।।CTET-2014 বাংলা প্রশ্ন ও উত্তর।।পর্ব-২।।

 




CTET-2014 বাংলা প্রশ্ন ও উত্তর


 

নির্দেশ : নীচের গদ্যাংশটি পড়ুন এবং প্রদত্ত প্রশ্নগুলির সবচেয়েউপযুক্ত উত্তর নির্বাচন করে (প্রশ্ন সংখ্যা 112 থেকে 120)উত্তর দিন :

তখন রাশিয়া সেই সময়ের রাশিয়া ছিল কৃষিপ্রধান দেশ। অর্থাৎ, দেশের বেশিরভাগ মানুষই ছিল চাষী। সেই চাষীদেরও বেশির ভাগই ছিল অত্যন্ত গরিব। থাকার মধ্যে তাদের ছিল জরাজীর্ণ একটা কুঁড়েঘর, অল্প একটু জমি—যে জমির জন্য তাদের চড়া হারে খাজনা দিতে হতাে, সাবেক কালের একটা সােখাে আর সেই সাখাে টানার জন্য হাড় জিরজিরে একটা

ঘােড়া। রাশিয়ার শীত বড় ভয়ংকর, সেই শীত কাটাবার উপযােগী গরম কাপড়ও তারা পেত না। তারপর, যখন বসন্ত আসত, শীতের বরফ গলে চারদিক ভরে যেত জলকাদায়। তখন পথ চলার জন্য, চাষ করার জন্য দরকার হতাে একটা গামবুট বা ‘গালশ’। সেটা কেনার সামর্থ্যও থাকত না সবার।

গরিব চাষীদের থেকেও গরিব ছিল আরাে একদল মানুষ।তাদের বলা হতাে ‘ভূমিদাস'। ভূমিদাসদের কিছুই থাকত না। এরা মূলত ছিল ধনী চাষী আর জমিদারদের কেনাগােলাম । বংশপরম্পরায় এরা দাস হয়েই থাকত।এই গরিব চাষী ও ভূমিদাসদের চুষে খেত ধনী চাষীরা, রুশ ভাষায় যাদের বলে কুলাক। এদের থেকেই জমি নিয়ে চাষ করত বেশিরভাগ গরিব চাষী। ফসল না হলে বা কম হলেও খাজনা কমাত না কুলাকরা। প্রয়ােজনে লেঠেল-পাইক দিয়ে ভিটেমাটি উচ্ছেদ করে ছাড়ত এরা।কুলাকদের উপরে ছিল ছােটো জমিদার, তার উপর বড়ােজমিদার, তার উপর আরাে বড়াে জমিদার। এদের বলত অভিজাত সম্প্রদায়। এছাড়া ছিল গিজার ছােটো পাদ্রি বা পুরােহিত থেকে শুরু করে আরাে বড়াে—আরাে বড়াে—তার চেয়েও বড়াে সব পাদ্রিরা, যাদের এককথায় বলা হতাে যাজক সম্প্রদায়। এদের সঙ্গে ছিল গিজার সঙ্গে সম্পর্কিত নানান কিসিমের ভণ্ড সন্ন্যাসীরা।

অত্যাচার চালানাের জন্য জমিদারদের ছিল নিজস্ব সশস্ত্রবাহিনী। নিজেদের এলাকায় এঁরাই ছিলেন হতকিতা বিধাত্য। পান থেকে চুন খসলেই মুণ্ডু কাটা যাওয়ার ভয়।

অবশ্য, এঁদের থেকেও এক কাঠি সরেশ ছিল জমিদারের কর্মচারীরা, যারা ধরে আনতে বললে বেঁধে আনে। পাঁচ পয়সা দামের কোনাে জিনিস কিনলে এরা তার থেকে অন্তত তিন পয়সা ঘুষ খায়। এইসব কর্মচারীদের বলা হয়

‘আমলা'। সব দেশে, সব যুগেই এরা ছিল। এখনও আছে।

আরাে ছিল সৈন্যবাহিনী আর বিচার-ব্যবস্থা। জারকে  টিকিয়ে রাখার প্রধান দুই স্তম্ভ ।

এ ছাড়া সবার উপরে--জার। বিখ্যাত রােমান বংশ ।

বিশাল রুশ সাম্রাজ্যের অধীশ্বর।

(গদ্যাংশটি কবি জয়দেব বসুর ‘লেনিন’ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে।)

112. উদ্ধৃত গদ্যাংশটির কেন্দ্রীয় উদ্দেশ্য কী?

(1) তখন রাশিয়ায় সব মানুষই অত্যাচারী ছিল

—তা জানানাে

(2) তখন রাশিয়ায় সব মানুষই কষ্টে ছিল

—তা বােঝানাে

(3) তখন রাশিয়ার সমাজ আদর্শ সামাজিক অবস্থা থেকে কত দূরে ছিল—তা দেখানাে

(4) তখন রাশিয়ার সমাজ কত বিভিন্ন স্তরে

বিভক্ত ছিল—তা দেখানাে

Ans-3

113. তখন রাশিয়ায় বেশিরভাগ মানুষ কোন শ্রেণীর   ন্তর্ভুক্ত ছিল ?

(1) স্বনির্ভর শ্রেণীর

(2) শশাষিত শ্রেণীর

(3) শােষক শ্রেণীর

(4) সুবিধাভােগী শ্রেণীর

Ans-2

114. কোন গােষ্ঠীর মানুষদের নিজেদের মধ্যে কোনাে

বিভাজন ছিল না?

(1) ভূমিদাস


(2) পাদ্রি

(3) চাষী

(4) জমিদার


Ans-1


115.কুলাকদের উপরে ছিল ছােটো জমিদার, তার উপর বড়াে জমিদার, তার উপর আরাে বড়াে জমিদার।” এই পংক্তিটি পড়ার পর স্পষ্ট বােঝা যায় যে শ্রেণী-বৈষম্যের কোনাে

(1) তখন রাশিয়ায় কাঠামােই ছিল না

(2) তখন রাশিয়ায় শ্রেণী-বৈষম্যের কাঠামােটা
ছিল একই সঙ্গে উল্লম্ব ও আনুভূমিক

(3) তখন রাশিয়ায় শ্রেণী-বৈষম্যের কাঠামােটা
ছিল উল্লম্ব (vertical)

(4) তখন রাশিয়ায় শ্রেণী-বৈষম্যের কাঠামােটা
ছিল আনুভূমিক (horizontal)

Ans-2


116. জারতন্ত্র বা জার-রাজত্বকে-সুরক্ষিত রাখার প্রত্যক্ষ দায়িত্ব বহন করত

(1) যাজক সম্প্রদায়
(2) আমলাবর্গ
(3) লেঠেল-পাইক বাহিনী
(4) সৈন্যবাহিনী

Ans-4

117. পাদ্রি বা সন্ন্যাসীরা কীভাবে জারতন্ত্রকে টিকে থাকতে সাহায্য করতে পারে ?

(1) অত্যাচারিত মানুষদের জন্য প্রার্থনা করে
(2) মানুষের বাস্তবতাবােধকে অবাস্তব ধর্মীয়
ব্যাখ্যায় আচ্ছন্ন করে
(3) জার-এর মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে
(4) জারকে ধর্মনীতিগত সাহস জুগিয়ে

Ans-2



118. যারা ধরে আনতে বললে বেঁধে আনে’ তারা
আসলে

(1) কর্তব্য পালনে কোনাে ফাক রাখতে চায় না
(2) কাজ এগিয়ে রাখতে চায়
(3) ক্ষমতার অপব্যবহার করে।
(4) অধিক কর্তব্যপরায়ণ

Ans-3

119. “এই গরিব চাষী ও ভূমিদাসদের চুষে খেত ধনী চাষীরা।” এই কথাটিকেই অন্য কোনভাবে বলা যায় ?

(1) এই গরিব চাষী ও ভূমিদাসদের দায়িত্ব ছিল
ধনী চাষীদের খাওয়ানাের
(2) এই গরিব চাষী ও ভূমিদাসদেব চূড়ান্ত শােষণ করত ধনী চাষীরা
(3) এই গরিব চাষী ও ভূমিদাসদের নিজেদের
স্বার্থে লাগাতাে ধনী চাষীরা
(4) এই গরিব চাষী ও ভূমিদাসরা ছিল ধনী
চাষীদের চুষে খাবার জন্য সবচেয়ে উপযুক্ত


Ans-2

120. তখন রাশিয়ায় সবচেয়ে বেশি ভয়ংকর ছিল


(1) ভূমিদাসদের দারিদ্র্য
(2) শীতকাল
(3) চাষীদের দারিদ্র্য
(4) জার

Ans-4






No comments:

Post a Comment