BIO -3

 1.Master copy of genetic information is

জেনেটিক তথ্যের মাস্টার কপি হল (SSC Multitasking 2013)

(a) DNA
(b) Nucleus
(c) r-RNA
(d) m-RNA

যেহেতু DNA তে সমস্ত বংশগতির তথ্য থাকে তাই DNA কে  জেনেটিক তথ্যের মাস্টার কপি বলা হয়।অনুলিপির মাধ্যমে যখন প্রয়োজন হয় তখন কার্বন কপি করে নেয়। এটি mRNAS আকারে কার্যকরী অনুলিপি গঠন করে।

2. Contraceptive pills in the market contain

বাজারে গর্ভনিরোধক বড়িতে থাকে-

 (SSC Multitasking 2013)


(a) Steroid-hormones||স্টেরয়েড-হরমোন

(b) Inorganic compounds||অজৈব যৌগ

(c) Herbicides||হার্বিসাইড

(d) Antibiotics||অ্যান্টিবায়োটিক

3.Which of the following micro-organisms is used in milk curdling?দুধ থেকে দই এ রূপান্তরিত হতে নিচের কোন অণুজীব ব্যবহার করা হয়? 

 (SSC Multitasking 2013)

(a) Lactobacillus||ল্যাকটোব্যাসিলাস

(b) Acctobacter||অ্যাক্টোব্যাক্টর

(c) Leuconostoc||লিউকোনোস্টক

(d) Bacillus||ব্যাসিলাস

বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ল্যাকটোব্যাসিলস দুধ থেকে দই এ রূপান্তরিত করে। দুধে উপস্থিত ল্যাকটোজকে ভেঙ্গে ল্যাকটিক এসিডে রূপান্তরিত করে।

4.BCG vaccination is given at the age of||বিসিজি টিকা দেওয়া হয় কোন বয়সে?

 (SSC Multitasking 2013)

(a) Within 15 days||15 দিনের মধ্যে

(b) 2 – 3 years||)  2-3 বছর

(c) 10 years||10 বছরে

(d) Newborn||নবজাতক

ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) টিকা যক্ষা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। BCG টিকা প্রথম ডোজ জন্মের  ১৫ দিনের মধ্যে দেওয়া উচিত।

5.After which age BCG vaccine should not be given||কোন বয়সের পরে বিসিজি ভ্যাকসিন দেওয়া উচিত নয়

MP NHM CHO-2019

A.6 Months

B.1 year

C.2 Years

D.5 Years

6.In B.C.G. vaccine, ‘C’ stands for ________||B.C.G-তে ভ্যাকসিন, 'C' মানে ________

SSC GD-2014

A.Calmette||ক্যালমেট

B.Chlorine||ক্লোরিন

C.Cough||কফ

D.Cadmium||ক্যাডমিয়াম


ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) টিকা যক্ষা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। BCG টিকা প্রথম ডোজ জন্মের  ১৫ দিনের মধ্যে দেওয়া উচিত।

7.The smallest unit of classification is||শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল

 SSC Multitasking 2014


(a) Species||প্রজাতি

(b) Genus||গণ

(c) Family||পরিবার

(d) Order||ক্রম

শ্রেনী বিন্যাস এর জনক হলেন সুইডিস প্রকৃতিবিদ ক‍্যারোলাস লিনিয়াস বা কার্ল লিনিয়াস। শ্রেনী বিন্যাসের ক্রম হল রাজ্য, ফাইলম বা পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি।শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক হল প্রজাতি।

8.The deficiency of vitamin A causes||ভিটামিন এ এর ​​ঘাটতি কারনে (SSC Multitasking 2014)

(a) Scurvy||স্কার্ভি

(b) Night blindness||রাতকানা

(c) Beri-Beri||বেরি-বেরি

(d) Dermatitis||ডার্মাটাইটিস

✍️স্কার্ভি রোগ ভিটামিন C এর অভাবে দেখা দেয়।এই রোগের উপসর্গ হল রক্তশূন্যতা, মাড়ির রোগ, চুলের পরিবর্তন ও ত্বক থেকে রক্ত বের হয়।

✍️রাতকানা রোগ একটি বংশগত রোগ।এই রোগের প্রভাবে মানুষ রাতে দেখার ক্ষমতা নষ্ট হয় এবং দিনের বেলায় ও এই দেখার ক্ষেত্রে সামান্য প্রভাব পড়ে।ব্যক্তির রড কোষ জন্ম থেকেই কাজ করে না বা করলেও অল্প কাজ করে। ভিটামিন -A অভাবে ও রাতকানা রোগ হয়।

✍️ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে বেরি-বেরি রোগ দেখা দেয়।

✍️ডার্মাটাইটিস চামড়া 

9.The green colour of plant leaves is due to

||গাছের পাতার সবুজ রং কোন কারণে হয়? (SSC Multitasking 2014)

(a) Protein||প্রোটিন

(b) Chlorophyll ||ক্লোরোফিল

(c) Cellulose||সেলুলোজ

(d) Starch||স্টার্চ 

ক্লোরোফিল নামক প্রাকৃতিক পিগমেন্টে কারণে গাছের পাতা সবুজ হয়।

10.Which of the following is important for growth,development and improvement of body tissues?RRB-2012

শরীরের টিস্যুগুলির বৃদ্ধি, বিকাশ এবং উন্নতির জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ?

A. Protein |প্রোটিন

B. Fat | ফ্যাট

C. Vitamin |ভিটামিন

D.Carbohydrate|কার্বোহাইড্রেট 

দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পুরন প্রোটিনের মূল কাজ।প্রোটিন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত।প্রোটিনের একক হল নাইট্রোজেন



BIO GK-2

 1.Who presented that all the plants and animals are composed of cells and that the cell is the basic unit of life?||কে প্রমান করেন যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা গঠিত এবং কোষ হল জীবনের মৌলিক একক?

SSC-CHSL-2018

[A]M. Schleiden and T. Schwann||স্লেইডান ও সোয়ান

[B] Virchow"||ভির্চো

[C]J. E. Purkinje||. পুরকিঞ্জে

[D]Leeuwanhoek||লিউয়েন হুক

স্লেইডান ও সোয়ান কোষতত্ত্ব এর কথা বলেন।কোশ তত্ত্ব অনুযায়ী, সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা গঠিত এবং কোষ হল জীবনের মৌলিক একক।

ভির্চো: কোষ বংশ তত্ত্বের কথা বলেন।।কোষ বংশ তত্ত্ব অনুযায়ী, পুরোনো কোশ থেকে নতুন কোষের সৃষ্টি হয়।

 পুরকিঞ্জে:প্রোটোপ্লাজম  আবিষ্কার করেন  

লিউয়েন হুক:লিউয়েন হুক কে অনুজীব বিজ্ঞানের জনক বলা হয় (  Father of microbiology)। তিনি প্রোটোজোয়া আবিষ্কার করেন।

2.Branch of science which deal with the study of human skin||বিজ্ঞানের শাখা যা মানুষের ত্বকের অধ্যয়ন নিয়ে কাজ করে

A) Physiology

B) Anatomy

C) Biochemistry

D) Dermatology

3.Systolic and diastolic pressure in a healthy man||একজন সুস্থ মানুষের  সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার  

A) 120 mm and 80 mm

B) 201 mm and 110 mm

C) 90 mm and 60 mm

D) 85 mm and 55 mm

4.The following virus is water borne :নিচের কোন ভাইরাসটি জলবাহিত?

WBCS-2019


(A) Hepatitis A      

 (B) Hepatitis B      

 (C) Hepatitis C     

 (D) None of these

কয়েকটি জলবাহিত রোগ:

ডায়রিয়া, আমাশা, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ  পােলিও 

5.The pH for drinking water should be between||পানীয় জলের জন্য pH এর  সীমা  হওয়া উচিত

WBCS-2019

(A) 5 — 6   

 (B) 6 — 6.5   

 (C) 6.5 — 7.5     

  (D) 8 — 9

বিশুদ্ধ জলের PH-7, এর থেকে কম হলে এসিড এর থেকে বেশি হলে ক্ষারীয়।পানের যোগ্য জলের PH 6.5 থেকে 8 হলে তা পানের যোগ্য।পানীয় জলের একটু ক্ষারীয় হলে ক্ষতি নেই কিন্তু অ্যাসিডিক   হলে ক্ষতিকারক।

6.The golden rice contains||গোল্ডেন রাইস  এর মধ্যে থাকে-

WBCS-2019

(A) Vitamin A    

 (B) Vitamin C     

 (C) Vitamin E     

  (D) Vitamin D

গোল্ডেন রাইস হল এক ধরনের জেনেটিক্যাল মডিফায়েড শস্য।এই ধরনের  চালের রং হলুদ হয়ে থাকে। গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে ভিটামিন -A থাকে যা গরিব শিশুদের ভিটামিন  A এর অভাব অনেকটাই মেটাতে সক্ষম।

7.Which of the following is the largest gland in an adult man ?||একজন প্রাপ্তবয়স্ক মানুষের সবচেয়ে বড় গ্রন্থি নিচের কোনটি?

WBCS-2019

(A) Thymus     ||থাইমাস

 (B) Liver    ||যকৃত

 (C) Thyroid     ||থাইরয়েড 

  (D) Pancreas||অগ্ন্যাশয়

, গড় লিভারের আকার মহিলাদের ক্ষেত্রে 7 সেমি এবং পুরুষদের ক্ষেত্রে 10.5 সেমি । প্রাপ্তবয়স্ক মহিলার লিভারের ওজন 1200 থেকে 1400 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক পুরুষের ওজন 1400 থেকে 1500 গ্রাম।

সবচেয়ে ছোট গ্রন্থটি হল পাইনাল গ্লান্ড।

8.Proteins are composed of||প্রোটিন গঠিত হয়

WBCS-2019

(A) vitamins    ||ভিটামিন

 (B) carbohydrates    ||কার্বোহাইড্রেট 

(C) amino acids    ||অ্যামিনো অ্যাসিড  

 (D) mineral salts||খনিজ লবণ

প্রোটিনের একক হল অ্যামিনো অ্যাসিড।প্রোটিনে সাধারনত চারটি উপাদান থাকে। কার্বন , হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন । এই চারটি উপাদানের মধ্যে প্রধান উপাদান হল নাইট্রোজেন।

9. Which of the following Vitamin is water soluble as well as an antioxidant ?||

নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট?

WBCS-2019

(A) Vitamin-B    

 (B) Vitamin-A    

 (C) Vitamin-D     

  (D) Vitamin-C

ভিটামিন সি,  সবচেয়ে গুরুত্বপূর্ণ জল-দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে অন্যতম। এই যৌগটির প্রধান কাজ হল স্কার্ভি প্রতিরোধ করা।  এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে।এর রাসায়নিক নাম এল-অ্যাসকরবিক অ্যাসিড।

10.Name the disease caused by the deficiency of Nia­cin.||নিয়াসিনের অভাবজনিত রোগের নাম কি?

WBCS-2019

(A) Pellagra    ||পেলাগ্রা

 (B) Rickets      ||রিকেট

  (C) Scurvy    ||স্কার্ভি

   (D) Pernicious anemia||পারনিসিয়াস অ্যানিমিয়া

নিয়াসিন হল ভিটামিন -B3। নিয়াসিনের অভাবে পেলাগ্রা রোগ সৃষ্টি হয়।, ত্বকে আঁশযুক্ত ফুসকুড়ি তৈরি করে; জিহ্বার উজ্জ্বল লালভাব এবং কোষ্ঠকাঠিন্য/ডায়রিয়া দেখা দেয়।

পারনিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন B12 এর অভাবে দেখা যায়।

11.Sexual cannibalism is a concept in which the female kills the male after mating and is normally found in _________?||যৌন খাদক একটি ধারণা যেখানে মহিলা মিলনের পরে পুরুষকে হত্যা করে এবং সাধারণত দেখতে পাওয়া যায়--

Dragon fly||ড্রাগন মাছি

Spider ||মাকড়সা

Honey Bee||মৌমাছি

None of the above||উপরের কোনোটাই নয়

যৌনতা চলাকালীন বা যৌনতার পরে স্ত্রী প্রানী পুরুষ প্রানীকে খেয়ে নাই।এইধরনের ঘটনাকে Sexual cannibalism বলা হয়।মাকড়শা এবং কাকড়া বিছার ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায়।

 মৌমাছির ক্ষেত্রে পুরুষ নিজেই সহবাসের পরে মারা যায়।

12.How many vertebrae does a human being have ?মানবদেহে কশেরুকা কয়টি থাকে?

33

36

29

27

কশেরুকা হল মানবদেহের  মেরুদন্ডের অংশ বিশেষ।মোট কশেরুকার সংখ্যা 33.

13.Cholesterol belongs to which class of molecules?||কোলেস্টেরল কোন শ্রেণীর অণুর অন্তর্গত?

A) Lipids||লিপিড

B) Carbohydrates||কার্বোহাইড্রেট

C) Nucleic acids||নিউক্লিক অ্যাসিড

D) Proteins||প্রোটিন

কোলেস্টেরল হল চর্বি জাতীয় একধরনের পদার্থ। এটি স্বাভাবিকের থেকে বেশি হলে রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয় যার ফলে হার্ট আটার্ক হওয়ার ঝুকি দেখা যায়।

14.Who is known as father of  Biology|| জীববিজ্ঞানের জনক হিসেবে কে পরিচিত?

A) Aristotle||এরিস্টটল

B) Darwin ||ডারউইন

C) Lamark ||ল্যামার্ক

D) Linneus||লিনিয়াস

15.The Vitamin required for the synthesis of nucleic acid is||নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন

A) Tocoferorl ||টোকোফেরল

B) Folic acid||ফলিক এসিড

C) Cyanocobalamine||সাইনোকোবোলামিন

D) Riboflavin ||রাইবোফ্লাভিন

নিউক্লিক অ্যাসিড ডি এন এ ও আর এন এ এর উপকরন।ভিটামিন বি ৯ এর রাসায়ানিক নাম ফলিক অ্যাসিড।

 16. What base is found on RNA but not on DNA?||RNA তে কোন ক্ষার পাওয়া যায় কিন্তু DNA তে পাওয়া যায় না ?

A) Uracil

B) Thymine

C) Adenine

D) None of the above

RNA তে উপস্থিত ক্ষার হল অ্যাডিনাইন (A) , গুয়ানিন (G) , সায়োসিসাইন (C) এবং ইউরাসিল (U)।

 DNA তে উপস্থিত ক্ষার অ্যাডিনাইন ( A), সাইটোসিন (C), গুয়ানিন (G) এবং থাইমিন (T)।

17.Which of the following nutrients stores maximum energy per gram?||নিচের কোন পুষ্টি উপাদান প্রতি গ্রাম সর্বোচ্চ শক্তি সঞ্চয় থাকে?

[A]Roughage||ভুষি

[B]Fat||ফ্যাট

[C]Proteins||প্রোটিন

[D]Vitamins||ভিটামিন

ফ্যাটে সবচেয়ে শক্তি থাকে। ফ্যাটে প্রতিগ্রামে ৯ ক্যালোরি যেখানে কার্বোহাইড্রেট ও প্রোটিনে ৪ ক্যালোরি।

18.Which of the following diseases has been eradicated worldwide?||বিশ্বব্যাপী নিচের কোন রোগটি নির্মূল  হয়েছে?

[A]Dracunculiasis|| ড্রেকুনকুলাইসিস 

[B]Chickenpox || জল বসন্ত

[C]Plague||প্লেগ

[D]Smallpox||গুটিবসন্ত

সোমালিয়াতে ১৯৭৭ সালে শেষ গুটিবসন্তে আক্রান্ত রুগীর সন্ধ্যান মেলে।তারপর থেকে আর দেখা যায় নি।১৯৮০ সালে WHO দ্বারা রোগটি ণির্মূল হয়েছে বলে ঘোষনা করা হয়।গুটি বসন্তের টীকা আবিস্কার করেন ড.জেনার।

19.Which is the rarest blood group?||বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

a) AB negative||AB নেগেটিভ 

b) AB positive||AB পজিটিভ  

c) O negative||O নেগেটিভ 

d) O positive||O পজিটিভ

AB negative  সবচেয়ে কম পাওয়া যায়। তারপর B নেগেটিভ।সবচেয়ে বেশি পাওয়া যায় O পজিটিভ।

 20.Which blood type is a universal donor?||

কোন রক্তের গ্রুপ একটি সার্বজনীন দাতা?

A. O-

B. O +

C. AB -

D. AB +













BIO-GK-

 1.The two richest known sources of edible

protein are-||নিচে কোন দুটি খাদ্যের মধ্যে সর্বোচ্চ প্রোটিন পাওয়া যায়?

a. Meat and eggs||মাংস

b. Some algae and other microorganism||কিছু শৈবাল এবং অন্য অনুজীবী 

c. Soyabean and groundnut|| সোয়াবিন ও চীনা বাদাম

d. Milk and leafy vegetable||দুধ এবং শাক

2.Name the Vitamin that protects us from keratomalacia?||কেরাটোম্যালাসিয়া থেকে আমাদের রক্ষা করে এমন ভিটামিনের নাম কি?


A. Vitamin B5

B. Vitamin B7

C. Vitamin A

D.None of the above

কেরাটোম্যালাসিয়া হল একটি চোখের রোগ যা ভিটামিন A-এর অভাবের কারণে কর্নিয়া  শুকিয়ে যায়। 

3.Which one of the following parts of human brain is the regulating centre for   vomiting?||মানব মস্তিষ্কের নিচের কোন অংশটি  বমি করার জন্য নিয়ন্ত্রক কেন্দ্র?

(a) Cerebellum||সেরিবেলাম

(b) Cerebrum||সেরিব্রাম

(c) Medulla oblongata||মেডুলা অবলংগাটা

(d) Cortex||কর্টেক্স

মেডুলা অবলংগাটা বা মেডুলা হল মানব মস্তিষ্কের কাণ্ড আকৃতির একটি অংশ যা বমি করা ও  হাঁচি হওয়া --এই দুটি স্বয়ংক্রিয় কাজ কর্মের জন্য দায়ী।

4. Bamboo is classified as||বাঁশ হল-

(a) Tree||গাছ

(b) Grass||ঘাস

(c) Shrub||গুল্ম

(d) Herb||ভেষজ

5.Organ that helps in preventing entering of swallowed food into lungs is ___যে অঙ্গটি ফুসফুসে গিলে ফেলা খাবারের প্রবেশ রোধ করতে সাহায্য করে তা হল ___

a) Stapes||স্টেপস

b) Larynx||স্বরযন্ত্র

c) Epiglottis||এপিগ্লোটিস

d) Pharynx||গলবিল

স্বরযন্ত্রের উপরিভাগে অবস্থিত জিহ্বাকৃতির ঢাকনাকে এপিগ্লোটিস বলা হয়।খাদ্য কে ফুসফুসে প্রবেশ থেকে প্রতিরোধ করে।

6. Which gland secretes Melatonin?||কোন গ্রন্থি মেলাটোনিন নিঃসরণ করে?

a) Adrenal||অ্যাড্রিনাল

b) Thyroid||থাইরয়েড

c) Pineal||পিনিয়াল

d) Pituitary||পিটুইটারি

পিনায়াল গ্রন্থিকে মানুষের তৃতীয় চোখ বলা হয়।এই গ্রন্থিটি মানুষের মস্তিষ্কে অবস্থিত এবং এই গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন ক্ষরন হয়।মেলাটোনিন হরমোন অন্ধকারে বেশি ক্ষরন হয় এবং আলো বেশি থাকলে এর ক্ষরন কমে যায়।মেলাটোনিন হরমোন ঘুম নিয়ন্ত্রন করে।এর অভাবে আমাদের সঠিক ঘুমের অভাব দেখা যায়।সুতারাং ঘুমাতে যাওয়ার কিছুক্ষন আগে ইলেকট্রনিক জিনিস বন্ধ করে এবং কৃত্রিম আলো বন্ধ করে দিলে আমাদের ঘুমের গভীরতা বৃদ্ধি করা যায়।

7.Colour blindness is caused due to||বর্ণান্ধতা কোন কারণে হয়ে থাকে


a.deficiency of vitamin C||ভিটামিন সি এর অভাব

b.absence of rods in retina||রেটিনায় রড কোষের  অনুপস্থিতি

c.absence of visual purple in retina||রেটিনায় চাক্ষুষ বেগুনি বর্ণের অনুপস্থিতি

d.sex-linked abnormality||লিঙ্গ-লিঙ্কডের অস্বাভাবিকতা

সেক্স লিঙ্কড জিনের ইনহেরিট্যান্স বা বংশগতি হল বিশেষ এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে সেক্স ক্রোমাজোমাল বৈশিষ্ট্য গুলি পিতা থেকে কন্যা এবং মাতা থেকে পুত্রের মাধ্যমে সঞ্চারিত হয়।X ক্রোমোজমের মাধ্যমে বৈশিষ্ট্য গুলি স্থান্তারিত হয়।সেক্স লিঙ্কড এর অস্বাভাবিকতার কারনে বর্ণান্ধতা দেখা যায়।বর্ণান্ধতা চিকিৎসার মাধ্যমে কমানো গেলেও পুরোপুরি নিরাময় সম্ভব নয়।এটি সাধারনত বংশগত হয়ে থাকে।মেয়েদের থেকে ছেলেদের বেশি বর্ণান্ধতা দেখা যায়।


8.Which part of the body is responsible for the manufacture of red blood cells?||শরীরের কোন অংশ লোহিত রক্তকণিকা তৈরির জন্য দায়ী?

SSC-CGL-2020

[A]Lungs||ফুসফুস 

[B]Heart||হার্ট

[C]Brain||মস্তিষ্ক 

[D]Bone marrow||অস্থি মজ্জা

9.Xerophthalmia is caused due to the deficiency of vitamin ___||কোন ভিটামিনের অভাবের কারণে জেরোপথ্যালমিয়া রোগ সৃষ্টি হয়-

SSC-CGL-2020

[A]C

[B]K

[C]D

[D]A

জেরোপথ্যালমিয়া  ড্রাই আই সিনড্রোম নামেও পরিচিত।

 জেরোপথ্যালমিয়া চোখের কর্নিয়া শুকিয়ে যায় এবং আশের মতো হয়ে যায়।

10.The Human body contains how much percentage of water?||মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ?

a) 70%

b) 80%

c) 45%

d) 90%

11.The fundamental organisational unit of life is||.জীবের মৌলিক সাংগঠনিক একক হল

WBCS-main -2020

(A) protein  ||প্রোটিন     

(B) cell      ||কোষ

(C) DNA   ||ডিএনএ

 (D) RNA||আর এনএ

12.The human eye forms the image of an object at its||মানুষের চোখে কোথায় বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয়?

WBCS-2020

(A) cornea   ||কর্নিয়া

 (B) iris      ||আইরিস

(C) pupil     ||পিউপিল

  (D) retina||রেটিনা

মানুষের চোখের রেটিনায় যে ছবিটি তৈরি হয় তা সদ এবং উল্টানো। এটি চোখে উত্তল লেন্সের উপস্থিতির কারণে হয়।

13.Plants synthesis protein from||উদ্ভিদ কি থেকে প্রোটিন সংশ্লেষণ করে

A. starch||স্টার্চ

B. sugar||শর্করা

C. amino acids||অ্যামিনো অ্যাসিড

D. fatty acids||ফ্যাটি অ্যাসিড

প্রোটিনের একক হল অ্যামিনো অ্যাসিড।সুতারাং উদ্ভিজ ও প্রানীজ সকল প্রকার প্রোটিন সৃষ্টি হয় অ্যামিনো অ্যাসিড থেকে।

14.Most highly intelligent mammals are||সবচেয়ে উচ্চ বুদ্ধিসম্পন্ন স্তন্যপায়ী প্রানীটি হল-

A. whales||তিমি

B. dolphins||ডলফিন

C. elephants||হাতি

D. kangaroos||কাঙ্গারু

15.Which of the following helps in blood clotting?||নিচের কোনটি রক্ত ​​জমাট বাঁধতে সাহায্য করে?

a) Vitamin A

b) Vitamin D

c) Vitamin K

d) Folic Acid

16.The nucleus of a living cell was discovered by||জীবন্ত কোষের নিউক্লিয়াস আবিস্কার করেছিলেন-WBCS-main -2020

  (A) Charles Darwin    ||চার্লস ডারউইন

 (B) Robert Hooke    ||রবার্ট হুক

 (C) Gregor Mendel      ||গ্রেগর মেন্ডেল

(D) Robert Brown||রবার্ট ব্রাউন

17.Penicillin was discovered by

WBCS-main -2020

  (A) Gregor Mendel  

   (B) Francis Crick   

   (C) James Watson    

  (D) Alexander Fleming

18.Which pollution causes Jaundice ?||কোন দূষণের কারণে জন্ডিস হয়?

WBCS-main -2020

  (A) Water   

   (B) Air     

  (C) Land     

  (D) Thermal

19.Which Vitamin was discovered by Henrik Dam ?||হেনরিক ড্যাম কোন ভিটামিন আবিষ্কার করেন? WBCS-main -2020

 (A) Vitamin K   ||ভিটামিন কে

 (B) Vitamin C     ||ভিটামিন C   

(C) Vitamin E     ||ভিটামিন E 

 (D) Vitamin A||ভিটামিন এ

20.Photosynthesis takes place faster in||সালোকসংশ্লেষণ দ্রুত ঘটে

A. yellow light||হলুদ আলো

B. white light||সাদা আলো

C. red light||লাল আলো

D. darkness||অন্ধকার

সাদা আলোয় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায়।এরপর লাল আলোয় সর্বোচ্চ এবং সবুজ আলোয় সবচেয়ে কম।