বুদ্ধি

 ১) IQ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

HPTET-2017

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

২.বুদ্ধি শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক) ফ্রান্সিস গ্যালটন

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

৩. বুদ্ধির অভীক্ষার জনক 

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

৪) মানসিক বয়স কথাটি প্রথম কে ব্যবহার করেন?

 HTET-2019

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) আলফোর্ড বিনেট

ঘ) টারম্যান

৫) গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে প্রথমে কটি উপাদানের কথা বলেছেন?

ক) ১০০

খ) ৯০

গ) ১২০

ঘ) ১৫০

৬) বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বটি কে দেন?

ক) থর্নডাইক

খ) ইউলিয়াম স্টার্ন

গ) গিলফোর্ড 

ঘ) টারম্যান

৭ )  স্পিয়ারম্যানের মতে বুদ্ধির বিকাশ কোন বয়সে থেমে যায়?

ক) ১০ বছর

খ) ১৪ বছর

গ) ১৮ বছর

ঘ) ২০ বছর

৮) বিমূর্ত চিন্তা করার ক্ষমতায় হল বুদ্ধি--এই কথাটি কে বলেছেন?

ক) টারম্যান

খ) গিলফোর্ড

গ) ক্যাটেল

ঘ) স্পিয়ারম্যান

৯) রামের বয়স ৮ বছর এবং তার মানসিক বয়স ১২ বছর। রামের বুদ্ধ্যাঙ্ক হল-

ক) ১০০

খ)১২০

গ) ৭৫

ঘ) ১৫০

১০) নিচের কোনটি বুদ্ধির বৈশিষ্ট্য -

ক) বুদ্ধি হল একপ্রকার মানসিক প্রক্রিয়া

খ) বুদ্ধি ও যৌনগত পার্থক্য সুস্পষ্টভাবে লক্ষণীয়

গ) বুদ্ধির ক্ষেত্রে  জাতিগত  পার্থক্য দেখা যায়

ঘ) বুদ্ধি সহজাত ও অর্জিত

১১ ) মন্ত্রী, ব্যবসায়ী, সমাজসেবী--এদের নিচে যে ধরনের বুদ্ধি দেখা যায়---

ক) মূর্ত বুদ্ধি

খ) বিমূর্ত বুদ্ধি

গ) সামাজিক বুদ্ধি

ঘ) যান্ত্রিক বুদ্ধি

১২) থর্নডাইকের মতে বুদ্ধির শ্রেনী কটি?

ক) দুটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

তিনটি--মূর্ত,বিমূর্ত ও সামাজিক বুদ্ধি

১৩) বিমূর্ত বুদ্ধি সহায়তা করে -

ক) ইঞ্জিনিয়ার হতে গেলে

খ) সমস্যা সমাধান করতে

গ) রাজনীতি নেতা হতে গেলে

ঘ) ব্যবস্যাদার হতে গেলে

১৪) বুদ্ধির বহু উপাদান তত্ত্ব (  Multiple Factor theory)  কে দিয়েছেন?

ক) থার্স্টোন

খ) থর্নডাইক

গ) কোহলার

ঘ) গিলফোর্ড

১৫) থর্নডাইকের মতে শব্দের অক্ষর এবং গাণিতিক চিহ্ন বুঝতে পারা-কি ধরনের বুদ্ধি?

(a) মূর্ত

(খ) বিমূর্ত

(গ) সামাজিক

(d) রাজনৈতিক

১৬)  1995 সালে 'প্রাক্ষোভিক বুদ্ধি  শব্দটি কে জনপ্রিয় করেছিলেন?

Tripura Tet-2018 

ক) মাইকেল বেলডোচ

খ) পিটার সালোভে

গ) ড্যানিয়েল গোলম্যান

ঘ) উপরের কোনোটাই নয়

১৭) পিছিয়ে পড়া শিশুর বুদ্ধাংক কোন সীমার মধ্যে পড়ে?

ক) ৭০ এর নীচে

খ) ৬০ থেকে ৭০ এর মধ্যে

গ) ৮০ থেকে ৯০ এর মধ্যে

ঘ) ১০০ এর মধ্যে

১৮) পঠন যোগ্য শিশুর  IQ কত?

ক) ১৪০ এর উপরে

খ) ১২০ এর উপরে

গ) ৭০ -১১০ এর উপরে

ঘ) ৭০ এর নীচে

১৯) বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কে দেন?

ক) স্টার্নবার্গ

খ) স্পিয়ারম্যান

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

২০) নিচের কোনটি g এর বৈশিষ্ট্য নয়?

ক) এটি অর্জিত।

খ) এটি সর্বজনীন

গ) ব্যক্তিবিশেষে এটি ধ্রুবক

ঘ) ব্যক্তির সকল কাজেই এটি প্রয়োজন।

এটি অর্জিত নয়, বংশগত

২১) বুদ্ধি সংক্রান্ত ট্রেডার সমীকরনটি কোন মনোবিদ দেন?

ক) স্টার্নবার্গ

খ) স্পিয়ারম্যান

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

২২) তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধির ধারনা কে দেন?

ক) স্টার্নবার্গ

খ) ক্যাটেল

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

২৩) বয়স বাড়ার সাথে তরল বুদ্ধি ----  যেখানে কেলাসিত বুদ্ধি------- পায়।

ক) হ্রাস পায় , বৃদ্ধি পায়

খ) বৃদ্ধি পায় ,হ্রাস পায়

গ) একই থাকে,বৃদ্ধি পায়

ঘ) একই থাকে,হ্রাস পায়

তরল বুদ্ধি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত যেখানে কেলাসিত বুদ্ধি অভিজ্ঞতা ফল।

২৪) প্রতিভাবান শিশুর IQ কত?

ক) 120 এর উপরে

খ) 140 এর উপরে

গ) 100 এর উপরে

ঘ) 180 এর উপরে

২৫) সৃজনশীল  শিশুর IQ কত?

ক) 120 এর উপরে

খ) 140 এর উপরে

গ) 100 এর উপরে

ঘ) 180 এর উপরে

২৬) সৃজনশীল শিশুর ক্ষেত্রে কোন ধরনের চিন্তন বেশি দেখা যায়?

ক) অভিসারী চিন্তন

খ) অপসারী চিন্তন

গ) স্বাভাবিক চিন্তন

ঘ) ভাবনাত্মক চিন্তন

২৭) মানসিক প্রতিবন্ধী(MR)  শিশুর বুদ্ধাঙ্ক কত?

ক) ৮০ এর নীচে 

খ) ৭০ এর নীচে

গ)  ৬০ এর উপরে

ঘ) ৩০ এর নীচে

২৮) গার্ডনার বহুমুখী বুদ্ধিতত্ত্বে কোন প্রকার বুদ্ধির কথা উল্লেখ করেন নি?

ক) স্থানিক বুদ্ধি

খ) ছন্দাশ্রেয়ী বুদ্ধি

গ) প্রাক্ষোভিক বুদ্ধি

ঘ) যৌক্তিক গানিতিক বুদ্ধি

২৯) থার্স্টোনেএ প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্ব্বে দ্রুত শব্দ ব্যবহার ক্ষমতা প্রকাশ করা হয়---

ক) S

খ) P

গ) W

ঘ) V

৩০) বিনে সাইমন অভীক্ষা পরিমাপ করে--

ক) সাধারন বুদ্ধি

খ) বিশেষ বুদ্ধি

গ) প্রবনতা

ঘ) প্রক্ষোভ

৩১) স্পিয়ারম্যানের দ্বি উৎপাদান তত্ত্বে দুটি উপাদান হল-

ক) অপসারী ক্ষমতা ও অভিসারী ক্ষমতা

খ) বিশেষ শক্তি ও সাধারন শক্তি

গ) স্থানিক ক্ষমতা ও প্রত্যক্ষন ক্ষমতা

ঘ) আরোহী ক্ষমতা ও অবরোহী ক্ষমতা

৩২) স্পিয়ারম্যান কোথাকার মনোবিদ ছিলেন?

ক) জার্মান

খ) ব্রিটেন

গ) রাশিয়া

ঘ) আমেরিকা

৩৩) অন্য ব্যক্তির ইচ্ছা, আগ্রহ,কৌতূহল,প্রেষনা ইত্যাদি বোঝে যে আচরন করতে পারে এবং সু সসম্পর্ক বোঝায় রাখতে পারে তার বুদ্ধিকে বলা হয়--


ক) আন্তব্যাক্তি বুদ্ধি

খ) অন্তব্যক্তি বুদ্ধি

গ) প্রাকৃতিক বুদ্ধি

ঘ)স্থানিক বুদ্ধি

৩২) বুদ্ধির তথ্য প্রক্রিয়াকরন তত্ত্বটি কে দিয়েছেন?

ক) স্টার্নবার্গ

খ) ক্যাটেল

গ) গিলফোর্ড

ঘ) থর্নডাইক

৩৩) স্টার্নফোড বিনে অভীক্ষা নিচের কোনটি পরিমাপ করতে ব্যবহৃত হয়?

ক) পরিনমন

খ) বুদ্ধি

গ) প্রেষনা

ঘ) স্মৃতি

৩৪) আর্মি আলফা অভীক্ষা হল-

ক) দলগত বাচনিক অভীক্ষা

খ) দলগত অবাচনিক অভীক্ষা

গ)ব্যক্তিগত বাচনিক অভীক্ষা

ঘ) ব্যক্তিগত  অবাচনিক অভীক্ষা

৩৫) নিচে জড়বুদ্ধি সম্পন্ন বালকের IQ-

ক) ০-২৫

খ) ২৫-৫০

গ) ৫০-৭০

ঘ)৭০-১০০

৩৬) আর্মি আলফা এবং আর্মি বিটা অভীক্ষা হল-

ক) দলগত বাচনিক অভীক্ষা

খ) দলগত অবাচনিক অভীক্ষা

গ)ব্যক্তিগত বাচনিক অভীক্ষা

ঘ) ব্যক্তিগত  অবাচনিক অভীক্ষা

৩৭) একজন সফল ইন্টেরিয়র ডিজাইনারের কোন ধরনের বুদ্ধি থাকা প্রয়োজন?

ক) মূর্ত

খ) বিমূর্ত

গ) সামাজিক

ঘ) প্রাক্ষোভিক

  ৩৮) বুদ্ধির বৈজ্ঞানিক পরিমাপ সর্বপ্রথম কে করেছিলেন?

ক) বিনে

খ) স্টার্ন

গ) টারম্যান

ঘ) উপরের কোনোটিই নয়

৪০) নিচের কোনটি গার্ডনারের দেওয়া বুদ্ধি নয়?

ক) ভাষাগত বুদ্ধি

খ) দেহ সঞ্চালনগত বুদ্ধি

গ) স্থানিক বুদ্ধি

ঘ) সাংস্কৃতিক বুদ্ধি

৪১) বিনে সাইমন অভীক্ষা নির্মান করা হয়েছিল কোন বয়সের জন্য?

ক) ৩-৫ বছর

খ) ১০-২০ বছর

গ) ৩-১৫ বছর

ঘ) ১০-১৫ বছর

৪২) বুদ্ধির সর্বাধিক বিকাশ হয় কোন স্তরে?

ক) কৈশোরকাল

খ) বাল্যকাল

গ) শৈশবকাল

ঘ) প্রৌঢ়ত্বে










No comments:

Post a Comment