1.Who presented that all the plants and animals are composed of cells and that the cell is the basic unit of life?||কে প্রমান করেন যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা গঠিত এবং কোষ হল জীবনের মৌলিক একক?
SSC-CHSL-2018
[A]M. Schleiden and T. Schwann||স্লেইডান ও সোয়ান
[B] Virchow"||ভির্চো
[C]J. E. Purkinje||. পুরকিঞ্জে
[D]Leeuwanhoek||লিউয়েন হুক
স্লেইডান ও সোয়ান কোষতত্ত্ব এর কথা বলেন।কোশ তত্ত্ব অনুযায়ী, সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা গঠিত এবং কোষ হল জীবনের মৌলিক একক।
ভির্চো: কোষ বংশ তত্ত্বের কথা বলেন।।কোষ বংশ তত্ত্ব অনুযায়ী, পুরোনো কোশ থেকে নতুন কোষের সৃষ্টি হয়।
পুরকিঞ্জে:প্রোটোপ্লাজম আবিষ্কার করেন
লিউয়েন হুক:লিউয়েন হুক কে অনুজীব বিজ্ঞানের জনক বলা হয় ( Father of microbiology)। তিনি প্রোটোজোয়া আবিষ্কার করেন।
2.Branch of science which deal with the study of human skin||বিজ্ঞানের শাখা যা মানুষের ত্বকের অধ্যয়ন নিয়ে কাজ করে
A) Physiology
B) Anatomy
C) Biochemistry
D) Dermatology
3.Systolic and diastolic pressure in a healthy man||একজন সুস্থ মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার
A) 120 mm and 80 mm
B) 201 mm and 110 mm
C) 90 mm and 60 mm
D) 85 mm and 55 mm
4.The following virus is water borne :নিচের কোন ভাইরাসটি জলবাহিত?
WBCS-2019
(A) Hepatitis A
(B) Hepatitis B
(C) Hepatitis C
(D) None of these
কয়েকটি জলবাহিত রোগ:
ডায়রিয়া, আমাশা, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ পােলিও
5.The pH for drinking water should be between||পানীয় জলের জন্য pH এর সীমা হওয়া উচিত
WBCS-2019
(A) 5 — 6
(B) 6 — 6.5
(C) 6.5 — 7.5
(D) 8 — 9
বিশুদ্ধ জলের PH-7, এর থেকে কম হলে এসিড এর থেকে বেশি হলে ক্ষারীয়।পানের যোগ্য জলের PH 6.5 থেকে 8 হলে তা পানের যোগ্য।পানীয় জলের একটু ক্ষারীয় হলে ক্ষতি নেই কিন্তু অ্যাসিডিক হলে ক্ষতিকারক।
6.The golden rice contains||গোল্ডেন রাইস এর মধ্যে থাকে-
WBCS-2019
(A) Vitamin A
(B) Vitamin C
(C) Vitamin E
(D) Vitamin D
গোল্ডেন রাইস হল এক ধরনের জেনেটিক্যাল মডিফায়েড শস্য।এই ধরনের চালের রং হলুদ হয়ে থাকে। গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে ভিটামিন -A থাকে যা গরিব শিশুদের ভিটামিন A এর অভাব অনেকটাই মেটাতে সক্ষম।
7.Which of the following is the largest gland in an adult man ?||একজন প্রাপ্তবয়স্ক মানুষের সবচেয়ে বড় গ্রন্থি নিচের কোনটি?
WBCS-2019
(A) Thymus ||থাইমাস
(B) Liver ||যকৃত
(C) Thyroid ||থাইরয়েড
(D) Pancreas||অগ্ন্যাশয়
, গড় লিভারের আকার মহিলাদের ক্ষেত্রে 7 সেমি এবং পুরুষদের ক্ষেত্রে 10.5 সেমি । প্রাপ্তবয়স্ক মহিলার লিভারের ওজন 1200 থেকে 1400 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক পুরুষের ওজন 1400 থেকে 1500 গ্রাম।
সবচেয়ে ছোট গ্রন্থটি হল পাইনাল গ্লান্ড।
8.Proteins are composed of||প্রোটিন গঠিত হয়
WBCS-2019
(A) vitamins ||ভিটামিন
(B) carbohydrates ||কার্বোহাইড্রেট
(C) amino acids ||অ্যামিনো অ্যাসিড
(D) mineral salts||খনিজ লবণ
প্রোটিনের একক হল অ্যামিনো অ্যাসিড।প্রোটিনে সাধারনত চারটি উপাদান থাকে। কার্বন , হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন । এই চারটি উপাদানের মধ্যে প্রধান উপাদান হল নাইট্রোজেন।
9. Which of the following Vitamin is water soluble as well as an antioxidant ?||
নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট?
WBCS-2019
(A) Vitamin-B
(B) Vitamin-A
(C) Vitamin-D
(D) Vitamin-C
ভিটামিন সি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জল-দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে অন্যতম। এই যৌগটির প্রধান কাজ হল স্কার্ভি প্রতিরোধ করা। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে।এর রাসায়নিক নাম এল-অ্যাসকরবিক অ্যাসিড।
10.Name the disease caused by the deficiency of Niacin.||নিয়াসিনের অভাবজনিত রোগের নাম কি?
WBCS-2019
(A) Pellagra ||পেলাগ্রা
(B) Rickets ||রিকেট
(C) Scurvy ||স্কার্ভি
(D) Pernicious anemia||পারনিসিয়াস অ্যানিমিয়া
নিয়াসিন হল ভিটামিন -B3। নিয়াসিনের অভাবে পেলাগ্রা রোগ সৃষ্টি হয়।, ত্বকে আঁশযুক্ত ফুসকুড়ি তৈরি করে; জিহ্বার উজ্জ্বল লালভাব এবং কোষ্ঠকাঠিন্য/ডায়রিয়া দেখা দেয়।
পারনিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন B12 এর অভাবে দেখা যায়।
11.Sexual cannibalism is a concept in which the female kills the male after mating and is normally found in _________?||যৌন খাদক একটি ধারণা যেখানে মহিলা মিলনের পরে পুরুষকে হত্যা করে এবং সাধারণত দেখতে পাওয়া যায়--
Dragon fly||ড্রাগন মাছি
Spider ||মাকড়সা
Honey Bee||মৌমাছি
None of the above||উপরের কোনোটাই নয়
যৌনতা চলাকালীন বা যৌনতার পরে স্ত্রী প্রানী পুরুষ প্রানীকে খেয়ে নাই।এইধরনের ঘটনাকে Sexual cannibalism বলা হয়।মাকড়শা এবং কাকড়া বিছার ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায়।
মৌমাছির ক্ষেত্রে পুরুষ নিজেই সহবাসের পরে মারা যায়।
12.How many vertebrae does a human being have ?মানবদেহে কশেরুকা কয়টি থাকে?
33
36
29
27
কশেরুকা হল মানবদেহের মেরুদন্ডের অংশ বিশেষ।মোট কশেরুকার সংখ্যা 33.
13.Cholesterol belongs to which class of molecules?||কোলেস্টেরল কোন শ্রেণীর অণুর অন্তর্গত?
A) Lipids||লিপিড
B) Carbohydrates||কার্বোহাইড্রেট
C) Nucleic acids||নিউক্লিক অ্যাসিড
D) Proteins||প্রোটিন
কোলেস্টেরল হল চর্বি জাতীয় একধরনের পদার্থ। এটি স্বাভাবিকের থেকে বেশি হলে রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয় যার ফলে হার্ট আটার্ক হওয়ার ঝুকি দেখা যায়।
14.Who is known as father of Biology|| জীববিজ্ঞানের জনক হিসেবে কে পরিচিত?
A) Aristotle||এরিস্টটল
B) Darwin ||ডারউইন
C) Lamark ||ল্যামার্ক
D) Linneus||লিনিয়াস
15.The Vitamin required for the synthesis of nucleic acid is||নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন
A) Tocoferorl ||টোকোফেরল
B) Folic acid||ফলিক এসিড
C) Cyanocobalamine||সাইনোকোবোলামিন
D) Riboflavin ||রাইবোফ্লাভিন
নিউক্লিক অ্যাসিড ডি এন এ ও আর এন এ এর উপকরন।ভিটামিন বি ৯ এর রাসায়ানিক নাম ফলিক অ্যাসিড।
16. What base is found on RNA but not on DNA?||RNA তে কোন ক্ষার পাওয়া যায় কিন্তু DNA তে পাওয়া যায় না ?
A) Uracil
B) Thymine
C) Adenine
D) None of the above
RNA তে উপস্থিত ক্ষার হল অ্যাডিনাইন (A) , গুয়ানিন (G) , সায়োসিসাইন (C) এবং ইউরাসিল (U)।
DNA তে উপস্থিত ক্ষার অ্যাডিনাইন ( A), সাইটোসিন (C), গুয়ানিন (G) এবং থাইমিন (T)।
17.Which of the following nutrients stores maximum energy per gram?||নিচের কোন পুষ্টি উপাদান প্রতি গ্রাম সর্বোচ্চ শক্তি সঞ্চয় থাকে?
[A]Roughage||ভুষি
[B]Fat||ফ্যাট
[C]Proteins||প্রোটিন
[D]Vitamins||ভিটামিন
ফ্যাটে সবচেয়ে শক্তি থাকে। ফ্যাটে প্রতিগ্রামে ৯ ক্যালোরি যেখানে কার্বোহাইড্রেট ও প্রোটিনে ৪ ক্যালোরি।
18.Which of the following diseases has been eradicated worldwide?||বিশ্বব্যাপী নিচের কোন রোগটি নির্মূল হয়েছে?
[A]Dracunculiasis|| ড্রেকুনকুলাইসিস
[B]Chickenpox || জল বসন্ত
[C]Plague||প্লেগ
[D]Smallpox||গুটিবসন্ত
সোমালিয়াতে ১৯৭৭ সালে শেষ গুটিবসন্তে আক্রান্ত রুগীর সন্ধ্যান মেলে।তারপর থেকে আর দেখা যায় নি।১৯৮০ সালে WHO দ্বারা রোগটি ণির্মূল হয়েছে বলে ঘোষনা করা হয়।গুটি বসন্তের টীকা আবিস্কার করেন ড.জেনার।
19.Which is the rarest blood group?||বিরলতম রক্তের গ্রুপ কোনটি?
a) AB negative||AB নেগেটিভ
b) AB positive||AB পজিটিভ
c) O negative||O নেগেটিভ
d) O positive||O পজিটিভ
AB negative সবচেয়ে কম পাওয়া যায়। তারপর B নেগেটিভ।সবচেয়ে বেশি পাওয়া যায় O পজিটিভ।
20.Which blood type is a universal donor?||
কোন রক্তের গ্রুপ একটি সার্বজনীন দাতা?
A. O-
B. O +
C. AB -
D. AB +
No comments:
Post a Comment