শিক্ষার ধারণা ও বুৎপত্তিগত অর্থ











✍✍শিক্ষার ধারণা(Concept of Education) ✍✍

 

 ✍শিক্ষা এমন এক প্রক্রিয়া যা মানুষকে অন্য প্রাণীর থেকে পৃথক করে। শিক্ষার দ্বারা মানুষ সামাজিক প্রাণীতে রূপান্তরিত হয়।

 ✍শিক্ষার দ্বারা মানুষের সর্বাঙ্গীণ বিকাশ সাধিত হয়। সমাজের রীতিনীতি সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম থেকে আর এক  প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হয়। 

✍মানুষ নিজের ব্যক্তিত্ব বৃদ্ধির সাথে সাথে নিজের জীবন সুখময় করে তুলতে সক্ষম হয় এবং দেশের বিকাশে অংশগ্রহণ করতে সক্ষম হয়। শিক্ষা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষকে অভিযোজিত  করে অগ্রসর হতে সাহায্য করে।

✍শিক্ষা শব্দটির বুৎপত্তিগত অর্থ


 ✍শিক্ষা শব্দটি সংস্কৃত শব্দ শিক্ষ ধাতু থেকে এসেছে।শিক্ষ ধাতুর সঙ্গে অ প্রত্যয় যুক্ত করে শিক্ষা শব্দটি গঠিত হয়েছে। শিক্ষ ধাতুর  অর্থ শেখা (to learn) এবং শেখানো ( to teach)।

 ✍আবার শিক্ষা শব্দটির উৎপত্তি শাস ধাতু থেকেও যার অর্থ হলো শাসন করা বা শৃঙ্খলা ( to controll or to discipline) 

✍বাংলা ভাষায় শিক্ষা শব্দটির সমার্থক শব্দ বিদ্যা। এই শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে যাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় বিদ+ক্যপ+আ।বিদ ধাতুর অর্থ হলো জ্ঞান অর্জন করা বা জানা (to know)

✍Education শব্দটির বুৎপত্তিগত  অর্থ-


Education শব্দটি ল্যাটিন শব্দ e-ducere শব্দ থেকে এসেছে যার অর্থ হলো প্রকাশ করা  (to draw out)  বা নির্দেশ  দান করা   অর্থাৎ শিশু শিক্ষার্থী মনের মধ্যে যে গুনাবলী সুপ্ত অবস্থায় আছে সেগুলো বাইরে আনা। 

অন্য একমতে  Education  শব্দটি ইংরেজি ল্যাটিন শব্দ  Educatum থেকে এসেছে।  এই শব্দটি E ও ducatum এই দুই শব্দের সমন্বয়ে গঠিত। Educatum শব্দটি অর্থ হলো শিক্ষাদানের কাজ (    act of teaching or training)  

অপর কিছু পণ্ডিতের মতে,Education শব্দটি Educare থেকে এসেছে যার অর্থ হলো লালন পালন করা (to bring up), পরিচর্যা করা (to nourish) 

আর একমতে   Educatio থেকে যার অর্থ অন্তনিহিত কোনো কিছু কে প্রকাশ করা।

 Multiple choice Type Question  








2 comments: