পরিবেশ বিদ্যা-।।পর্ব-১।।
পরিবেশ বিদ্যা
প্রশ্ন ১.কার নেতৃত্বে 'চিপকো আন্দোলন' গড়ে উঠে?
উত্তর - সুন্দর লাল বহুগুনা।
প্রশ্ন ২- পশ্চিম ঘাটের ঘন চিরসবুজ বন কি বলা হয়?
উত্তর - সোলা
প্রশ্ন৩ - ভারতে উদ্ভিদ এবং প্রাণিকুলের সর্বাধিক বৈচিত্র্য কোথায় পাওয়া যায়?
উত্তর-পশ্চিম ঘাটে।
প্রশ্ন ৪- কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?
উত্তর - আসামে।
প্রশ্ন ৫- পরিবেশ নির্ধারণের প্রবক্তা কে ছিলেন?
উত্তর - কার্ল রিটার।
প্রশ্ন ৬- বিশ্ব পরিবেশ দিবসটি কোন তারিখে পালিত হয়?
উত্তর - 5 ই জুন।
প্রশ্ন ৭- পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
উত্তর - 33 শতাংশ।
প্রশ্ন ৮-- কোনও অঞ্চলে গাছ বৃদ্ধির জন্য ন্যূনতম কত তাপমাত্রা প্রয়োজন?
উত্তর - 4 ডিগ্রি সে।
প্রশ্ন ৯- ভারতে অরন্য গবেষণাগার কোথায় অবস্থিত
উত্তর - দেরাদুন।
প্রশ্ন ১০- কাকে সবুজ স্বর্ণ বলা হয়?
উত্তর - অরন্যকে
প্রশ্ন ১১- ভারতে বেশিরভাগ বন সম্পদের মালিক কে?
উত্তর - রাজ্য।
প্রশ্ন ১২-ভারতে ' বাঘ্র প্রকল্প ' কোন বছরে শুরু হয়েছিল-
উত্তর - 1973
১৩-পৃথিবীর ডিটারজেন্ট কে?
উত্তর: ব্যাকটিরিয়া এবং ছত্রাক
প্রশ্ন ১৪- পরিবেশ বাঁচাতে চিপকো আন্দোলনের সাথে সম্পর্কিত রাজ্য-
উত্তর - উত্তরাখণ্ড
প্রশ্ন ১৫- বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের শতাংশের পরিমাণটি হ'ল-
উত্তর - 78.09
প্রশ্ন ১৬- দিন ও রাত হওয়ার মূল কারণ হ'ল-
উত্তর: পৃথিবী তার অক্ষের উপরে ঘোরে
১৭) বাস্তুতন্ত্র এর সকল শক্তির উৎস কি?
সূর্য
১৮)- Dachigam National পার্ক কোথায় অবস্থিত? -
উত্তর।জম্মু কাশ্মীর
১৯) ভারতে বর্তমানে কত শতাংশ বনভূমি আছে?
24.39%
২০.বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়?
১৬ সেপ্টেম্বর
আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment