1. বিড়াল তপস্বী—এই বাগ্ধারাটির অর্থ হল
Tripura TET-2018
(A) যে বিড়ালটি তপস্যা করে
(B) তপস্বীর বিড়াল
(C) ভণ্ড লোক
(D) ভণ্ড বিড়াল
2. সমাসে একাধিক পদের মিলনে যে একটি পদ
গঠিত হয় সেই পদটিকে বলে
Tripura TET-2018
(A) পূর্বপদ
(B) সমস্ত পদ
(C) উত্তরপদ
(D) সমস্যমান পদ
3. মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করলে শিক্ষার্থীর
Tripura TET-2018
(A) চিন্তার সঙ্গে ভাষার সংগতি সাধন ঘটে
(B) লেখা সহজতর হয়
(C) মাতৃভাষার প্রতি আগ্রহ বাড়ে
(D) লেখাপড়ায় আনন্দ বাড়ে
4. শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-Tripura TET-2018
(A) পাঠ্যবই
(B) দৃশ্যশ্রাব্য-নির্ভর উপাদান
(C) শিক্ষক
(D) কর্মকেন্দ্রিক সাজসরঞ্জাম শিক্ষা লাভের উপযুক্ত
5.ব্যকরন ভাষাটি কোন ভাষা থেকে সৃষ্টি হয়েছে?
ক) বাংলা
খ) হিন্দী
গ) সংস্কৃত
ঘ) আরবি
6. প্রাথমিক স্তরে কবিতা শেখার উত্তম পদ্ধতি কোনটি?
ক ) ছবি আকার মাধ্যমে
খ) খেলার মাধ্যমে
গ) গান ও অভিনয়ের মাধ্যমে
ঘ) আরোহী ও অবরোহী পদ্ধতির মাধ্যমে
7.মুখের ভাষা ব্যবহারে-Tripura TET-2018
(A) বক্তাই প্রধান
(B) শ্রোতাই প্রধান
(C) বক্তা ও শ্রোতা পরস্পর সন্নিহিত থাকে
(D) উপরের কোনোটিই নয়
8. বাংলা, হিন্দি, উড়িয়া—ভাষা তিনটি হল-Tripura TET-2018
(A) নব্য-ভারতীয় আর্যভাষা
(B) প্রাচীন ভারতীয় আর্যভাষা
(C) মধ্য-ভারতীয় আর্যভাষা
(D) উপরের কোনোটিই নয়
9. অভিশ্রুতি যে উপভাষার প্রধান বৈশিষ্ট্য সেটি হল-Tripura TET-2018
(A) বঙ্গালী উপভাষা
(B) বরেন্দ্রী উপভাষা
(C) রাঢ়ী উপভাষা
(D) উপরের কোনোটিই নয়
10. “অন্য ভাষার সঙ্গে সংস্রবের কারণেও ধ্বনি
পরিবর্তন ঘটে।” উক্তিটি-Tripura TET-2018
(A) সঠিক
(B) আংশিক সঠিক
(C) সঠিক নয়
(D) উপরের কোনোটিই নয়
11. শিক্ষকতার প্রধান বৈশিষ্ট্য হল-Tripura TET-2018
(A) কঠোর শৃঙ্খলাবোধ
(B) ছাত্রদের প্রতি ভালোবাসা
(C) আত্মবিশ্বাস
(D) উপরের কোনোটিই নয়
12. সঠিক উচ্চারণের জন্য প্রয়োজন-Tripura TET-2018
(A) পঠন
(B) শ্রবণ
(C) অনুকরণ
(D) উপরের কোনোটিই নয়
13. শিশুর ভাষা শিক্ষায় ত্রুটিমুক্ত পঠন কৌশলের ক্ষেত্রে সর্বাধিক উপযোগী ধাপটি (stage) হল-Tripura TET-2019
(A) সমবেত পাঠ
(B) নীরব পাঠ
(C) সরব পাঠ
(D) উপরের কোনটিই নয়
14. ছাত্রের উচ্চারণ ও বাচনভঙ্গির ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে-Tripura TET-2019
(A) নীরব পাঠের সাহায্যে
(B) সমবেত পাঠের সাহায্যে
(C) চর্বণা পাঠের সাহায্যে
(D) উপরের কোনটিই নয়
15. আদর্শ শিক্ষক হলেন তিনি, যিনি ছাত্রদের-Tripura TET-2019
(A) সব বিষয়ে শাসন করেন
(B) বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক
(C) সমগ্র পাঠক্রম পড়ান
(D) উপরের কোনটিই নয়
16. মূল্যায়নের উদ্দেশ্য হল শিক্ষার্থীকে-Tripura TET-2019
(A) খুশি করা
(B) উৎসাহিত করা
(C) পড়াশোনার চাপে রাখা
(D) উপরের কোনটিই নয়
17. নীচের কোন্ শব্দটি শুদ্ধ?-Tripura TET-2019
(A) স্বাস্থ্য
(B) স্বাস্থ্য
(C) স্বাস্থ
(D) উপরের কোনটিই নয়
১৮.শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধকতা যুক্ত শিশুর বুদ্ধাংক কত?
ক ) 20-30
খ) 45-75
গ) 70-90
ঘ) 90-110
19.নিচের কোনটি একটি বিশেষ শিখনের অক্ষমতার উদাহরণ?
ক) মানসিক প্রতিবন্ধকতা
খ) ডিসলেক্সিয়া
গ) ADHD
ঘ) অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার
২০.নিচের কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ?
ক) মানসিক প্রতিবন্ধকতা (Mental Retardation)
খ) ডিসলেক্সিয়া
গ) ADHD
ঘ) অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার
21.প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধীকতা যুক্ত শিশুর বুদ্ধংংকের সীমা কত?
ক) ২০-৪০
খ)২৫-৪৪
গ) ৬০-৯০
ঘ)৭০-১০০
২২. মনোযোগের সমস্যা ও অতিসক্রিয়তা কোন ধরনের ব্যাধির( disorder) ক্ষেত্রে দেখা যায়?
নিচের কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ?
ক) মানসিক প্রতিবন্ধকতা (Mental Retardation)
খ) ডিসলেক্সিয়া
গ) ADHD
ঘ) অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার
২৩. নিচের কোনটির ক্ষেত্রে নিজের ভাষা অপরকে বোঝাতে পারে না এবং অপরের ভাষা নিজে বুঝতে পারে না?
ক) Expressive Language disorder
খ) Phonological disorder
গ) Stuttering
ঘ) উপরের কোনোটাই নয়
২৪.কোঠারি কমিশন বিদ্যালয়ে শিক্ষাদানের ক্ষেত্রে কটি ভাষার নির্দেশ দিয়েছেন?
ক) ৩ টি
খ) ২টি
গ) ১টি
ঘ) ৪টি
মাতৃভাষা, ইংরেজি,হিন্দী
২৫.‘ব্যাকরণ’ শব্দটির অর্থ?
ক) বিচার-বিশ্লেষণ
খ) ভাষার বিশ্লেষণ
গ) বিশেষভাবে বিশ্লেষণ
ঘ) ভাষার শৃঙ্খলা রক্ষা
২৬.
No comments:
Post a Comment