদের মতে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় হল ১৪ বছর বয়সের আগে।ছোট শিশুরা বড়োদের থেকে দ্রুত হারে ভাষা শিখতে পারে।

সুতারাং এক্ষেত্রে উত্তর হবে  প্রাক  বাল্যকাল বা early childhood যার বয়স সীমা হল ৬ থেকে ৮ বছর।

13.Which skills are receptive?

(a) listening and speaking

(b)listening and reading

(c)reading and writing

(d)writing and speaking

শ্রবন ও পঠনকে গ্রহনধর্মী (receptive skills)দক্ষতা বলা হয় যেখানে লিখন ও কথনকে উৎপাদনাত্মক দক্ষতা বা সক্রিয়তা ভিত্তিক (productive or active skills) দক্ষতা বলা হয়। 

14.Reading stories, novels, comics and cartoons facilitates _____reading.

a.    intensive

b.    extensive

c.   loud

d.    shadow

বিস্তৃত পাঠ (Extensive reading)  হল ভাষা শিক্ষার একটি পদ্ধতি যেখানে সাধারণ বোঝার জন্য শিক্ষার্থীরা দীর্ঘ পাঠ্য বিষয় বস্তু পঠন  করে।তথ্য অর্জন বা আনন্দের জন্য এই পাঠের মূল উদ্দেশ্যে।উপন্যস, সংবাদপত্র,পত্রিকা,কমিকস, গল্প পড়া বিস্তৃতি পাঠের উদ্দেশ্য। মূলত পঠন পাঠন ব্যক্তির দ্বারা নির্বাচিত হয়।এই পাঠে অভিধানের কোনো প্রয়োজন হয় না।


নিবিড় পাঠ(Intensive reading)   হল একটি পঠন পদ্ধতি যেখানে শিক্ষার্থীদেরকে ছোট একটি পাঠকে মনোযোগ সহকারে এবং গভীরভাবে পড়তে হয় যাতে করে ওই পাঠের গভীর ভাবে  বোঝা যায়।পাঠ্যপুস্তক এক্ষেত্রে শিক্ষকের দ্বারা সাধারনত নির্বাচিত হয়।এক্ষেত্রে অভিধানের প্রয়োজন হয়।প্রবন্ধ, পাঠ্যপুস্তক  পড়া এক্ষেত্রে উদাহরন হিসাবে ধরা যেতে পারে।

15.Teaching of English in India as a second language has been very important and inevitable (  অপরিহার্য)  since-||দ্বিতীয় ভাষা হিসেবে ভারতে ইংরেজির শিক্ষাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য যেহেতু-

a .    India is a multilingual nation||ভারত একটি বহুভাষিক দেশ

b.    Indian language books are mostly written in English||ভারতীয় ভাষার বইগুলো বেশিরভাগই ইংরেজিতে লেখা

c.   English is a foreign language||ইংরেজি একটি বিদেশী ভাষা

d.  English is a link and international language||ইংরেজি একটি সং যোগরক্ষাকারী এবং আন্তর্জাতিক ভাষা 

অতীতে ইংরেজি ভাষা কে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসাবে ভাবা হলেও বর্তমানে ইংরেজিকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ভাবা হয়।কারন এই ভাষাটি পৃথিবীর সকল মানুষের মধ্যে এক সং যোগ স্থাপন করতে ব্যবহৃত হয়।বিশ্বের প্রায়  সর্বত্রই এই ভাষা বোঝার লোক দেখতে পাওয়া যায়।পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর অর্ধেক লোক এই ভাষা বুঝতে পারে তাই এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিগণিত হয়।

16.English is the link language in India because: OTET-2016

1. English is taught in schools and colleges

2. Most books, journals, magazines are written in English

3. English helps the young to get jobs in IT sector

4. India has multi-lingual and multi-cultural settings

17.Holistic evaluation of learner’s is done by ||শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়ন করা হয়

a.   Unit end evaluation

b.    Term-end evaluation

c.    Continuous and Comprehensive Evaluation

d.    Month-end Evaluation


সঠিক উত্তর-CCE (Continuous and Comprehensive Evaluation) নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন।

18.  A test which is administered at the end of a language course is

a)      Diagnostic test

b)      Placement test

c)      Achievement test

d)      Memory test

নির্ণায়ক অভীক্ষা( Diagnostic test) নেওয়া হয় মূলত: দুটি উদ্দেশ্য কে সামনে রেখে।প্রথমত কোনো বিষয় পড়ানোর আগে শিক্ষার্থীদের ওই বিষয় সম্বন্ধে  কত খানি জ্ঞান আছে তা দেখার জন্য।দ্বিতীয়ত কোর্স বা কোনো পাঠ এককের শেষে কোনো ছাত্র বা ছাত্রীর কতখানি ঘাটতি আছে তা দেখার জন্য।

19.    Study of meaning in a language is known as

a)      Syntax

b)      Semantics

c)      Morphology

d)      Linguistics.

20. A test of listening comprehension is a test of

a)      Receptive skill

b)      Productive skill

c)      Hearing skill

d)      Phonology

শ্রবন ও পঠনকে গ্রহনধর্মী (receptive skills)দক্ষতা বলা হয় যেখানে লিখন ও কথনকে উৎপাদনাত্মক দক্ষতা বা সক্রিয়তা ভিত্তিক (productive or active skills) দক্ষতা বলা হয়। 

21.For teaching grammar, the best grammar that a teacher can use is

a)      Traditional grammar

b)      Modern grammar

c)      Pedagogic grammar

d)      No grammar is needed

শিক্ষাগত ব্যকরন (  Pedagogic grammar) ও প্রচলিত ব্য্যকরন (Traditional grammar) এর মধ্যে মূল পার্থক্য হল-শিক্ষাগত ব্যকরন বাস্তব জীবনের প্রসঙ্গের মাধ্যমে সঠিক যোগাযোগ (communication) করতে ব্যবহৃত হয় যেখানে প্রচলিত ব্যকরনের মাধ্যমে  নিয়ম শেখানো হয়।অর্থাৎ কোনো পাঠ্য বিষয়ের মধ্যে যে ব্যকরন থাকে সেই ব্যকরন কে শেখানো হয়।পেডাগোজিকাল ব্যাকরণ মানে প্রসঙ্গে ব্যাকরণ শেখানো (Teaching grammar in context).


22.'Pedagogical Grammar' means that

CTET-31.01.2021 P-2

(1) Begin from form and move on to use.

(2) Teaching through immersion

(3) All grammar teaching should be rule focussed.

(4) Teaching grammar in context

শিক্ষাগত ব্যকরন (  Pedagogic grammar) ও প্রচলিত ব্য্যকরন (Traditional grammar) এর মধ্যে মূল পার্থক্য হল-শিক্ষাগত ব্যকরন বাস্তব জীবনের প্রসঙ্গের মাধ্যমে সঠিক যোগাযোগ (communication) করতে ব্যবহৃত হয় যেখানে প্রচলিত ব্যকরনের মাধ্যমে  নিয়ম শেখানো হয়।অর্থাৎ কোনো পাঠ্য বিষয়ের মধ্যে যে ব্যকরন থাকে সেই ব্যকরন কে শেখানো হয়।পেডাগোজিকাল ব্যাকরণ মানে প্রসঙ্গে ব্যাকরণ শেখানো (Teaching grammar in context).

23.What does fluency in reading mean?||পঠনের মধ্যে সাবলীলতার অর্থ কি?


CTET-31.01.2021 P-2

(1) Ability to interpret the text.||পঠন বিষয়বস্তু ব্যাখ্যা করার ক্ষমতা।

(2) Ability to read without any grammatical errors.||ব্যাকরণগত ত্রুটি ছাড়াই পাঠ করার ক্ষমতা।

(3) Ability to read a text at ease with expression.||অভিব্যক্তি সহ স্বাচ্ছন্দ্যে একটি পাঠ্য পড়ার ক্ষমতা।

(4) Ability to read a text without any mistake at all.||কোনো ভুল ছাড়াই একটি পাঠ্য পড়ার ক্ষমতা।

24.Declarative Knowledge' in learning

grammar refers to|| CTET-31.01.2021 P-2

(1) knowing the ideas and concepts in learning.

(2) knowing to use a dictionary

(3) knowing the rules of a grammatical item.

(4) knowing how to do a grammatical item

ব্যাকরণ শেখার ক্ষেত্রে Declarative knowledge -এই কথাটির অর্থ হল  স্পষ্ট ব্যাকরণ নিয়ম, সাধারণত নির্দেশের মাধ্যমে প্রদান করা হয়।এক্ষেত্রে লক্ষ্য হল একজন শিক্ষার্থীর ভাষা কাঠামো বিকাশ করা। প্যাটার্নগুলি ড্রিল পদ্ধতির  মাধ্যমে অনুশীলন করানো।

25.. 'Habit formation through repetition' is a

component of which method ?

CTET-31.01.2021 P-2

(1) Task based language teaching

(2) Constructivism

(3) Communicative approach

(4) Audio lingualism

Audio-lingual method, Army Method বা New Key এই  পদ্ধতির মাধ্যমে মূলত বিদেশী ভাষা শিক্ষা লাভের ক্ষেত্রে ব্যবহার করা হয়।এই পদ্ধতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের দ্রুত ভাষা শিক্ষার জন্য আমেরিকায় ব্যবহার করা হয়।ভাষার প্যাটার্নগুলি বার বার অনুশীলনের মাধ্যমে অভ্যাস করানো হত।সুতারাং  পুনরাবৃত্তির মাধ্যমে অভ্যাস গঠনের( Habit formation through repetition) যে পদ্ধতি তা হল 

Audio-lingual method বা Army Method







 1. বিড়াল তপস্বী—এই বাগ্ধারাটির অর্থ হল

Tripura TET-2018

(A) যে বিড়ালটি তপস্যা করে

(B) তপস্বীর বিড়াল

(C) ভণ্ড লোক

(D) ভণ্ড বিড়াল

2. সমাসে একাধিক পদের মিলনে যে একটি পদ

গঠিত হয় সেই পদটিকে বলে

Tripura TET-2018

(A) পূর্বপদ

(B) সমস্ত পদ

(C) উত্তরপদ

(D) সমস্যমান পদ

3. মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করলে শিক্ষার্থীর

Tripura TET-2018

(A) চিন্তার সঙ্গে ভাষার সংগতি সাধন ঘটে

(B) লেখা সহজতর হয়

(C) মাতৃভাষার প্রতি আগ্রহ বাড়ে

(D) লেখাপড়ায় আনন্দ বাড়ে

4. শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-Tripura TET-2018

(A) পাঠ্যবই

(B) দৃশ্যশ্রাব্য-নির্ভর উপাদান

(C) শিক্ষক

(D) কর্মকেন্দ্রিক সাজসরঞ্জাম শিক্ষা লাভের উপযুক্ত

5.ব্যকরন ভাষাটি কোন ভাষা থেকে সৃষ্টি হয়েছে?

ক) বাংলা

খ) হিন্দী

গ) সংস্কৃত

ঘ) আরবি

6. প্রাথমিক স্তরে কবিতা শেখার উত্তম পদ্ধতি কোনটি?

ক )  ছবি আকার  মাধ্যমে

খ) খেলার মাধ্যমে

গ) গান ও অভিনয়ের মাধ্যমে

ঘ) আরোহী ও অবরোহী পদ্ধতির মাধ্যমে

7.মুখের ভাষা ব্যবহারে-Tripura TET-2018

(A) বক্তাই প্রধান

(B) শ্রোতাই প্রধান

(C) বক্তা ও শ্রোতা পরস্পর সন্নিহিত থাকে

(D) উপরের কোনোটিই নয়

8. বাংলা, হিন্দি, উড়িয়া—ভাষা তিনটি হল-Tripura TET-2018

(A) নব্য-ভারতীয় আর্যভাষা

(B) প্রাচীন ভারতীয় আর্যভাষা

(C) মধ্য-ভারতীয় আর্যভাষা

(D) উপরের কোনোটিই নয়

9. অভিশ্রুতি যে উপভাষার প্রধান বৈশিষ্ট্য সেটি হল-Tripura TET-2018

(A) বঙ্গালী উপভাষা

(B) বরেন্দ্রী উপভাষা

(C) রাঢ়ী উপভাষা

(D) উপরের কোনোটিই নয়

10. “অন্য ভাষার সঙ্গে সংস্রবের কারণেও ধ্বনি

পরিবর্তন ঘটে।” উক্তিটি-Tripura TET-2018

(A) সঠিক

(B) আংশিক সঠিক

(C) সঠিক নয়

(D) উপরের কোনোটিই নয়

11. শিক্ষকতার প্রধান বৈশিষ্ট্য হল-Tripura TET-2018

(A) কঠোর শৃঙ্খলাবোধ

(B) ছাত্রদের প্রতি ভালোবাসা

(C) আত্মবিশ্বাস

(D) উপরের কোনোটিই নয়

12. সঠিক উচ্চারণের জন্য প্রয়োজন-Tripura TET-2018

(A) পঠন

(B) শ্রবণ

(C) অনুকরণ

(D) উপরের কোনোটিই নয়

13. শিশুর ভাষা শিক্ষায় ত্রুটিমুক্ত পঠন কৌশলের ক্ষেত্রে সর্বাধিক উপযোগী ধাপটি (stage) হল-Tripura TET-2019

(A) সমবেত পাঠ

(B) নীরব পাঠ

(C) সরব পাঠ

(D) উপরের কোনটিই নয়

14. ছাত্রের উচ্চারণ ও বাচনভঙ্গির ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে-Tripura TET-2019

(A) নীরব পাঠের সাহায্যে

(B) সমবেত পাঠের সাহায্যে

(C) চর্বণা পাঠের সাহায্যে

(D) উপরের কোনটিই নয়

15. আদর্শ শিক্ষক হলেন তিনি, যিনি ছাত্রদের-Tripura TET-2019

(A) সব বিষয়ে শাসন করেন

(B) বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক

(C) সমগ্র পাঠক্রম পড়ান

(D) উপরের কোনটিই নয়

16. মূল্যায়নের উদ্দেশ্য হল শিক্ষার্থীকে-Tripura TET-2019

(A) খুশি করা

(B) উৎসাহিত করা

(C) পড়াশোনার চাপে রাখা

(D) উপরের কোনটিই নয়

17. নীচের কোন্ শব্দটি শুদ্ধ?-Tripura TET-2019

(A) স্বাস্থ্য

(B) স্বাস্থ্য

(C) স্বাস্থ

(D) উপরের কোনটিই নয়

১৮.শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধকতা যুক্ত শিশুর বুদ্ধাংক কত? 

ক )  20-30

খ) 45-75

গ) 70-90

ঘ) 90-110

19.নিচের কোনটি একটি বিশেষ  শিখনের অক্ষমতার উদাহরণ?


 ক) মানসিক প্রতিবন্ধকতা

 খ) ডিসলেক্সিয়া

 গ) ADHD

 ঘ) অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার 


২০.নিচের কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ?


 ক) মানসিক প্রতিবন্ধকতা (Mental Retardation) 

 খ) ডিসলেক্সিয়া

 গ) ADHD

 ঘ) অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার

21.প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধীকতা যুক্ত শিশুর বুদ্ধংংকের  সীমা কত? 

ক) ২০-৪০

খ)২৫-৪৪ 

গ) ৬০-৯০

ঘ)৭০-১০০

২২. মনোযোগের সমস্যা ও অতিসক্রিয়তা কোন ধরনের ব্যাধির(  disorder) ক্ষেত্রে দেখা যায়?

নিচের কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ?


