১.কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য অতিক্রম করে নাই?
ক) মধ্যপ্রদেশ
খ) পশ্চিমবঙ্গ
গ) রাজস্থান
ঘ) ওড়িশা
ওড়িশা||৮টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে।গুজরাট,রাজস্থান, মধ্যপ্রদেশ,ছত্রিশগড়,পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা।মনে রাখার সূত্র :- কর্কট মিত্র গামছা ঝেড়ে পরলো=>কর্কট - কর্কটক্রান্তি ✍️মি - মিজোরাম
✍️ত্র - ত্রিপুরা
✍️গা - গুজরাট
✍️ম - মধ্যপ্রদেশ
✍️ছা - ছত্তিশগড়
✍️ঝেড়ে - ঝাড়খন্ড
✍️প - পশ্চিমবঙ্গ
✍️রলো - রাজস্থান
২.ভারতের কোন নদীকে বৃদ্ধ ঙ্গা বলা হয়?
ক) কৃষ্ণ
খ) গোদাবরী
গ) কাবেরী
ঘ) নর্মদা
গোদাবরী||গোদাবরী ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী।
৩.আন্দামান নিকোবর দ্বীপের নিকটে কোন দেশ টি অবস্থিত?
ক) শ্রীলঙ্কা
খ) ইন্দোনেশিয়া
গ)মায়ানামার
ঘ) পাকিস্তান
মায়ানামার
৪.পতিত জমি কোন রাজ্যে সবচেয়ে বেশি?
ক) রাজস্থান
খ) গুজরাট
গ) মধ্যপ্রদেশ
ঘ) জম্মু কাশ্মীর
রাজস্থান
৫.কোন রাজ্যে সবচেয়ে পূর্বে অবস্থিত?
ক) আসাম
খ) নাগাল্যাণ্ড
গ) অরুণাচল প্রদেশ
ঘ) মনিপুর
অরুণাচল প্রদেশ
৬.আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে নিচের কোনটি?
ক) ১০ ডিগ্রী চ্যানেল
খ) ১১ ডিগ্রী চ্যানেল
গ) আন্দামান সমুদ্র
ঘ) বঙ্গোপসাগর
ক) ১০ ডিগ্রী চ্যানেল
৭.রেলওয়ে প্যাসেঞ্জার কোচ কোথায় নির্মিত হয়?
ক) বারানসি
খ)চিত্তরঞ্জন
গ) পেরাম্বুর
ঘ) কলকাতা
কোচ ফ্যাক্টারি পেরাম্বুর( perambur) এ অবস্থিত।চিত্তরঞ্জনে ডিজিল ইঞ্জিন নির্মিত হয়।
৮. গোহাটি কোন নদীর তীরে অবস্থিত?
ক) তিস্তা
খ) ব্রহ্মপুত্র
গ) হুগলি
ঘ) শোন
খ) ব্রহ্মপুত্র
৯.কোন দেশের সাথে সবচেয়ে লম্বা সীমা রেখা আছে?
ক) বাংলাদেশ
খ) ভুটান
গ) চীনা
ঘ) পাকিস্তান
ক) বাংলাদেশ
১০.আয়তনে ছোট রাজ্য কোনটি?
ক) গোয়া
খ) নাগাল্যাণ্ড
গ) সিকিম
ঘ) ত্রিপুরা
ক) গোয়া||সিকিম জনসংখ্যার নিরিখে ছোট।
১১.বাংলা দু:খ কোন নদীকে বল হয়?
ক) শোন
খ) দামোদর
গ) হুগলি
ঘ) কোশী
No comments:
Post a Comment