স্বাধীনতার পূর্বে গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন:-:-

স্বাধীনতার পূর্বে  গুরুত্বপূর্ণ শিক্ষা   কমিশন:-






☑️
অ্যাডামস রিপোর্ট(Adam's Report 1835-38)


➡️ক)পরাধীন ভারতে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তা অনুসন্ধানের  প্রথম   রিপোর্ট ছিল অ্যাডামসের রিপোর্ট। লর্ড বেন্টিং এর আদেশে উইলিয়াম অ্যাডাম এটি তৈরি  করেন।


খ) এখানে দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনটি রিপোর্ট পেশ করা হয়।

প্রথমত-  পূর্ববর্তী সরকারি অনুদান গুলির সংক্ষিপ্ত বিবরণ।

দ্বিতীয়ত-  রাজশাহী জেলার নাটোর থানা কে  কেন্দ্র করে রিপোর্ট পেশ করা হয়।( কারণ নাটোর থানার সবচেয়ে বেশি গ্রাম ছিল।)

তৃতীয়ত - বাংলা বিহারের পাঁচটি জেলা কে কেন্দ্র করে   রিপোর্ট পেশ করা হয়।


☑️ ভারতীয় শিক্ষা সম্পর্কে  মেকলের মন্তব্য(Macaulay's Minute of 1835):-


ক) 1833  খ্রিস্টাব্দে সনদ নবীকরণ এর মাধ্যমে  ভারতীয়  শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা ধার্য করা হয়।  কিন্তু এই টাকা (প্রাচ্য ও পাশ্চাত্য )কোন শিক্ষা বিস্তারে ব্যবহৃত হবে সেই বিষয়ে  1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি মেকেলে একটি মন্তব্য পেশ করেন একে মেকলে মিনিট বলা হয়।

*️⃣এই প্রসঙ্গে মেকলে চুঁইয়ে পড়া নীতির কথা  প্রথম ব্যবহার করেন।

☑️ উডের ডেসপ্যাচ(Wood's Despatch  1854)


ক)1854 খ্রিস্টাব্দে চার্লস উড এই দলিল দলিল রচনা করেন যা উডের ডেসপ্যাচ নামে খ্যাত।

খ)এখানে বলা হয় ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষার জ্ঞান বিস্তার করাই হল শিক্ষার মূল উদ্দেশ্য।

গ)এখানে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।

ঘ)এখানে বলা হয়েছে সরকারি সাহায্য ব্যাতিরেখে যাদের পক্ষে নিজের চেষ্টায় প্রয়োজনীয় শিক্ষা আয়োজন করা সম্ভব নয় তাদের জন্য সরকার ব্যবস্থা করবে।

☑️ ভারতীয় শিক্ষা কমিশন /হান্টার কমিশন (1882Hunter Commission)


ক) 1882 খ্রিস্টাব্দে 3ফেব্রুয়ারি তৎকালীন ভাইসরয় লর্ড রিপন ভারতীয় শিক্ষা কমিশনের জন্য সদস্য নিয়োগ করেন।

খ) এই শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উইলিয়াম হান্টার।

গ) এখানে আরো কুড়ি জন সদস্য ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো স্যার সৈয়দ মাহমুদ , ভূদেব মুখার্জি, যতীন্দ্রমোহন ঠাকুর প্রমুখ।

গ) এই কমিশনে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা হবে জনসাধারণের জন্য মাতৃভাষায় শিক্ষা। জীবনের পক্ষে যা সর্বাপেক্ষা প্রয়োজনীয়।

ঘ)তাছাড়া মাধ্যমিক ,শিক্ষা নারী, শিক্ষা উচ্চ,  শিক্ষক- শিখন প্রক্রিয়া, বিশেষ শিক্ষা সম্পর্কে আলাদা আলাদা সুপারিশ গঠন করেন।

☑️ ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন/ কার্জন শিক্ষানীতি (Curzon's education policy1902)


ক) ভারতের বিশ্ববিদ্যালয়গুলির সংস্কার ও পুনর্বিন্যাসের জন্য 902 খ্রিস্টাব্দে 27 শে জানুয়ারি লর্ড কার্জনের নেতৃত্বে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়।

খ) এই কমিশনের উপযুক্ত অধ্যাপক মন্ডলী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রন্থাগার ,ছাত্রাবাস ,পরিকল্পিত কলেজের শিক্ষার মনোনয়ন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ এর ব্যবস্থা গ্রহণ, ও তিন বছরের ডিগ্রি কোর্স এর সুপারিশ গুলি তাৎপর্যপূর্ণ।

গ) লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে এই বিলটি পাশ করান ও ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনে পরিণত করান।


☑️ কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন স্যাডলার কমিশন(Sadler commisson1917-19):-


ক) লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইকেল স্যাডলার এর সভাপতিত্বে 1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়।

খ) 1919 খ্রিস্টাব্দে কমিশন তার রিপোর্ট পাস করেন।
এই কমিশনে বলা হয় উন্নত মাধ্যমিক শিক্ষার উপর বিশ্ববিদ্যালয় শিক্ষা সাফল্য নির্ভর করে ,তাই মাধ্যমিক শিক্ষা সংস্কার না করলে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতি সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে এখানে আরও বলা হয়- স্নাতক শ্রেণীর পাঠ্যসূচি হবে তিন বছর ব্যাপী।





Multiple Choice Type Question 




1 comment: