BIO-GK-

 1.The two richest known sources of edible

protein are-||নিচে কোন দুটি খাদ্যের মধ্যে সর্বোচ্চ প্রোটিন পাওয়া যায়?

a. Meat and eggs||মাংস

b. Some algae and other microorganism||কিছু শৈবাল এবং অন্য অনুজীবী 

c. Soyabean and groundnut|| সোয়াবিন ও চীনা বাদাম

d. Milk and leafy vegetable||দুধ এবং শাক

2.Name the Vitamin that protects us from keratomalacia?||কেরাটোম্যালাসিয়া থেকে আমাদের রক্ষা করে এমন ভিটামিনের নাম কি?


A. Vitamin B5

B. Vitamin B7

C. Vitamin A

D.None of the above

কেরাটোম্যালাসিয়া হল একটি চোখের রোগ যা ভিটামিন A-এর অভাবের কারণে কর্নিয়া  শুকিয়ে যায়। 

3.Which one of the following parts of human brain is the regulating centre for   vomiting?||মানব মস্তিষ্কের নিচের কোন অংশটি  বমি করার জন্য নিয়ন্ত্রক কেন্দ্র?

(a) Cerebellum||সেরিবেলাম

(b) Cerebrum||সেরিব্রাম

(c) Medulla oblongata||মেডুলা অবলংগাটা

(d) Cortex||কর্টেক্স

মেডুলা অবলংগাটা বা মেডুলা হল মানব মস্তিষ্কের কাণ্ড আকৃতির একটি অংশ যা বমি করা ও  হাঁচি হওয়া --এই দুটি স্বয়ংক্রিয় কাজ কর্মের জন্য দায়ী।

4. Bamboo is classified as||বাঁশ হল-

(a) Tree||গাছ

(b) Grass||ঘাস

(c) Shrub||গুল্ম

(d) Herb||ভেষজ

5.Organ that helps in preventing entering of swallowed food into lungs is ___যে অঙ্গটি ফুসফুসে গিলে ফেলা খাবারের প্রবেশ রোধ করতে সাহায্য করে তা হল ___

a) Stapes||স্টেপস

b) Larynx||স্বরযন্ত্র

c) Epiglottis||এপিগ্লোটিস

d) Pharynx||গলবিল

স্বরযন্ত্রের উপরিভাগে অবস্থিত জিহ্বাকৃতির ঢাকনাকে এপিগ্লোটিস বলা হয়।খাদ্য কে ফুসফুসে প্রবেশ থেকে প্রতিরোধ করে।

6. Which gland secretes Melatonin?||কোন গ্রন্থি মেলাটোনিন নিঃসরণ করে?

a) Adrenal||অ্যাড্রিনাল

b) Thyroid||থাইরয়েড

c) Pineal||পিনিয়াল

d) Pituitary||পিটুইটারি

পিনায়াল গ্রন্থিকে মানুষের তৃতীয় চোখ বলা হয়।এই গ্রন্থিটি মানুষের মস্তিষ্কে অবস্থিত এবং এই গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন ক্ষরন হয়।মেলাটোনিন হরমোন অন্ধকারে বেশি ক্ষরন হয় এবং আলো বেশি থাকলে এর ক্ষরন কমে যায়।মেলাটোনিন হরমোন ঘুম নিয়ন্ত্রন করে।এর অভাবে আমাদের সঠিক ঘুমের অভাব দেখা যায়।সুতারাং ঘুমাতে যাওয়ার কিছুক্ষন আগে ইলেকট্রনিক জিনিস বন্ধ করে এবং কৃত্রিম আলো বন্ধ করে দিলে আমাদের ঘুমের গভীরতা বৃদ্ধি করা যায়।

7.Colour blindness is caused due to||বর্ণান্ধতা কোন কারণে হয়ে থাকে


a.deficiency of vitamin C||ভিটামিন সি এর অভাব

b.absence of rods in retina||রেটিনায় রড কোষের  অনুপস্থিতি

c.absence of visual purple in retina||রেটিনায় চাক্ষুষ বেগুনি বর্ণের অনুপস্থিতি

d.sex-linked abnormality||লিঙ্গ-লিঙ্কডের অস্বাভাবিকতা

সেক্স লিঙ্কড জিনের ইনহেরিট্যান্স বা বংশগতি হল বিশেষ এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে সেক্স ক্রোমাজোমাল বৈশিষ্ট্য গুলি পিতা থেকে কন্যা এবং মাতা থেকে পুত্রের মাধ্যমে সঞ্চারিত হয়।X ক্রোমোজমের মাধ্যমে বৈশিষ্ট্য গুলি স্থান্তারিত হয়।সেক্স লিঙ্কড এর অস্বাভাবিকতার কারনে বর্ণান্ধতা দেখা যায়।বর্ণান্ধতা চিকিৎসার মাধ্যমে কমানো গেলেও পুরোপুরি নিরাময় সম্ভব নয়।এটি সাধারনত বংশগত হয়ে থাকে।মেয়েদের থেকে ছেলেদের বেশি বর্ণান্ধতা দেখা যায়।


8.Which part of the body is responsible for the manufacture of red blood cells?||শরীরের কোন অংশ লোহিত রক্তকণিকা তৈরির জন্য দায়ী?

SSC-CGL-2020

[A]Lungs||ফুসফুস 

[B]Heart||হার্ট

[C]Brain||মস্তিষ্ক 

[D]Bone marrow||অস্থি মজ্জা

9.Xerophthalmia is caused due to the deficiency of vitamin ___||কোন ভিটামিনের অভাবের কারণে জেরোপথ্যালমিয়া রোগ সৃষ্টি হয়-

SSC-CGL-2020

[A]C

[B]K

[C]D

[D]A

জেরোপথ্যালমিয়া  ড্রাই আই সিনড্রোম নামেও পরিচিত।

 জেরোপথ্যালমিয়া চোখের কর্নিয়া শুকিয়ে যায় এবং আশের মতো হয়ে যায়।

10.The Human body contains how much percentage of water?||মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ?

a) 70%

b) 80%

c) 45%

d) 90%

11.The fundamental organisational unit of life is||.জীবের মৌলিক সাংগঠনিক একক হল

WBCS-main -2020

(A) protein  ||প্রোটিন     

(B) cell      ||কোষ

(C) DNA   ||ডিএনএ

 (D) RNA||আর এনএ

12.The human eye forms the image of an object at its||মানুষের চোখে কোথায় বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয়?

WBCS-2020

(A) cornea   ||কর্নিয়া

 (B) iris      ||আইরিস

(C) pupil     ||পিউপিল

  (D) retina||রেটিনা

মানুষের চোখের রেটিনায় যে ছবিটি তৈরি হয় তা সদ এবং উল্টানো। এটি চোখে উত্তল লেন্সের উপস্থিতির কারণে হয়।

13.Plants synthesis protein from||উদ্ভিদ কি থেকে প্রোটিন সংশ্লেষণ করে

A. starch||স্টার্চ

B. sugar||শর্করা

C. amino acids||অ্যামিনো অ্যাসিড

D. fatty acids||ফ্যাটি অ্যাসিড

প্রোটিনের একক হল অ্যামিনো অ্যাসিড।সুতারাং উদ্ভিজ ও প্রানীজ সকল প্রকার প্রোটিন সৃষ্টি হয় অ্যামিনো অ্যাসিড থেকে।

14.Most highly intelligent mammals are||সবচেয়ে উচ্চ বুদ্ধিসম্পন্ন স্তন্যপায়ী প্রানীটি হল-

A. whales||তিমি

B. dolphins||ডলফিন

C. elephants||হাতি

D. kangaroos||কাঙ্গারু

15.Which of the following helps in blood clotting?||নিচের কোনটি রক্ত ​​জমাট বাঁধতে সাহায্য করে?

a) Vitamin A

b) Vitamin D

c) Vitamin K

d) Folic Acid

16.The nucleus of a living cell was discovered by||জীবন্ত কোষের নিউক্লিয়াস আবিস্কার করেছিলেন-WBCS-main -2020

  (A) Charles Darwin    ||চার্লস ডারউইন

 (B) Robert Hooke    ||রবার্ট হুক

 (C) Gregor Mendel      ||গ্রেগর মেন্ডেল

(D) Robert Brown||রবার্ট ব্রাউন

17.Penicillin was discovered by

WBCS-main -2020

  (A) Gregor Mendel  

   (B) Francis Crick   

   (C) James Watson    

  (D) Alexander Fleming

18.Which pollution causes Jaundice ?||কোন দূষণের কারণে জন্ডিস হয়?

WBCS-main -2020

  (A) Water   

   (B) Air     

  (C) Land     

  (D) Thermal

19.Which Vitamin was discovered by Henrik Dam ?||হেনরিক ড্যাম কোন ভিটামিন আবিষ্কার করেন? WBCS-main -2020

 (A) Vitamin K   ||ভিটামিন কে

 (B) Vitamin C     ||ভিটামিন C   

(C) Vitamin E     ||ভিটামিন E 

 (D) Vitamin A||ভিটামিন এ

20.Photosynthesis takes place faster in||সালোকসংশ্লেষণ দ্রুত ঘটে

A. yellow light||হলুদ আলো

B. white light||সাদা আলো

C. red light||লাল আলো

D. darkness||অন্ধকার

সাদা আলোয় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায়।এরপর লাল আলোয় সর্বোচ্চ এবং সবুজ আলোয় সবচেয়ে কম।













No comments:

Post a Comment