TET -Psychology study material।। পর্ব 4।।

 




।।সাইকোলজির গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্ন  -পর্ব-৪।।


1.প্রকল্প পদ্ধতি উদ্ভাবক কে?

W.H.. Kilpatric

2. প্রকল্প পদ্ধতি কার  শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে গড়ে ওঠে?
John Dewey

৩. প্রকল্প পদ্ধতির স্তর গুলি কি কি?
  • ক) উর্দেশ্য নির্ধারন
  • খ)পরিকল্পনা
  • গ)কর্মসম্পাদন
  • ঘ)সিদ্ধান্তগ্রহন

৪)   প্রকল্প পদ্ধতি কয়টি স্তর? 

চারটি

৫) মাতৃভাষাকে মাতৃদুগ্ধ এর  সাথে তুলনা করেছিলেন?

 রবীন্দ্রনাথ ঠাকুর

৬) দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন-

 ভাববাদী

৭) শিক্ষার হেরফের কার লেখা? 

রবীন্দ্রনাথ ঠাকুর

  ৮) Come let us live for Children- উক্তি কার?
ফ্রোয়েবেল

৯) আধুনিক শিক্ষার জনক কে? 

রুশো

১০)  ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে- এই উক্তিটি কোন শিক্ষা কমিশনের বলা হয়েছে? 

ভারতীয় শিক্ষা  1964

11) কোহলার কোন প্রাণী নিয়ে গবেষণা করেন? 

শিম্পাঞ্জী

12) আধুনিক মনোবিজ্ঞান কে কি নামে অভিহিত করা হয়? 

আচরণের বিজ্ঞান

13) সাইকলজি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? 

ল্যাতিন

14) কে প্রথম সাইকলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করেন?

Watt

15) সাইকলজিক্যাল ল্যাবরটরি কোথায় প্রথম স্থাপিত হয়?

Leipzig,Germany

16) ভারতে প্রথম কোথায় সাইকোলজিকাল ল্যাবরটরি স্থাপিত হয়?

 কলকাতা

17) থনডাইক কোন প্রাণীর ওপর গবেষণা করেন? 

বিড়াল 

18) ভারতে কে প্রথম সাইকোলজিকাল ল্যাবরেটরি  স্থাপন করেন?
A.N. Sen Gupta

19. পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশে কটি স্তর?

চারটি
20) শিখন যোগ্য শিশুর IQ কত? 

50 থেকে 70

21) কত বছর বয়সে শিশুর ব্রেন পরিণত হয?? 

 8 বছর বয়সে

22) মানসিক বয়সের ধারণা কে দেন? 
আলফ্রেড বিনেট

23) স্কিনার অপারেন্ট অনুবর্তন কোন প্রাণীর উপর পরীক্ষা করেন?

 পায়রা

24) 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতার হার কত?

70.5 শতাংশ

25) শিক্ষার অধিকার আইন  কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে?
Article-21A


পর্ব-২ পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-

টেলিগ্রাম গ্রুপে যোগ হতে নিচের লিঙ্কে ক্লিক করুন-











No comments:

Post a Comment