 ক) মানসিক প্রতিবন্ধকতা (Mental Retardation) 

 খ) ডিসলেক্সিয়া

 গ) ADHD

 ঘ) অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার

২৩. নিচের কোনটির ক্ষেত্রে নিজের ভাষা অপরকে বোঝাতে পারে না এবং অপরের ভাষা নিজে বুঝতে পারে না?

ক) Expressive Language disorder

খ) Phonological disorder

গ) Stuttering

ঘ) উপরের কোনোটাই নয়

২৪.কোঠারি কমিশন বিদ্যালয়ে শিক্ষাদানের ক্ষেত্রে কটি ভাষার নির্দেশ দিয়েছেন?

ক) ৩ টি

খ) ২টি

গ) ১টি

ঘ) ৪টি

মাতৃভাষা, ইংরেজি,হিন্দী 

২৫.‘ব্যাকরণ’ শব্দটির অর্থ?

ক) বিচার-বিশ্লেষণ

খ) ভাষার বিশ্লেষণ

গ) বিশেষভাবে বিশ্লেষণ

ঘ) ভাষার শৃঙ্খলা রক্ষা

২৬.



1. নীচের কোন্ অক্ষরটি প্রতিসম আকৃতির? Tripura TET-2016

(A) E

(B) N

(C) M

(D) উপরের কোনটিই নয়

কোনো চিত্র বা বস্তুর আকৃতিকে একটি কাল্পনিক রেখার সাপেক্ষে দুটি অংশে ভাগ করলে যদি সর্বসম অংশ অর্থাৎ হুবহু দুটি অংশে বিভক্ত হয়, সেই ধরনের চিত্রকে প্রতি সময় আকৃতি চিত্র বলা হয়। 

2. প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের সংখ্যা পদ্ধতি

Tripura TET-2016

(number system) শেখানোর উদ্দেশ্য হল

(A) ছয় অঙ্ক পর্যন্ত গণনা করা

(B) সংখ্যাকে শতক, দশক এবং একক-এর

একত্রিত রূপে দেখানো এবং স্থানীয় মানের

সার্থকতা বোঝানো

(C) চার অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগ এর

কৌশল শিখিয়ে দক্ষ করা

(D) বড় সংখ্যাকে পড়তে পারার কৌশল শিখিয়ে

দক্ষ করা

3. “Things are numbers" উক্তিটি করেছিলেন Tripura TET-2016

(A) অয়লার

(B) আর্কিমিডিস

(C) পিথাগোরাস

(D) উপরের কেউ নন

4.CCE প্রতিক্রিয়া প্রদান করে-Tripura TET-2016

(A) শিশুকে

(B) পিতামাতাকে

(C) শিক্ষককে

(D) উপরের প্রত্যেককেই

5. যে পদ্ধতিতে কোনো গাণিতিক সমস্যাকে ক্ষুদ্রতর

কয়েকটি সরল অংশে বিভক্ত করে ঐ অংশগুলোর

মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়, সেই পদ্ধতিটি হল

Tripura TET-2016

(A) বিশ্লেষণী পদ্ধতি

(B) সংশ্লেষী পদ্ধতি

(C) আরোহী পদ্ধতি

(D) উপরের কোনটিই নয়

6. ‘গণিত দিবস' পালন করা হয়

Tripura TET-2016

(A) 20শে ডিসেম্বর

(B) 21শে ডিসেম্বর

(C) 22শে ডিসেম্বর

(D) উপরের কোনটিই নয়

বিখ্যাত গনিতবিদ রামানুজনের জন্ম তারিখকে  জাতীয় গনিত দিবস হিসাবে পালন করা হয়।ড.মনমোহন সিং ২০১১ সালে ২৬ শে ডিসেম্বর ঘোষনা করেন।

6. গণিতে সমস্যা সমাধান পদ্ধতি যে শ্রেণীর জন্য

বেশী উপযোগী তা হল

Tripura TET-2017

(A) পঞ্চম শ্রেণী

(B) চতুর্থ শ্রেণী

(C) তৃতীয় শ্রেণী

(D) উপরের কোনটিই নয়

7. কোনো গাণিতিক নিয়ম বা সূত্র মনে করাটা যে

উদ্দেশ্যের মধ্যে পড়ে তা হল-Tripura TET-2017

(A) দক্ষতামূলক

(B) প্রয়োগমূলক

(C) জ্ঞানমূলক

(D) উপরের কোনটিই নয়

8. “Mathematics is the language in which God has written the universe." উক্তিটি

Tripura TET-2017

(A) পীথাগোরাসের

(B) গ্যালিলিওর

(C) আর্কিমিডিসের

(D) উপরের কেউই নন

9. একটি রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্বর্তী কোণ হল।

Tripura TET-2017

(A) 80°

(B) 90°

(C) 60°

(D) উপরের কোনটিই নয়

10. অনুবন্ধমূলক নীতি অনুযায়ী গণিতে কত প্রকার

অনুবন্ধ আছে ?

Tripura TET-2017

(A) 3

(B) 4

(C) 5

(D) উপরের কোনটিই নয়

11. গণিতে পঞ্চম নিয়মটি হল

Tripura TET-2017

(A) যোগের নিয়ম

(B) ভাগের নিয়ম

(C) সাধারণ জ্ঞান প্রয়োগের নিয়ম

(D) উপরের কোনটিই নয়

12.117. প্রগতিশীল বা আধুনিক শিক্ষাপদ্ধতি হল

Tripura TET-2017

(A) শিশুকেন্দ্রিক পদ্ধতি

(B) শিক্ষককেন্দ্রিক পদ্ধতি

(C) স্বয়ং-শিখন পদ্ধতি

(D) উপরের কোনটিই নয়

13. শিক্ষণে প্রকল্প পদ্ধতির উদ্ভাবক হলেন

Tripura TET-2017

(A) এইচ. ই. আর্মস্ট্রং

(B) ইয়ং

(C) জন ডিউই

(D) উপরের কেউই নন

14. ম্যাক-এর মতে গণিতের বৈশিষ্ট্য হচ্ছে

Tripura TET-2017

(A) চিন্তাভাবনা সংক্ষিপ্ত করা

(B) চিন্তাভাবনা বিস্তার করা

(C) সভ্যতা বিকাশ করা

(D) উপরের কোনটিই নয়

15. “গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার ও চাবিকাঠি।” উক্তিটি করেন -Tripura TET-2017

(A) প্লেটো

(B) বেকন

(C) ইয়ং

(D) উপরের কেউই নন

16. মানুষের বিকাশ হল-Tripura TET-2018

(A) পরিমাণবাচক

(B) গুণবাচক

(C) পরিমাণবাচক ও গুণবাচক উভয়ই

(D) উপরের কোনোটিই নয়

17. CCE-এর সম্পূর্ণ রূপ হল-Tripura TET-2018

(A) Comprehensive and Continuous

Evaluation

(B) Continuous and Comprehensive

Evaluation

(C) Cluster and Comprehensive

Evaluation

(D) উপরের কোনোটিই নয়

18. গণিতের প্রকৃতি হল-Tripura TET-2018

(A) যুক্তিসম্মত

(B) অলঙ্কারসমৃদ্ধ

(C) কঠিন

(D) উপরের কোনোটিই নয়

19. অ্যাবাকাস ব্যবহৃত হয়-Tripura TET-2018

(A) নিম্ন শ্রেণিতে গণন কার্যে

(B) উচ্চ শ্রেণিতে গণন কার্যে

(C) উভয় শ্রেণিতে গণন কার্যে

(D) উপরের কোনোটিই নয়

20. নিচের কোনটি শ্রেণিকক্ষের সাধারণ শিক্ষণ

উপাদান?Tripura TET-2018

(A) মানচিত্র বা ছবি

(B) পুস্তক

(C) ব্ল্যাকবোর্ড

(D) উপরের কোনোটিই নয়

21. শিশুর বৌদ্ধিক বিকাশকে চারটি বিভিন্ন স্তরে

বিভক্ত করেন-Tripura TET-2018

(A) পিয়াঁজে

(B) কোলবার্গ

(C) এরিকসন

(D) এঁদের কেউই নন

22. নিচের কোনটি জ্ঞানমূলক সামর্থ্যের ক্ষেত্র ?

Tripura TET-2018

(A) ব্যাখ্যা করা

(B) স্মরণ করা

(C) তুলনা করা

(D) উপরের কোনটিই নয়

23. মানসসঞ্চালনমূলক ক্ষেত্রের কোন্ স্তরে প্রচেষ্টা ও

ভ্রান্তি দ্বারা কাজ শুরু হয়?Tripura TET-2018

(A) প্রত্যক্ষণ

(B) কৌশল

(C) নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া

(D) উপরের কোনটিই নয়

24. "Mathematics is the language in

which God has written the

universe." উক্তিটি করেন Tripura TET-2018

(A) গ্যালিলিও

(B) প্লেটো

(C) আইনস্টাইন

(D) এঁদের কেউই নন

25. শিক্ষা অধিকার আইন চালু হয় Tripura TET-2018

(A) 2005 সালে

(B) 2009 সালে

(C) 2012 সালে

(D) উপরের কোনটিই নয়

26. গণিত ও ভাষা- Tripura TET-2018

(A) খুবই সম্পর্কযুক্ত

(B) সম্পর্কহীন

(C) বিপরীতধর্মী

(D) উপরের কোনটিই নয়

27. গণিতে সূত্রসমূহ প্রতিষ্ঠার জন্য যথাযথ পদ্ধতি হল

Tripura TET-2018

(A) পরিকল্পনা

(B) আরোহী

(C) সংশ্লেষণ

(D) উপরের কোনটিই নয়

28. আচরণবাদের জনক হলেন-Tripura TET-2019

(A) জে. বি. ওয়াটসন

(B) ই. এল. থর্নডাইক

(C) অ্যারিস্টটল

(D) এঁদের কেউই নন

29. প্রশ্নোত্তর পদ্ধতির প্রবক্তা হলেন-Tripura TET-2019

(A) এম. মন্তেসরী

(B) গ্যাল্টন

(C) সক্রেটিস

(D) এঁদের কেউই নন

30. NUEPA সম্পর্কিত বিষয় হল-Tripura TET-2019

(A) শিক্ষামূলক মূল্যায়ন

(B) শিক্ষামূলক পরিকল্পনা

(C) শিক্ষামূলক একতা

(D) উপরের কোনটিই নয়

31. শিক্ষাদানের লক্ষ্য হল-Tripura TET-2019

(A) আচরণের পছন্দসই পরিবর্তন করা

(B) সাধারণ জ্ঞান দান করা

(C) তথ্য প্রদান করা

(D) উপরের কোনটিই নয়

32. RTE Act, 2009 অনুযায়ী, বিদ্যালয় উন্নয়

পরিকল্পনা প্রস্তুত করার দায়িত্ব কার উপর ?Tripura TET-2019

(A) বিদ্যালয়ের প্রধান শিক্ষক

(B) বিদ্যালয় উন্নয়ন কমিটি

(C) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি

(D) উপরের কোনটিই নয়

33. জ্ঞানমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা হল-Tripura TET-2019

(A) 3

(B) 4

(C) 6

(D) উপরের কোনটিই নয়

34.






বাংলা পেডাগোজি


১) ব্যকরন শিক্ষার ক্ষেত্রে কোনটি অধিকতর  উপযুক্ত ?

(ক) শিশুরা নিয়মগুলি মুখস্ত করবে

(খ) শিশুরা উদাহরণ থেকে নিয়মের দিকে অগ্রসর হবে

(গ) শিশুরা নিয়ম থেকে উদাহরণে  দিকে অগ্রসর হবে

(d) শিশুরা সূত্র ব্যবহার করবে

২)শিশুদের মধ্যে ভাষার দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন


(ক)  শোনার এবং কথা বলার পূর্ণ স্বাধীনতা 

(খ) কবিতা মুখস্ত করা

(গ)  বাগধারা মনে রাখা

(ঘ) ভালো বক্তার সাথে থাকা


৩) ভাষা শিখনের সঠিক ক্রম কোনটি?

ক) লিখন -পঠন-কথন-শ্রবন

খ) শ্রবন-লিখন-কথন -পঠন

গ) শ্রবন-কথন-পঠন-লিখন

ঘ) উপরের কোনোটাই নয়।

৪) অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের ভাষা শিক্ষার জন্য কোনটি কম গুরুত্বপূর্ন?

ক) কোনো গল্পকে নাটকে রূপান্তর করা

খ) সাহিত্য সভার আয়োজন করা

গ) লিখিত পরীক্ষার আয়োজন করা

ঘ) কোনো বিষয়ে নিজের মতামত প্রকাশ করা

৫) রিয়ার বড়ো গ্রুপের সামনে  কথা বলার সময় আটকে আটকে যায়। আপনি কীভাবে তাকে শিক্ষক হিসাবে সহায়তা করবেন?

ক) শুরুতে ছোট দলে কথা বলার প্রচুর সুযোগ করে দেবেন

খ) আপনি তাকে বড়ো গ্রুপের সামনে কি করে কথা বলতে হয় বোঝাবেন

গ) তাদের মধ্যে জোর করে আত্মবিশ্বাস নিয়ে আসবেন

ঘ) বড়ো গ্রুপে কথা বলার প্রচুর সুযোগ করে দেবেন

৬) ভাষা শিক্ষায় বানান ত্রুটির সমস্যা সমাধানে কি করা উচিত?

ক ) বানানের শুদ্ধ উচ্চারণ এবং লেখার অনুশীলন করানোর মাধ্যমে।

খ ) বানান ভুল উপেক্ষা করার মাধ্যমে

গ) বানান ভুল কতগুলি হয়েছে তার সংখ্যা গননার মাধ্যমে

ঘ) বানান ভুল সম্পর্কে কিছু বক্তৃতা দেওয়ার মাধ্যমে

৭) ভাষায় প্রবাদ প্রবচনের ব্যবহার হল-

ক) এটি ভাষা ব্যবহারের অনিবার্য অংশ

খ) এটি ভাষা ব্যবহারকে কার্যকর করে তোলে

গ) এটি ভাষার ব্যবহারকে নিয়ন্ত্রণ করে

ঘ) এটি ভাষার অলঙ্করণ হিসাবে কাজ করে।

৮) ষষ্ঠ শ্রেনীর বাংলা বইটির নাম-

ক) আমার বই

খ) পাতাবাহার

গ) সাহিত্যমেলা

ঘ) কিশলয়

৯ ) তৃতীয় শ্রেনীর পাঠ্যবই পাতা বাহারে কটি পাঠে ভাগ করা হয়েছে?

ক) ১০ টি

খ) ৮ টি

গ) ৫ টি

ঘ) ৬ টি

১০) সরব পাঠের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?

ক) শ্রোতা ও বক্তার মধ্যে ভাবের বিনিময় হয়।

খ) দীর্ঘক্ষণ সরব পাঠে মানসিক ক্লান্তি আসে।

গ) সরব পাঠে সময় ও পরিশ্রম কম লাগে।

ঘ) সরব পাঠে উচ্চারন ভুল থাকলে সংশোধন করা সম্ভব হয়।

সরব পাঠে সময় ও পরিশ্রম বেশি লাগে ।সঠিক উত্তর-গ

১১) বিষয়বস্তু নৈপুণ্য অর্জন করতে হলে কোন পাঠের প্রয়োজন ?

ক) সরব পাঠ

খ) নিরব পাঠ

গ) সমবেত পাঠ

ঘ) উপরের কোনোটাই নয়

১২ ) দীর্ঘকালীন পাঠের ক্ষেত্রে কোন পাঠ শ্রেয়?

ক) সরব পাঠ

খ) নিরব পাঠ

গ) সমবেত পাঠ

ঘ) উপরের কোনোটাই নয়

১৩) অনুকরন করে লেখা কে বলা হয়-

ক) শ্রুতি লিখন

খ) অনুলিখন

গ ) অনুকরন

ঘ) পত্রলিখন

১৪ ) শ্রুতিলিখনের মাধ্যমে-

ক) হস্তের ক্ষিপ্রতা বৃদ্ধি পায়

খ) মনের একাগ্রতা বৃদ্ধি পায়

গ) বানানের জ্ঞান বৃদ্ধি পায়

ঘ) উপরের সবগুলিই

১৫) নিচের কোনটি দৃষ্টান্ত চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়?

ক)  "

খ)  -

গ)  ;

ঘ) :-

:- চিহ্নটিকে ক্লোন ড্যাস বলা হয়

১৬) উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোন চিহ্ন বসে?

A.    বন্ধনীচিহ্ন

B.    কোলন ড্যাস

C.    পূর্নচ্ছেদ

D.    কমা

১৭. বাংলায় সং যোগ চিহ্ন হিসাবে কোনটি ব্যবহার করা হয়?

A.    বন্ধনীচিহ্ন

B.    কোলন ড্যাস

C.    পূর্নচ্ছেদ

D.    হাইফেন

১৮. একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের প্রাসঙ্গিক ভাবে সম্পর্ক স্থাপন কে বলা হয়-

ক) অনুকরন

খ) অনুরণন

গ) অনুসরন

ঘ) অনুবন্ধ

১৯) তথ্য সম্বলিত ছবিকে বলা হয়-

ক) আর্ট

খ)  চার্ট

গ)  ম্যাপ

ঘ) ফ্লাস বোর্ড

২০.ভাষার দক্ষতা হল-

ক) পঠন,লিখন

খ) শ্রবন

গ) কথন

ঘ) উপরের সবগুলিই

২১.মাতৃভাষার অর্থ হল-

ক) মায়ের ভাষা

খ) পিতার ভাষা

গ) পরিবারের ভাষা

ঘ) উপরের সবগুলিই

২২. ভাষা প্রথম অর্থপূর্ণ একক হল-

ক) অক্ষর

খ) বাক্য

গ) ধ্বনি

ঘ) শব্দ

২৩. ইউনিট পদ্ধতির প্রবর্তক ছিলেন-

ক) মরিসন

খ) চমস্কি

গ)মাইকেল ওয়েশটেড

ঘ) উপরের কেউই নয়

২৪.পাঠ পরিকল্পনায় সর্বাধিক সুবিধা পায়-

ক) শিক্ষার্থী

খ)শিক্ষক

গ) প্রধান শিক্ষক

ঘ) অভিভাবক

২৫)কবিতা পাঠের জন্য কোন ধরনের পাঠ উপযুক্ত -

ক) নিরব পাঠ

খ) সরব পাঠ

গ) সমবেত পাঠ

ঘ) উপরের কোনটিই নয়

২৬. ভাষা শিক্ষার দক্ষতার ক্ষেত্রে কোনটি সবশেষে আসে?

ক) পঠন

খ) লিখন

গ) কথন

ঘ) শ্রবন

২৭.ডাল্টন পদ্ধতির জনক কে?

ক) হেলেন পার্খস্ট

খ) মাইকেল ওয়েস্টেড

গ) কিলপ্যাট্রিক

ঘ) ফ্রয়বেল

২৮.ডিসফাসিয়া(dysphasia) হল -

ক)  সূক্ষ্ম সঞ্চালন মূলক দক্ষতার অভাব 

খ) গনিতের ক্ষেত্রে সমস্যা

গ) লিখনের ক্ষেত্রে সমস্যা

ঘ) হাটা চলার সমস্যা

কথা বলার বা লেখার সময় সম্পূর্ণ বাক্যে লিখতে বা বলতে পারে না।

২৯.কোনো শিশুর খেলার মাঠের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ যেমন হপিং, জাম্পিং, দৌড়ানো এবং  বল ধরা বা লাথি মারা- ইত্যাদি অক্ষমতা দেখা দিলে -সেটি কোন ধরনের অক্ষমতা বলা হয়?

ক) ডিসপ্রাক্সিয়া

খ)ডিসফাসিয়া

গ) ডিসলেক্সিয়া

ঘ) ডিসক্যালকুলিয়া

৩০. দক্ষতা ও অনুশীলনের মাধ্যমে ভাষা শিক্ষাকে বলা হয়-

ক) আত্তীকরন বা অধিগম

খ)শিখন

গ) আবৃত্তি

ঘ) অনুকরন

৩১.যখন ভাষা স্বাভাবিকভাবে  এবং  অনুশীলন ছাড়ায় শেখা  হয় তখন তাকে বলা হয়-

ক) আত্তীকরন বা অধিগম

খ)শিখন

গ) আবৃত্তি

ঘ) অনুকরন

৩২. শিখন ও আত্তীকরন বা অধিগমের ক্ষেত্রে কোনটি সত্য নয়?

ক) আত্তীকরন একটি স্বাভাবিক পদ্ধতি।

খ) শিখন  একটি ধারাবাহিক প্রক্রিয়া।

গ) বিষয় দক্ষতার ফলাফল হল শিখন

ঘ) আত্তীকরন ফলে প্রজ্ঞার স্তর বৃদ্ধি পায়।

৩৩.দ্বিতীয় ভাষা বলতে বোঝায়-

ক) মাতৃভাষা

খ) আঞ্চলিক ভাষা 

গ) স্থানীয় ভাষা ছাড়া অন্য ভাষা

ঘ) উপরের কোনোটাই নয়

৩৪. পিয়াঁজের মতে শিখন সংঘটিত হয় -

ক) জন্মগত ভাষার দক্ষতার কারনে

খ) উদ্দীপকের প্রত্যক্ষেনের মাধ্যমে 

গ ) আত্তীকরন ও অভিযোজনের মাধ্যমে

ঘ) বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে 

৩৫. ভাইগটস্কির মতে, শিখন সংঘটিত হওয়ার কারন হল-

ক) সামাজিক মিথোস্ক্রিয়ার কারনে

খ) জন্মগত ক্ষমতার অধিকারী হওয়ার কারনে

গ) উদ্দীপকের কারনে

ঘ) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কারনে

৩৬. আত্তীকরনের মাধ্যমে প্রধানত যে ভাষা শিক্ষা হয় সেটি হল-

ক) মাতৃভাষা 

খ) দ্বিতীয় ভাষা

গ) বিদেশী ভাষা

ঘ) উপরের কোনোটাই নয়

৩৭.ভাষার আত্তীকরনে প্রয়োজন হয়-

ক) অনুকরন

খ) প্রজ্ঞার

গ) শ্রেনীকক্ষের

ঘ) উপরের কোনোটাই নয়

৩৮. ভাষা শিক্ষনের ক্ষেত্রে নিচের কোনটিতে ব্যকরনের প্রয়োজন হয় না-

 ক) আত্তীকরন বা অধিগম

খ)শিখন

গ) আবৃত্তি

ঘ) অনুকরন

৩৯.ভাষা অর্জনের ক্ষমতা শিশুদের মধ্যে জন্মগত-এই কথাটি বলেছেন-

ক) পিয়াঁজে

খ) চমস্কি

গ) বাগইটস্কি

ঘ) স্কিনার

৪০.শিশুর ভাষা শিক্ষা সমাজের সাথে মিথোস্ক্রিয়ার ফল-এই কথাটি বলেছেন-

ক) পিয়াঁজে

খ) চমস্কি

গ) বাগইটস্কি

ঘ) স্কিনার

৪১.ভাষা  অন্যান্য জ্ঞানীয় প্রক্রিয়ার মতো পরিবেশের সাথে মিথোস্ক্রিয়ার  মাধ্যমে বিকশিত হয়-এই কথাটি বলেছেন-

ক) পিয়াঁজে

খ) চমস্কি

গ) বাগইটস্কি

ঘ) স্কিনার

৪২.কাদের মতে ভাষা শিক্ষা অনুকরনের মাধ্যমে সংঘটিত হয়?

ক) আচরনবাদী

খ) নির্মিতিবাদী

গ) মানবতাবাদী

ঘ) উপরের কোনোটাই নয়

৪৩. নিচের কোনটি গ্রহনধর্মী দক্ষতা-

ক) লিখন

খ) কথন

গ) শ্রবন

ঘ) উপরের কোনোটি নয়

শ্রবন ও পঠনকে গ্রহনধর্মী (receptive skills)দক্ষতা বলা হয় যেখানে লিখন ও কথনকে উৎপাদনাত্মক দক্ষতা বা সক্রিয়তা ভিত্তিক (productive or active skills) দক্ষতা বলা হয়। 


৪৪.নিচের কোনটি গ্রহনধর্মী দক্ষতা-

ক) লিখন

খ) পঠন

গ) শ্রবন

ঘ) উপরের কোনোটি নয়

শ্রবন ও পঠনকে গ্রহনধর্মী (receptive skills)দক্ষতা বলা হয় যেখানে লিখন ও কথনকে উৎপাদনাত্মক দক্ষতা বা সক্রিয়তা ভিত্তিক (productive or active skills) দক্ষতা বলা হয়। 

৪৫.ভাষা শুধু প্রকাশের মাধ্যম নয়, ভাষা হল  – – – – – – – – – – –মাধ্যম।

ক) লিখনের

খ) পড়ার

গ) কথোপকথনের

ঘ) শোনার

৪৬.চমস্কি অনুসারে কোন বিবৃতিটি সঠিক?

(ক) শিশুদের ভাষা শেখার সহজাত ক্ষমতা আছে।

(খ) শিশুদের ভাষা শেখার ক্ষমতা নেই।

(গ) শিশুদের ভাষা শেখার ক্ষমতা খুবই সীমিত।

(ঘ) শিশুদের ব্যাকরণ শেখাতে হবে।

৪৭.কোন ভাষার গুরুত্ব সবচেয়ে বেশি?

ক) লিখিত ভাষা

খ) পঠনযোগ্য ভাষা

গ) সাধু ভাষা

ঘ) মৌখিক ভাষা


৪৮.LAD এবং LAS এর ধারনা কে দেন?

ক) পিয়াঁজে

খ) চমস্কি

গ) বাগইটস্কি

ঘ) স্কিনার

৪৯. ভাষার অর্থ যুক্ত ন্যূনতম অংশ হল

ক) দল

খ) রূপতত্ত্ব

গ) রূপমূল

ঘ)  রূপমূল

৫০. শ্রেণীকক্ষে পাঠ্যবিষয়, চিত্রলেখ (graphics), চলচ্চিত্র (animation) এবং ধ্বনির একীকরণ কোন বিষয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য (CTET-2014)

(1) বহুধামাধ্যম (multimedia)

(2) নীতি শিক্ষামূলক বর্ণনা (didactic illustrations) 

(3)অনুসন্ধানমূলক শিক্ষা (heuristics)

(4) পাঠ্যবিষয়গত বিশ্লেষণ textuillustrations ) ।


51. চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য (CTET-2014)

(1) বিষয়টিতে উত্তরে প্রত্যাশিত শব্দসংখ্যা ।

(2) প্রাসঙ্গিকতা (Relevance) 

(3) সুসজ্জিত ভাষার ব্যবহার (Use of flowery language) |

(4) অনিশ্চিত ভাষার ব্যবহার (Use of ambiguous language)

52. ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হল –(CTET-2014)

(1) শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন ।

(2) শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো ।

(3) শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ণ

(4) উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন ।

53.সাম্প্রতিক কালে ব্যাকরণে কীসের ওপর অধিক

গুরুত্ব দেওয়া হবে

(1) বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে।

(2) ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস ।

(3) বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠনরীতি এবং কাল (tense) অনুযায়ী বিভিন্ন রূপ ।

(4) দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো ।

54.পাঠ বিশ্লেষণের সময় একজন শিক্ষার্থী নীচের

কোনটি করে ?–(CTET-2014)

(1) তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করে ।

(2) মূলবিষয়, ধারণা বা সারমর্ম বোঝার জন্য পাঠ্যবিষয়টি বারবার দেখতে থাকে ।

(3) অসংলগ্ন বর্ণনা থেকে কোন বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করে ।

(4) পড়ার পর প্রাসঙ্গিক তথ্যগুলি গুছিয়ে লেখার চেষ্টা করে ।

55.দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যবিষয়ের কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে তা নির্ধারণ করতে শিক্ষক/শিক্ষিকাদের নীচের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে –

(1) সংযোগ স্থাপনের জন্য সর্বনাম এবং সংযোজকমূলক অব্যয়ের ব্যবহার ।

(2) বর্ণনার সাথে অনুচ্ছেদটির গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো ।

(3) অনুচ্ছেদটির সারমর্মের উপস্থাপনা ।

(4) ছাপার অক্ষরগুলি চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙ্গুলের সাহায্য দেখাবে ।

56.শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে

অত্যন্ত প্রয়োজনীয়–(CTET-2014)

(1) ঐকিক মূল্যায়ন (Unit Test)

(2) পার্বিক মূল্যায়ন (Summative Test)

(3) সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার নথি (Anecdotal

Record)

(4) দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ (Portfolio)

 পোর্টফোলিও হল শিক্ষার্থীদের কাজের একটি পদ্ধতিগত সংগ্রহ যা পাঠ্যক্রমের এক বা একাধিক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের ক্রিয়াকলাপ, কৃতিত্ব এবং কৃতিত্বের বিবরন নথিভুক্ত থাকে।

57.জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনায় অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা – এই দুটি

ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন ––(CTET-2014)

(1) মৌখিক যোগাযোগ স্থাপন ।

(2) পঠন ।

(3) ইন্টারনেটের সাহায্য গ্রহণ ।

(4) একটি পৃথক দৃষ্টিভঙ্গী নিয়ে পুর্ণলিখন ।

58.শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে ।

যদি কোন কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে তার জন্য নীচের কোন পদ্ধতিটি  সর্বাপেক্ষা গ্রহণযোগ্য :-

(1) দৃষ্টিগ্রাহ্য (visual) এবং/অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ, কোন বক্তৃতা নয় ।

(2) সরাসরি বক্তৃতা এবং/অথবা দৃষ্টিগ্রাহ্য নির্দেশ (visual instructions) 

(3)উচ্চস্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ, কোন বক্তৃতা নয় ।

(4) সরাসরি বক্তৃতা এবং/অথবা উদ্দেশ্য পরিকল্পিত (manipulative) নির্দেশ ।

59.সংযোগস্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী, ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে । এর অর্থ –––(CTET-2014)

(1) ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগস্থাপন ।

(2) গ্রাম্য উচ্চারণগুলি অনুকরণ ।

(3) ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা ও নুতন কিছু জানা ।

(4) ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রিত করা ।

60.শ্রেণীকক্ষে খেলাধূলার মাধ্যমে ভাষাগত দক্ষতা

অর্জনে শিক্ষার্থীদের জন্য সে বিষয়টি বাঞ্জনীয় –––(CTET-2014)

(1) অধিক সাহিত্যপাঠে উৎসাহিত করা ।

(2) প্রযুক্তিমূলক কার্যাবলির তুলনায় কম দামী উপকরণের ব্যবহার ।

(3)মূল্যায়ণ এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন

(4)অতিরিক্ত পাঠ্যপুস্তক ব্যবহারের প্রবণতা ।

61.ভাষাগত বিভিন্নতা রয়েছে এরূপ একটি শ্রেণীকক্ষে সুসংগতিপূর্ণ শিখন-পরিবেশ সৃষ্টির জন্য নীচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয়––(CTET-2014)

(1) অনবরত মাতৃভাষা ব্যবহার করে ।

(2) লক্ষ্য ভাষার সুশৃঙ্খল প্রয়োগ ।

(3)শিক্ষণ প্রণালি ও যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলির প্রয়োগ ।

(4) যখন লক্ষ্য ভাষা ব্যবহৃত হচ্ছে না তখন সেই সম্পর্কিত সুবিধা প্রত্যাহার করে ।

62.ভাষা অর্জনের ক্ষেত্রে “শব্দগত জ্ঞান উন্নয়ন”

(Lexical development) বোঝায় -(CTET-2014)

(1) অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা ।

(2)ব্যাকরণগত উন্নয়ন পর্যায় ।

(3) বাক্যগঠন বা পদ বিন্যাস গত জ্ঞান অর্জন ।

(4) সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। 

Lexical শব্দের অর্থ হল শব্দ ভাণ্ডার।

63. ‘কথাবলা’কে একটি স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয় কারণ –(CTET-2014)

1)কেবলমাত্র মাতৃভাষাই নির্ভুলভাবে শেখা সম্ভব ।

2) সাধারণতঃ সুস্থ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই কথা বলতে শেখে।

(3) সাধারণতঃ শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে ।

(4) শিক্ষণ সহায়ক উপকরণ (teaching aids) ব্যতীত শ্রেণীকক্ষে ভাষা শেখানো সম্ভব নয় ।

64.পরিকল্পিত উপায়ে বিশেষভাবে শরণাপন্ন শিক্ষার্থী

(special needs students) – দের ভাষাগত দক্ষতার বিকাশ ঘটানো, কিন্তু পাশাপাশি শ্রেণীকক্ষের বৈশিষ্টগুলি সামঞ্জস্যপূর্ণ-ভাবে বজায় রাখার প্রচেষ্টা – এটি একটি

(CTET-2014)

( 1 ) গ্রহণশীল (inclusive) প্রচেষ্টা ।

(2)শৃঙ্খলিত (disciplined) প্রচেষ্টা ।

(3) সৃজনশীল (creative) প্রচেষ্টা ।

(4) সৰ্বার্থসাধক (comprehensive) প্রচেষ্টা।

65.যদি সমস্ত শিক্ষার্থীগণ তাদের মতামত যথাযথভাবে প্রকাশ করতে সক্ষম হয়, তাদের সম্পর্কে যে বিচার দেওয়া হবে তা বুঝতে পারে এবং যে পাঠ্য বিষয়টি তারা পড়ছে তা সঠিক ভাবে বিশ্লেষণ করতে পারে এইরূপ সম্ভব করার জন্য লক্ষ্য ভাষার ক্ষেত্রে প্রয়োজন-(CTET-2014)

(1) অপরিমিত শব্দভান্ডার ।

(2)মাতৃভাষার সাথে অন্যভাষার শব্দ ব্যবহার ।

(3)ব্যাকরণ সম্পর্কিত নিয়মগুলি মুখস্থ করা ।

(4)ভাষার গঠনরীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ ।

66.নীচের কোন বিবৃতিটি সঠিক?(CTET-2014)

(1) একটি পাঠ পড়ানোর আগে অথবা পড়ে প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত যা অত্যন্ত কার্যকরী ।

(2)সমস্ত পার্বিক মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষণ শিখনের উন্নয়ন ।

(3)প্রস্তুতিকালীন মূল্যায়ণ একটি শিক্ষার্থী ভাল (good), সাধারণ (average) না দুর্বল (poor) – এটি বুঝতে আমাদের সাহায্য করে।

(4) সমস্ত প্রস্তুতিমূলক কার্য মূল্যায়নের উদ্দেশ্য সাধিত করে ।

67.দ্বিতীয় ভাষায় ভাষাগত দক্ষতাঅর্জন একটি

অভ্যাসের ব্যাপার । এর অর্থ –(CTET-2014)

( 1 ) সঠিক শব্দ ও পদবিন্যাসের দ্বারা বাক্য গঠন ।

(2)ধ্বনি, শব্দ, প্রকাশভঙ্গি এবং অর্থ শিখতে হবে।

(3)স্থানীয় লোকেদের মতো বাক্য গঠন ।

(4)সাধারণ কথাবার্তায় যে বিশেষ বাক্য ব্যবহার করা হয় তা মুখস্থ করতে হবে ।

68. যখন কোন শিক্ষার্থীর একটি নির্দিষ্ট শিখন অযোগ্যতার লক্ষণ নির্ধারিত করা সম্ভব হয়, তখন সেই তথ্যের ভিত্তিতে পঠন ও লিখনের মধ্যস্থতা করা সম্ভব হবে-(CTET-2014)

(1) গুরুত্বপূর্ণ বিষয়ের অভ্যাস করিয়ে ।

(2)পিতা-মাতাকে পরামর্শদানের মাধ্যমে (Parental counselling) |

(3) সংশোধনমূলক (Remedial teaching) |

(4) শিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীকে পরামর্শদানের মাধ্যমে (student counselling) |

69.লক্ষ্য ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষণ (CTET-2014)

(1) ব্যাকরণের সার্বিকজ্ঞান লাভের জন্য প্রযুক্তিমূলক উপকরণ (technological aids) অত্যন্ত প্রয়োজন ।

(2)শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর উৎসাহ দাবী করে ।

(3)পাঠ্য বিষয়ের মূল্যায়ণ করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটায় ।

(4) ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের প্রোৎসাহিত করে ।

70.বন্ধনীভূক্ত কোন্ বয়সী শিক্ষার্থীরা তাদের আহরিত বিশেষ ভাষা অভিজ্ঞতার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সেই ভাষার পরিমাণ এবং সার্থকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।(CTET-2014)

(1) (9–12) বছর।

(2) (1 – 4) বছর ।

(3) (15–17) বছর।

(4) ( 10 -14) বছর।

71.একটি দ্বিভাষিক শিক্ষামূলক শ্রেণীকক্ষে (bilingual education classroom ) -(CTET-2014)

(1) শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব ভাষা এবং লক্ষ্য ভাষা – দুটোতেই কথা বলবেন ।

(2) শিক্ষক কেবলমাত্র লক্ষ্য ভাষা বলবেন ।

(3)শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে একই ভাষা ব্যবহার করবে ।

(4)শিক্ষার্থীদের ভাষাতেই শিক্ষক কথা বলবেন ।

72.একজন শিক্ষক তাঁর বক্তৃতার আধুনিকীকরণ

করার জন্য একটি নথিভুক্ত চিত্র এবং সংকলিত

অনুষ্ঠানের দর্শনভিত্তিক নথি (video editing programme) ব্যবহার করেন এবং গৃহকার্যের

ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে দেন । এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের সাহায্য করে.(CTET-2014)

(1) একটি অসাধারণ উপস্থাপনার মাধ্যমে নিজেকে উন্মোচিত করতে ।

(2) নিজেকে প্রোৎসাহিত করতে এবং নিজে নিজে পড়তে ।

(3) নিজের স্বতন্ত্র আগ্রহকে খুঁজে পেতে ।

(4)কেবলমাত্র নির্দেশিত বিষয় নিয়ে অধ্যয়ন থেকে দূরে সরে থাকতে ।

73.ভাষামনস্তত্ত্বে যথাযথ প্রাসঙ্গিক ব্যাকরণ বলতে

বোঝায় (CTET-2014)

(1) অভ্যাসকার্যের উপর কম গুরুত্ব দিয়ে ব্যাকরণ ও লিখিত কার্যের মধ্যে সংযোগ খুঁজে বের করা  

(2)বিশুদ্ধি করণের জন্য নথিভূক্ত সাধারণ বাৰ্তালাপ শ্ৰবণ ।

(3)গৃহীত কার্যাবলির অর্জিত দক্ষতার মাধ্যমে ব্যাকরণশেখা, (acquisition)যেমন, পঠন এবং শ্রবণ ।

(4)ব্যাকরণের পরিচ্ছন্ন শিক্ষণ প্ৰণালী ।


74.একজন শিক্ষার্থী চিন্তাগ্রস্ত, তাকে অন্যমনস্ক লাগছে, এবং যতটা গ্রহণ করা উচিত তার কাছ থেকে ততটা সাড়া পাওয়া যাচ্ছে না । এরূপ অবস্থা শিক্ষাগ্রহণের ক্ষেত্রে যে বাঁধার সৃষ্টি করে তা হল –

(1)মানসিক বিকার জনিত ।

(2)জ্ঞান সংক্রান্ত।

(3)আবেগ জনিত ।

(4)শারিরীক ।

75.কী ধরণের প্রশ্ন শিশুদের চিন্তাশক্তির প্রসারে সহায়তা করবে ?

(1) সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন ।

(2)ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন (Personal response questions) |

(3)বদ্ধ-প্রশ্ন (Closed-ended questions) |

(4) বাস্তব তথ্যভিত্তিক প্রশ্ন (Factual questions) |


76.লিখিত কার্য মূল্যায়নের পঞ্চম স্তরে একটি.শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে এবং এমন ভাষা ব্যবহার করবে যা পাঠকের মনে প্রভাব ফেলবে । এই লিখিত কার্যটি সম্পর্কে লেখকের কাছ থেকে প্রত্যাশা থাকে

(1) কাল্পনিক বিবরণ দিতে চেষ্টা করবে ।

(2)একটি বিস্তৃত বিবরণ পেশ করবে ।

(3)আকর্ষণীয় ভাবে উপস্থাপিত করবে ।

(4) একটি সুনির্দেশিত সারমর্ম লিখবে ।

77. যা বলা হল শিক্ষার্থীকে তা নিজের ভাষায়

বলতে বলা

(1) সমা- হরণ ।

(2) তথ্যপরিবেশন।

(3) সংক্ষেপিকরণ ।

(4) পুণঃস্মরণ।

77.পাঠ টীকার পাঁচটি ধাপের কথা বলেছেন-

ক) হার্বাট

খ) ইউলিয়াম উন্ড

গ) ভাইগটস্কি

ঘ) স্কিনার

প্রস্তুতি(Peroration), উপস্থাপনা (Presentation),সং যোগ( association), সাধারণীকরণ (generalizing), প্রয়োগ (application)

78. লেখন-কৌশল উন্নত হতে পারে Tripura-2016

(A) নিয়মিত লেখার অভ্যাসের কারণে

(B) গল্প লেখার মাধ্যমে

(C) প্রবন্ধ লেখার মাধ্যমে

(D) উপরের সবগুলি

79. শিক্ষার্থীদের উপলব্ধির ক্ষমতা যাচাই করা হয় Tripura-2016

(A) শিক্ষণের মাধ্যমে

(B) পরীক্ষণের মাধ্যমে

(C) বোধ-পরীক্ষণের মাধ্যমে

(D) মূল্যায়নের মাধ্যমে

80.একজন আদর্শ শিক্ষকের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের

Tripura-2016

(A) ভালোভাবে পড়ানো

(B) পরীক্ষামূলকভাবে দেখানো এবং বোঝানো

(C) উৎসাহিত করা

(D) উপরের সবগুলি

81. মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য হল- Tripura-2016


(A) অন্য ভাষার তুলনায় নিজের ভাষাকে শ্রেষ্ঠ বলে বোঝানো

(B) অন্য ভাষায় পারদর্শী না হওয়ার উৎসাহ দেওয়া

(C) বিষয়ের গভীরে শিক্ষার্থীদের প্রবেশের অবাধ সুযোগ করে দেওয়া

(D) উপরের কোনোটিই নয়

82. শিক্ষার্থীর বোধ-শক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে না, যদি সে -Tripura-2016

(A) ক্রমাগত অনুশীলন না করে

(B) ক্রমাগত পরীক্ষা না দেয়

(C) ক্রমাগত গৃহশিক্ষক-নির্ভর না হয়ে পড়ে

(D) বিষয়ের প্রতি অধিকতর মনোযোগী হয়

83.86. ‘আমি কলকাতা যাই'—এই বাক্যটিকে ‘আমি

কলকাতা যান’ বললে বাক্যটি হবে

Tripura-2016

(A) অশুদ্ধ

(B) শুদ্ধ

(C) শুদ্ধও হতে পারে, অশুদ্ধও হতে পারে

(D) উপরের কোনোটিই নয়

84. ‘আমি শরবত দিয়ে চিনি করে খাই' বাক্যটি

Tripura-2016

(A) অর্থযুক্ত

(B) নিরর্থক

(C) অর্থ-পরম্পরা যুক্ত

(D) উপরের কোনোটিই নয়

85. ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত যে পদ্ধতি

সর্বাপেক্ষা কার্যকরী তা হল

Tripura-2016

(A) অবরোহী পদ্ধতি

(B) বিশ্লেষণ পদ্ধতি

(C) আরোহী পদ্ধতি

(D) ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি

86. ভাষার শিক্ষক হিসাবে শিক্ষার্থীর ভুল উচ্চারণ

সংশোধনের জন্য আপনি কি করবেন?

Tripura-2016

(A) শিক্ষার্থীকে আবৃত্তি ও শ্রুতি নাটকের রেকর্ড

কখনোই শোনাবেন না

(B) শ্রেণীকক্ষে সরব পাঠের উপর জোর দেবেন

(C) ব্যাকরণের ক্লাস বেশী করে নেবার প্রয়োজন

নেই

(D) শ্রেণীকক্ষে শ্রুতিলিখনের উপর গুরুত্ব দেবেন

87. ‘করিয়া’ শব্দটি চলিত বাংলায় ‘করে’ হয়, এর

ধ্বনিতাত্ত্বিক সূত্র হল

Tripura-2017

(A) অপিনিহিতি

(B) অভিশ্রুতি

(C) মধ্যস্বরাগম

(D) আদিস্বরলোপ

৪৪. শিক্ষার্থীর ভাষা-কৌশলের বিকাশসাধন সম্ভব হবে,

যদি সে

Tripura-2017

(A) ভালোভাবে ভাষা শোনে এবং বলার চেষ্টা

করে

(B) ভালোভাবে লেখা ও পড়ায় মনোযোগী হয়।

(C) শোনা, বলা, লেখা ও পড়ায় অমনোযোগী

না হয়

(D) ভালোভাবে শোনা ও পড়ার চেষ্টা করে

89. শিক্ষক ও শিক্ষার্থীর মধুর সম্পর্ক গড়ে ওঠার

পেছনে প্রধান কারণটি হল

Tripura-2017

(A) শিক্ষক শিক্ষার্থীকে ভালোভাবে পড়াবেন

(B) শিক্ষক শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে

দেখাবেন এবং বোঝাবেন

(C) শিক্ষক শিক্ষার্থীকে উৎসাহিত করবেন

(D) উপরের সবগুলি

90. মাতৃভাষার মাধ্যমে শিক্ষণের লক্ষ্য হল

Tripura-2017

(A) অন্য ভাষার তুলনায় মাতৃভাষাকে শ্রেষ্ঠ বলে

বুঝিয়ে দেওয়া

(B) অন্য ভাষার প্রতি অশ্রদ্ধার ভাব জাগিয়ে

তোলা

(C) মাতৃভাষার বিকাশ ও সমৃদ্ধির পথ সুগম করা

(D) উপরের কোনটিই নয়

91.একজন শিক্ষক তখনই সফল বলে প্রতিপন্ন হবেন,

যখন তিনি

(A) শিক্ষার্থীদের যত্ন করে পড়াবেন

(B) শিক্ষার্থীদের উৎসাহিত করবেন

(C) শিক্ষার্থীদের সমস্যা বিষয়ে আন্তরিক হবেন

(D) উপরের সবকটিই

92.বিদ‍্যালয়ে ছাত্রছাত্রীদের সৃজনাত্মক  কাজ সকলের সামনে তুলে ধরার জন‍্য নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে


বুলেটিন বোর্ড

ব্ল‍্যাকবোর্ড

পকেট বোর্ড

উপরের সবগুলিই 



























-