1.Master copy of genetic information is
জেনেটিক তথ্যের মাস্টার কপি হল (SSC Multitasking 2013)
(a) DNA
(b) Nucleus
(c) r-RNA
(d) m-RNA
যেহেতু DNA তে সমস্ত বংশগতির তথ্য থাকে তাই DNA কে জেনেটিক তথ্যের মাস্টার কপি বলা হয়।অনুলিপির মাধ্যমে যখন প্রয়োজন হয় তখন কার্বন কপি করে নেয়। এটি mRNAS আকারে কার্যকরী অনুলিপি গঠন করে।
2. Contraceptive pills in the market contain
বাজারে গর্ভনিরোধক বড়িতে থাকে-
(SSC Multitasking 2013)
(a) Steroid-hormones||স্টেরয়েড-হরমোন
(b) Inorganic compounds||অজৈব যৌগ
(c) Herbicides||হার্বিসাইড
(d) Antibiotics||অ্যান্টিবায়োটিক
3.Which of the following micro-organisms is used in milk curdling?দুধ থেকে দই এ রূপান্তরিত হতে নিচের কোন অণুজীব ব্যবহার করা হয়?
(SSC Multitasking 2013)
(a) Lactobacillus||ল্যাকটোব্যাসিলাস
(b) Acctobacter||অ্যাক্টোব্যাক্টর
(c) Leuconostoc||লিউকোনোস্টক
(d) Bacillus||ব্যাসিলাস
বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ল্যাকটোব্যাসিলস দুধ থেকে দই এ রূপান্তরিত করে। দুধে উপস্থিত ল্যাকটোজকে ভেঙ্গে ল্যাকটিক এসিডে রূপান্তরিত করে।
4.BCG vaccination is given at the age of||বিসিজি টিকা দেওয়া হয় কোন বয়সে?
(SSC Multitasking 2013)
(a) Within 15 days||15 দিনের মধ্যে
(b) 2 – 3 years||) 2-3 বছর
(c) 10 years||10 বছরে
(d) Newborn||নবজাতক
ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) টিকা যক্ষা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। BCG টিকা প্রথম ডোজ জন্মের ১৫ দিনের মধ্যে দেওয়া উচিত।
5.After which age BCG vaccine should not be given||কোন বয়সের পরে বিসিজি ভ্যাকসিন দেওয়া উচিত নয়
MP NHM CHO-2019
A.6 Months
B.1 year
C.2 Years
D.5 Years
6.In B.C.G. vaccine, ‘C’ stands for ________||B.C.G-তে ভ্যাকসিন, 'C' মানে ________
SSC GD-2014
A.Calmette||ক্যালমেট
B.Chlorine||ক্লোরিন
C.Cough||কফ
D.Cadmium||ক্যাডমিয়াম
ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) টিকা যক্ষা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। BCG টিকা প্রথম ডোজ জন্মের ১৫ দিনের মধ্যে দেওয়া উচিত।
7.The smallest unit of classification is||শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল
SSC Multitasking 2014
(a) Species||প্রজাতি
(b) Genus||গণ
(c) Family||পরিবার
(d) Order||ক্রম
শ্রেনী বিন্যাস এর জনক হলেন সুইডিস প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস বা কার্ল লিনিয়াস। শ্রেনী বিন্যাসের ক্রম হল রাজ্য, ফাইলম বা পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি।শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক হল প্রজাতি।
8.The deficiency of vitamin A causes||ভিটামিন এ এর ঘাটতি কারনে (SSC Multitasking 2014)
(a) Scurvy||স্কার্ভি
(b) Night blindness||রাতকানা
(c) Beri-Beri||বেরি-বেরি
(d) Dermatitis||ডার্মাটাইটিস
✍️স্কার্ভি রোগ ভিটামিন C এর অভাবে দেখা দেয়।এই রোগের উপসর্গ হল রক্তশূন্যতা, মাড়ির রোগ, চুলের পরিবর্তন ও ত্বক থেকে রক্ত বের হয়।
✍️রাতকানা রোগ একটি বংশগত রোগ।এই রোগের প্রভাবে মানুষ রাতে দেখার ক্ষমতা নষ্ট হয় এবং দিনের বেলায় ও এই দেখার ক্ষেত্রে সামান্য প্রভাব পড়ে।ব্যক্তির রড কোষ জন্ম থেকেই কাজ করে না বা করলেও অল্প কাজ করে। ভিটামিন -A অভাবে ও রাতকানা রোগ হয়।
✍️ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে বেরি-বেরি রোগ দেখা দেয়।
✍️ডার্মাটাইটিস চামড়া
9.The green colour of plant leaves is due to
||গাছের পাতার সবুজ রং কোন কারণে হয়? (SSC Multitasking 2014)
(a) Protein||প্রোটিন
(b) Chlorophyll ||ক্লোরোফিল
(c) Cellulose||সেলুলোজ
(d) Starch||স্টার্চ
ক্লোরোফিল নামক প্রাকৃতিক পিগমেন্টে কারণে গাছের পাতা সবুজ হয়।
10.Which of the following is important for growth,development and improvement of body tissues?RRB-2012
শরীরের টিস্যুগুলির বৃদ্ধি, বিকাশ এবং উন্নতির জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ?
A. Protein |প্রোটিন
B. Fat | ফ্যাট
C. Vitamin |ভিটামিন
D.Carbohydrate|কার্বোহাইড্রেট
দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পুরন প্রোটিনের মূল কাজ।প্রোটিন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত।প্রোটিনের একক হল নাইট্রোজেন
No comments:
Post a Comment